ম্যাঞ্চেস্টার, 21 অক্টোবর: টটেনহ্যামের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ম্যাচ শেষ হওয়ার আগেই বেঞ্চ ত্যাগ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সে থেকেই বিতর্কে জড়িয়েছেন এই মহাতারকা ৷ যা নিয়ে রেগে গিয়েছেন ইউনাইটেডের (Manchester United) কোচ এরিক টেন হাগ। এই ব্যবহারের ফলও ভোগ করতে হল রোনেল্ডোকে ৷ শাস্তি হিসেবে চেলসির সঙ্গে পরবর্তী ম্যাচে তাঁকে দল থেকে বাদ দেওয়া হল (Cristiano Ronaldo Will Not be Part of Epl Match Against Chelsea) ৷
রোনাল্ডোকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি যত বড় তারকাই হন না কেন, শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য ৷ তবে এ বিষয়ে অনুতপ্ত রোনাল্ডোও। মাঠ ছেড়ে বেরোতেই শাস্তি হিসেবে দল থেকে বাদ পড়া নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, "আমার এ আচরণে অনুশোচনা বোধ করছি ৷"
আমার সতীর্থ, কোচ এবং প্রতিপক্ষকে চিরকালই আমি সম্মান করে এসেছি। এখনও সেই শ্রদ্ধার কোনও পরিবর্তন হয়নি ৷ শেষ দু'দশক ধরে যে মানুষটাকে আপনারা দেখছেন ফুটবল খেলতে, আমি এখনও সেই মানুষই রয়েছি। এতটুকুও বদল হয়নি ৷ অনেক ছোটবেলা থেকে খেলা শুরু করেছি ৷ বড়দের থেকে প্রতিনিয়ত শিখেছি, তাঁদেরকে সবসময় অনুসরণ করেছি । উত্তেজনার বশে ভুল করে ফেলেছি। আমি চেষ্টা করব আরও পরিশ্রম করতে এবং সতীর্থদের পাশে থাকতে ।"
আরও পড়ুন: পাহাড়ে দুরন্ত ফুটবল, হাইল্যান্ডারদের হারিয়ে আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের
তিনি আরও লেখেন, "এই মুহূর্তে আমার মনে হয় আমার দলের আরও কঠিন পরিশ্রম করা, দলের প্রত্যেকের পাশে থাকা দরকার এবং একইসঙ্গে পরের ম্যাচের জন্য নিজেকে তৈরি রাখছি ৷ এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং আমরা সঙ্ঘবদ্ধ থাকলে আমরা জিতব । খুব শীঘ্রই আমরা আবার একসঙ্গে হব।"