ETV Bharat / sports

Case filed against Sharapova-Schumacher: শারাপোভা-শুমাখারের বিরুদ্ধে প্রতারণার মামলা গুরগাঁও পুলিশের

মারিয়া শারাপোভা ও মাইকেল শুমাখারের (Case filed against Sharapova-Schumacher) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে গুরগাঁও পুলিশ (Gurugram Police) ৷

case-filed-against-maria-sharapova-Michael schumacher-in-gurugram
শারাপোভা-শুমাখারের বিরুদ্ধে প্রতারণার মামলা গুরগাঁও পুলিশের
author img

By

Published : Mar 17, 2022, 4:07 PM IST

গুরগাঁও, 17 মার্চ: রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova news) ও ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখারের (Case filed against Sharapova-Schumacher) বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা করল গুরগাঁও পুলিশ (Gurugram Police) ৷ তাঁরা ছাড়াও আরও 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ দিল্লির এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷

রাজধানীর ছাত্তারপুর মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়ালের অভিযোগ, শারাপোভার (Maria Sharapova news) নামে একটি প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন তিনি ৷ ওই প্রজেক্টের একটি টাওয়ারের নাম শুমাখার ৷ 2016 সালে ওই প্রজেক্টটি শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও তৈরি হয়নি বলে অভিযোগ শেফালির ৷ তাঁর মতে, এই প্রতারণারই একটি অংশ আন্তর্জাতিক সেলিব্রিটিরা ৷ কারণ ওই প্রজেক্টের মাধ্যমে তাঁরাও নিজেদের প্রচার চালিয়েছেন বলে যুক্তি ওই মহিলার ৷

আরও পড়ুন: গ্র্যান্ড স্ল্যাম থেকে ডোপিং বিতর্ক, অবসর টেনিস ডিভা শারাপোভার

এর আগে, গুরুগ্রামের একটি আদালতে এম/এস রিয়েলটেক ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, অন্যান্য ডেভলপার, শারাপোভা ও শুমাখারের বিরুদ্ধে 80 লাখ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ৷ তিনি জানিয়েছিলেন, তিনি ও তাঁর স্বামী গুরগাঁওতে সেক্টর 73-তে শারাপোভা (Case filed against Maria Sharapova) নামের প্রজেক্টে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন ৷ তবে ডেভলপাররা তাঁদের লোভ দেখিয়ে টাকা নিলেও সেই প্রজেক্টটি তৈরিই করেননি ৷ অভিযোগকারিণীর কথায়, "বিজ্ঞাপনের মাধ্যমে ওই প্রজেক্টটির কথা জানতে পেরেছিলাম ৷ সেটির ছবি দেখে আমরা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করি ৷ তখন ঝুরি ঝুরি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷"

শেফালির আরও অভিযোগ, শারাপোভা ও শুমাখার ওই প্রজেক্টের প্রোমোটার হিসেবে ক্রেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ৷ প্রাক্তন টেনিস তারকা সেই সাইটে উপস্থিত হয়ে সেখানে একটি টেনিস অ্যাকাডেমি ও স্পোর্টস স্টোর খুলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন ৷ অভিযোগে বলা হয়েছে, "ব্রশিওরে এটা উল্লেখ করা ছিল যে, ওই প্রজেক্টটির প্রচারের দায়িত্বে ছিলেন শারাপোভা ৷ তিনি মিথ্যে প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং ক্রেতাদের সঙ্গে নৈশভোজও করেছিলেন ৷ আর এ সব সেই প্রজেক্টের জন্য করা হয়েছে যেটা তৈরিই হবে না ৷" পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে এফআইআর করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন: Jacqueline summoned by ED : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

গুরগাঁও, 17 মার্চ: রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova news) ও ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখারের (Case filed against Sharapova-Schumacher) বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা করল গুরগাঁও পুলিশ (Gurugram Police) ৷ তাঁরা ছাড়াও আরও 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ দিল্লির এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷

রাজধানীর ছাত্তারপুর মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়ালের অভিযোগ, শারাপোভার (Maria Sharapova news) নামে একটি প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন তিনি ৷ ওই প্রজেক্টের একটি টাওয়ারের নাম শুমাখার ৷ 2016 সালে ওই প্রজেক্টটি শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও তৈরি হয়নি বলে অভিযোগ শেফালির ৷ তাঁর মতে, এই প্রতারণারই একটি অংশ আন্তর্জাতিক সেলিব্রিটিরা ৷ কারণ ওই প্রজেক্টের মাধ্যমে তাঁরাও নিজেদের প্রচার চালিয়েছেন বলে যুক্তি ওই মহিলার ৷

আরও পড়ুন: গ্র্যান্ড স্ল্যাম থেকে ডোপিং বিতর্ক, অবসর টেনিস ডিভা শারাপোভার

এর আগে, গুরুগ্রামের একটি আদালতে এম/এস রিয়েলটেক ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, অন্যান্য ডেভলপার, শারাপোভা ও শুমাখারের বিরুদ্ধে 80 লাখ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ৷ তিনি জানিয়েছিলেন, তিনি ও তাঁর স্বামী গুরগাঁওতে সেক্টর 73-তে শারাপোভা (Case filed against Maria Sharapova) নামের প্রজেক্টে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন ৷ তবে ডেভলপাররা তাঁদের লোভ দেখিয়ে টাকা নিলেও সেই প্রজেক্টটি তৈরিই করেননি ৷ অভিযোগকারিণীর কথায়, "বিজ্ঞাপনের মাধ্যমে ওই প্রজেক্টটির কথা জানতে পেরেছিলাম ৷ সেটির ছবি দেখে আমরা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করি ৷ তখন ঝুরি ঝুরি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷"

শেফালির আরও অভিযোগ, শারাপোভা ও শুমাখার ওই প্রজেক্টের প্রোমোটার হিসেবে ক্রেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ৷ প্রাক্তন টেনিস তারকা সেই সাইটে উপস্থিত হয়ে সেখানে একটি টেনিস অ্যাকাডেমি ও স্পোর্টস স্টোর খুলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন ৷ অভিযোগে বলা হয়েছে, "ব্রশিওরে এটা উল্লেখ করা ছিল যে, ওই প্রজেক্টটির প্রচারের দায়িত্বে ছিলেন শারাপোভা ৷ তিনি মিথ্যে প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং ক্রেতাদের সঙ্গে নৈশভোজও করেছিলেন ৷ আর এ সব সেই প্রজেক্টের জন্য করা হয়েছে যেটা তৈরিই হবে না ৷" পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে এফআইআর করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন: Jacqueline summoned by ED : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.