ETV Bharat / sports

Mohammedan SC: আইএসএল খেলতে মহামেডানের বিনিয়োগকারী হতে পারে কি দুবাইয়ের কোনও সংস্থা? - মহামেডান স্পোর্টিং

বাংলার দুই প্রধান ক্লাব ইতিমধ্য়েই আইএসএল-এ খেলছে ৷ কিন্তু এখনও এই কোটিপতি লিগে হাতে খড়ি হয়নি বাংলার আরেক প্রধান মহামেডানের। সূত্রের খবর, দুবাইয়ের এক নামী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামিদিনে আইএসএল খেলতে পারে মহামেডান স্পোর্টিং।

Mohammedan SC
মহামেডান স্পোর্টিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 12:58 PM IST

Updated : Sep 24, 2023, 1:53 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: এবার কি দিন বদলের পথে বাংলার ফুটবল! ভারতীয় ফুটবলের ঐতিহ্য বাংলার তিন ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। ইতিমধ্যেই দেশের সেরা ফুটবল লিগ আইএসএল-এ খেলছে বাংলার দুই প্রধান ক্লাব। কিন্তু এখনও কোটিপতি লিগে হাতে খড়ি হয়নি বাংলার আরেক প্রধান মহামেডানের। তাই বাংলার এই অন্যতম প্রধান ফুটবল ক্লাব মহামেডানকে আইএসএল খেলানোর জন্য উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর নয়া সাজে তাঁবুর উদ্বোধনে গিয়ে এই বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের আইএসএল খেলার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা। এবার বিদেশ সফরে গিয়ে তারই বন্দোবস্ত একরকম করে ফেললেন তিনি।

সূত্রের খবর, দুবাইয়ের এক নামী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামিদিনে আইএসএল খেলতে পারে মহামেডান স্পোর্টিং। দুবাইতে থাকাকালীন এক কর্পোরেট সংস্থার সঙ্গে মহামেডান কর্তাদের বৈঠক করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ক্লাবের তরফে উপস্থিত ছিলেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ রাজু। উভয়পক্ষের মধ্যে ভালো আলোচনা হয়েছে। কিন্তু এখনই ওই কর্পোরেট সংস্থার সঙ্গে মহামেডানের চুক্তি হচ্ছে এ কথা বলা যায় না। তাদের প্রস্তাবে রাজি থাকলে আগামিদিনে ওই কর্পোরেট সংস্থার হাত ধরেই আইএসএলে আত্মপ্রকাশ করতে পারে মহামেডান।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল-এর জন্য বিনিয়োগকারী জোগাড় করে দেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহামেডানের জন্য যে সংস্থার সঙ্গে কথা হয়েছে তা দুবাই বেসড এই কর্পোরেট সংস্থা ৷ তারা নিউটাউনে একটি বহুজাতিক শপিংমল তৈরি করছে। এছাড়া একাধিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে বলে খবর। একইসঙ্গে মহামেডানের বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্লাব কর্তাদের সঙ্গে তাদের কথা হয়। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তও। এই অবস্থা শেষ পর্যন্ত এটি কার্যকরী হয় কি না সেটাই এখন দেখার।

যদিও এবছর আইএসএল শুরু হয়ে গিয়েছে। মহামেডানের আইএসএল যাত্রার জন্য হাতে কিছুটা সময় রয়েছে। এখন দেখার এই বহুজাতিক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে শেষ পর্যন্ত আইএসএল খেলতে পারে কি না মহামেডান ক্লাব। এই নিয়ে মহামেডান ক্লাবের কর্মকর্তা আমীরুদ্দিন ববির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই মুহূর্তে ক্লাবে একটি বিনিয়োগকারী রয়েছে। এই অবস্থায় ক্লাব নীতিগতভাবে অন্য ইনভেস্টারের সঙ্গে আলোচনা করতে পারে না। তবে ক্লাবের বাইরে কী হয়েছে আমি বলতে পারব না। সেখানে আমি ছিলাম না।"

এ নিয়েই টুইট করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রীর বিদেশসফর সঙ্গী কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, "মহামেডান যাতে আইএসএল খেলে, উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিখ্যাত সংস্থার সঙ্গে আলোচনা ফলপ্রসূ। সূত্রের খবর, লুলু গোষ্ঠী। বৈঠক ইতিবাচক। সব ঠিকঠাক থাকলে এদের লগ্নিতে কোম্পানি গঠন করতে পারবে মহমেডান। বাকি চুক্তি ও শর্ত ক্লাবের ব্যাপার। আশা করা যায় মহমেডান আইএসএল খেলবে।

আরও পড়ুন: তিন গোলে পঞ্জাবকে উড়িয়ে আইএসএলে যাত্রা শুরু মোহনবাগানের

কলকাতা, 24 সেপ্টেম্বর: এবার কি দিন বদলের পথে বাংলার ফুটবল! ভারতীয় ফুটবলের ঐতিহ্য বাংলার তিন ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। ইতিমধ্যেই দেশের সেরা ফুটবল লিগ আইএসএল-এ খেলছে বাংলার দুই প্রধান ক্লাব। কিন্তু এখনও কোটিপতি লিগে হাতে খড়ি হয়নি বাংলার আরেক প্রধান মহামেডানের। তাই বাংলার এই অন্যতম প্রধান ফুটবল ক্লাব মহামেডানকে আইএসএল খেলানোর জন্য উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর নয়া সাজে তাঁবুর উদ্বোধনে গিয়ে এই বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের আইএসএল খেলার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা। এবার বিদেশ সফরে গিয়ে তারই বন্দোবস্ত একরকম করে ফেললেন তিনি।

সূত্রের খবর, দুবাইয়ের এক নামী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামিদিনে আইএসএল খেলতে পারে মহামেডান স্পোর্টিং। দুবাইতে থাকাকালীন এক কর্পোরেট সংস্থার সঙ্গে মহামেডান কর্তাদের বৈঠক করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ক্লাবের তরফে উপস্থিত ছিলেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ রাজু। উভয়পক্ষের মধ্যে ভালো আলোচনা হয়েছে। কিন্তু এখনই ওই কর্পোরেট সংস্থার সঙ্গে মহামেডানের চুক্তি হচ্ছে এ কথা বলা যায় না। তাদের প্রস্তাবে রাজি থাকলে আগামিদিনে ওই কর্পোরেট সংস্থার হাত ধরেই আইএসএলে আত্মপ্রকাশ করতে পারে মহামেডান।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল-এর জন্য বিনিয়োগকারী জোগাড় করে দেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহামেডানের জন্য যে সংস্থার সঙ্গে কথা হয়েছে তা দুবাই বেসড এই কর্পোরেট সংস্থা ৷ তারা নিউটাউনে একটি বহুজাতিক শপিংমল তৈরি করছে। এছাড়া একাধিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে বলে খবর। একইসঙ্গে মহামেডানের বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্লাব কর্তাদের সঙ্গে তাদের কথা হয়। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তও। এই অবস্থা শেষ পর্যন্ত এটি কার্যকরী হয় কি না সেটাই এখন দেখার।

যদিও এবছর আইএসএল শুরু হয়ে গিয়েছে। মহামেডানের আইএসএল যাত্রার জন্য হাতে কিছুটা সময় রয়েছে। এখন দেখার এই বহুজাতিক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে শেষ পর্যন্ত আইএসএল খেলতে পারে কি না মহামেডান ক্লাব। এই নিয়ে মহামেডান ক্লাবের কর্মকর্তা আমীরুদ্দিন ববির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই মুহূর্তে ক্লাবে একটি বিনিয়োগকারী রয়েছে। এই অবস্থায় ক্লাব নীতিগতভাবে অন্য ইনভেস্টারের সঙ্গে আলোচনা করতে পারে না। তবে ক্লাবের বাইরে কী হয়েছে আমি বলতে পারব না। সেখানে আমি ছিলাম না।"

এ নিয়েই টুইট করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রীর বিদেশসফর সঙ্গী কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, "মহামেডান যাতে আইএসএল খেলে, উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিখ্যাত সংস্থার সঙ্গে আলোচনা ফলপ্রসূ। সূত্রের খবর, লুলু গোষ্ঠী। বৈঠক ইতিবাচক। সব ঠিকঠাক থাকলে এদের লগ্নিতে কোম্পানি গঠন করতে পারবে মহমেডান। বাকি চুক্তি ও শর্ত ক্লাবের ব্যাপার। আশা করা যায় মহমেডান আইএসএল খেলবে।

আরও পড়ুন: তিন গোলে পঞ্জাবকে উড়িয়ে আইএসএলে যাত্রা শুরু মোহনবাগানের

Last Updated : Sep 24, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.