কলকাতা, 11 সেপ্টেম্বর: লক্ষ্য রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগ আনা ৷ তাই আগামিকাল অর্থাৎ মঙ্গলে ইউরোপ সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ নজিরবিহীনভাবে মমতার সঙ্গেই ইউরোপ সফরে যাচ্ছেন কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের কর্তারা ৷ সে খবর আগেই সামনে এসেছিল আগেই ৷ এর ফলে শিল্পের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর ফুটবলে বিনিয়োগ আনার আগ্রহ প্রকাশ পেয়েছিল ৷ সোমবার সেই খবরে সিলমোহর পড়ল ৷
এদিন স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগা কর্পোরেটিভোর তরফে তাদের চলতি সপ্তাহের কর্মসূচি প্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে ৷ মাদ্রিদে অনুষ্ঠিত হতে চলা সেই বৈঠকে মুখ্যমন্ত্রী এবং কলকাতার তিন প্রধানের কর্তাদের মধ্যে সূত্রধর সৌরভ গঙ্গোপাধ্যায় হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
-
📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023
ভারতীয় ফুটবলে 'স্প্যানিশ টাচ' এসেছিল আজ থেকে 10 বছর আগে আইএসএলের শুরুতে ৷ তৎকালীন এটিকে (অ্যাটলেটিকো ডি কলকাতা) ফ্র্যাঞ্চাইজি লা লিগা জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে আত্মপ্রকাশ করেছিল ৷ অ্যাটলেটিকো ডি কলকাতাক বোর্ড অফ ডিরেক্টরসে ছিলেন সৌরভও ৷ যদিও প্রথম কয়েকটি মরশুম বাদেই দু'পক্ষের মধুচন্দ্রিমা শেষ হয়েছিল ৷ তবে নতুন করে কলকাতা তথা ভারতীয় ফুটবলের চৌকাঠে লা লিগা তথা স্প্যানিশ ফুটবলকে আনতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন: সাত দিন পরে ডুরান্ড ট্রফি এল বাগানে, স্পেনে সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী বাগান সচিব
সেক্ষেত্রে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, গেটাফে, সেভিয়ার মত ক্লাবগুলির সঙ্গে কলকাতার তিনপ্রধান কোনওভাবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জুড়লে আখেরে লাভবান হবে ভারতীয় ফুটবলই ৷ তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদের এই বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও থাকছেন দেবাশিস দত্ত (মোহনবাগান সচিব), রূপক সাহা (ইস্টবেঙ্গল সহ-সচিব) এবং ইস্তেয়াক আহমেদ রাজু (মহামেডান সচিব) ৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনেও বিষয়টি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী জানান, সৌরভ সরাসরি মাদ্রিদে তাঁদের সঙ্গে যোগ দেবেন ৷ একইসঙ্গে তিনি বাংলার ফুটবলপ্রেমীদের চমকের জন্য প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন ৷