কলকাতা, 1 অক্টোবর: আইএসএলের (ISL) বোধন আগামী 7 অক্টোবর। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সামনে ইস্টবেঙ্গল। 5 অক্টোবর অর্থাৎ, বিজয়া দশমীতেই অ্যাওয়ে ম্যাচ খেলতে লাল-হলুদ ব্রিগেড রওনা হয়ে যাবে। তার আগে উমার বোধনের বিকেলে নিউটাউনের হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ প্রথমবার ক্লাব কোচিং'য়ে এসে ভারতীয় দলের কোচ হিসেবে সাফল্যের রেশ বজায় রাখতে চান ব্রিটিশ কোচ ৷ আর সেই কারণে ধাপে-ধাপে এগোনর কথা বলছেন তিনি ৷ মাথায় আপাতত ঘুরছে কেবল কেরালা ম্যাচ, সেই কারণে ষষ্ঠীর বিকেলে বড় ম্যাচ নিয়ে কোনও শব্দ খরচ করতে নারাজ কনস্ট্যানটাইন ৷
এদিকে ইস্টবেঙ্গল জনতা জানতে চাইছে আসন্ন আইএসএলে দল নিয়ে কোচের স্বপ্ন। প্রত্যাশার পারদ যে তাঁর দলকে ঘিরে আবর্তিত হচ্ছে জানেন শৌভিকদের হেডস্যার। তাই জানিয়ে দিলেন দলকে নিয়ে তাঁর প্রাথমিক লক্ষ্যের কথা (Constantine shares his expectations on upcoming ISL) ৷ লাল-হলুদ আসন্ন আইএসএলে যাতে প্রথম ছ'য়ে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই এগোচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ তিনি বলেন, "ভুলে যাবেন না প্রতিপক্ষ কেরালা গত দু'বছর ধরে এক দল নিয়ে খেলছে। সেখানে গত দু'মাস আমরা প্র্যাকটিস করছি। ধীরে ধীরে দল হয়ে ওঠার চেষ্টা করছি। যদি নকআউট পর্বে পৌছতে পারি সেটা হবে মিরাকল ৷"
ডুরান্ড কাপে গোল না-করতে পারার রোগ ধরা পড়েছিল ইস্টবেঙ্গলের খেলায় ৷ দলের স্ট্রাইকারদের গোলখরা আইএসএলে ভোগাবে বলে মনে করছেন সমালোচকরা। যদিও সেসবে পাত্তা না-দিয়ে ক্লেইটন সিলভা, সুমিত পাসি, হিমাংশু জাংরাদের পাশে দাঁড়াচ্ছেন হেড কোচ। তিনি বলছেন, "অনুশীলন ম্যাচগুলোতে আমরা নিয়মিত জিতছি। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে তিন গোলে জয় পেয়েছি। আশা করব কেরালার বিরুদ্ধেও সেই ধারা বজায় থাকবে। তবে এক বা দুই গোল হলেই খুশি আমি। লক্ষ্য থাকবে গোল না খাওয়া।"
-
𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙞𝙣… 𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙤𝙪𝙩… 🧘♂️#JoyEastBengal #EmamiEastBengal #IndianFootball pic.twitter.com/3SuyIBuvGl
— East Bengal FC (@eg_eastbengal) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙞𝙣… 𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙤𝙪𝙩… 🧘♂️#JoyEastBengal #EmamiEastBengal #IndianFootball pic.twitter.com/3SuyIBuvGl
— East Bengal FC (@eg_eastbengal) October 1, 2022𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙞𝙣… 𝘽𝙧𝙚𝙖𝙩𝙝𝙚 𝙤𝙪𝙩… 🧘♂️#JoyEastBengal #EmamiEastBengal #IndianFootball pic.twitter.com/3SuyIBuvGl
— East Bengal FC (@eg_eastbengal) October 1, 2022
আরও পড়ুন: ফের অনুশীলন ম্যাচে জয় লাল-হলুদের, দোহার্তির চোট-জল্পনা ওড়ালেন কনস্ট্যানটাইন
জর্ডান ও'দোহার্তির ফিটনেস নিয়ে অনেকেই সন্দেহে। স্টিফেন জানাচ্ছেন, রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ষাট মিনিট মাঠে ছিলেন অজি মিডফিল্ডার। শুধু তাই নয় সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। তাই ম্যাচ খেলার মধ্যে দিয়েই সামগ্রিক ফিটনেস বাড়বে বলে মত ব্রিটিশ কোচের ৷