ETV Bharat / sports

CR7 Heartbreaking Announcement : নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা - নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা

গত অক্টোবরে তাঁর ফুটবল ভক্তদের সুখবর দিয়েছিলেন রোনাল্ডো এবং জর্জিনা (In October 2021 Ronaldo and Georgina announced that they are expecting twins) ৷ এক সোশ্যাল মিডিয়া পোস্টে আল্ট্রাসাউন্ড রিপোর্ট পোস্ট করে পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো জানিয়েছিলেন, শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে তাঁর এবং জর্জিনার কোলে ৷

CR7 Heartbreaking Announcement
নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা
author img

By

Published : Apr 19, 2022, 8:25 AM IST

ম্যাঞ্চেস্টার, 19 এপ্রিল : ভূমিষ্ট হওয়ার মুহূর্তে মৃত্যু ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নবজাতকের (Cristiano Ronaldo and Georgina Rodrigues announce death of their baby boy) ৷ সোমবার রাতে সন্তানশোকে বিধ্বস্ত পর্তুগিজ মহাতারকার আচমকা ঘোষণায় ধাতস্থ হতে সময় লেগেছিল তাঁর অনুরাগীদের ৷ এরপর কিছুটা সামলে পুত্রশোকে বিহ্বল ম্যান ইউ তারকা এবং তাঁর পার্টনার জর্জিনার কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস জোগালেন তামাম অনুরাগীরা ৷ যদিও সন্তান হারানোর শোককে দুনিয়ার সবচেয়ে কঠিন শোক আখ্যা দিয়ে আপাতত নিভৃতে থাকার অনুমতি চেয়ে নিয়েছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷

গত অক্টোবরে তাঁর ফুটবল ভক্তদের সুখবর দিয়েছিলেন রোনাল্ডো এবং জর্জিনা (In October 2021 Ronaldo and Georgina announced that they are expecting twins) ৷ এক সোশ্যাল মিডিয়া পোস্টে আল্ট্রাসাউন্ড রিপোর্ট পোস্ট করে পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো জানিয়েছিলেন, শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে তাঁর এবং জর্জিনার কোলে ৷ এদিন সেই যমজ সন্তান পৃথিবীর আলো দেখার সময়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ যদিও তাঁর আরেক নবজাতিকা সুস্থই রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো ৷

আরও পড়ুন : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

রোনাল্ডো এবং জর্জিনা একযোগে এদিন লেখেন, "মর্মান্তিক দুঃখের সঙ্গে আমাকে আমার সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে ৷ বাবা-মায়ের কাছে এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হয় না ৷ তবে সদ্যোজাত কন্যাসন্তান সুস্থই রয়েছে এবং সে-ই এই মুহূর্তে আমাদের শক্তি, আশা এবং খুশির কারণ ৷ আমরা ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক এবং নার্সদের, যাঁরা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি ৷ সন্তান হারিয়ে আমরা বিধ্বস্ত ৷ তাই আপাতত নিভৃতে থাকার অনুমতি চেয়ে নিচ্ছি ৷ আমাদের ছোট্ট বেবি বয় তুমি আমাদের অ্যাঞ্জেল ৷ আজীবন ভালবেসে যাব তোমায় ৷"

ম্যাঞ্চেস্টার, 19 এপ্রিল : ভূমিষ্ট হওয়ার মুহূর্তে মৃত্যু ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নবজাতকের (Cristiano Ronaldo and Georgina Rodrigues announce death of their baby boy) ৷ সোমবার রাতে সন্তানশোকে বিধ্বস্ত পর্তুগিজ মহাতারকার আচমকা ঘোষণায় ধাতস্থ হতে সময় লেগেছিল তাঁর অনুরাগীদের ৷ এরপর কিছুটা সামলে পুত্রশোকে বিহ্বল ম্যান ইউ তারকা এবং তাঁর পার্টনার জর্জিনার কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস জোগালেন তামাম অনুরাগীরা ৷ যদিও সন্তান হারানোর শোককে দুনিয়ার সবচেয়ে কঠিন শোক আখ্যা দিয়ে আপাতত নিভৃতে থাকার অনুমতি চেয়ে নিয়েছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷

গত অক্টোবরে তাঁর ফুটবল ভক্তদের সুখবর দিয়েছিলেন রোনাল্ডো এবং জর্জিনা (In October 2021 Ronaldo and Georgina announced that they are expecting twins) ৷ এক সোশ্যাল মিডিয়া পোস্টে আল্ট্রাসাউন্ড রিপোর্ট পোস্ট করে পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো জানিয়েছিলেন, শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে তাঁর এবং জর্জিনার কোলে ৷ এদিন সেই যমজ সন্তান পৃথিবীর আলো দেখার সময়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ যদিও তাঁর আরেক নবজাতিকা সুস্থই রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো ৷

আরও পড়ুন : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

রোনাল্ডো এবং জর্জিনা একযোগে এদিন লেখেন, "মর্মান্তিক দুঃখের সঙ্গে আমাকে আমার সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে ৷ বাবা-মায়ের কাছে এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হয় না ৷ তবে সদ্যোজাত কন্যাসন্তান সুস্থই রয়েছে এবং সে-ই এই মুহূর্তে আমাদের শক্তি, আশা এবং খুশির কারণ ৷ আমরা ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক এবং নার্সদের, যাঁরা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি ৷ সন্তান হারিয়ে আমরা বিধ্বস্ত ৷ তাই আপাতত নিভৃতে থাকার অনুমতি চেয়ে নিচ্ছি ৷ আমাদের ছোট্ট বেবি বয় তুমি আমাদের অ্যাঞ্জেল ৷ আজীবন ভালবেসে যাব তোমায় ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.