কলকাতা, 25 এপ্রিল: কার্লোস কুয়াদ্রাতের হাতেই আগামী দুই মরশুম ইস্টবেঙ্গলের প্রশিক্ষণের দায়িত্ব। মঙ্গলবার সরকারিভাবে তাঁর নাম কোচ হিসেবে ঘোষণা করা হল। সার্জিও লোবেরা হাতছাড়া হওয়ার পরে বিকল্প হিসেবে আন্তেনিও হাবাস এবং কার্লোস কুয়াদ্রাতের নাম নিয়ে আলোচনা হচ্ছিল। আইএসএল জয়ী দুই কোচের মধ্যে কোনও একজনকে কোচ করা হতে পারে। তবে সম্ভাবনা কার বেশি এই প্রশ্নের উত্তরে শেষমেশ বাজি মারলেন কার্লোস কুয়াদ্রাত।
কে এই কুয়াদ্রাত?
2017-18 মরশুম শেষে অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সুনীল ছেত্রীদের দায়িত্ব নেন কুয়াদ্রাত। কোচ হয়ে প্রথম মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত। সেবছর চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, লিগ শিল্ডও ঘরে তুলেছিল বেঙ্গালুরু। পরের বছর 2019-20 মরসুমে আবারও প্লে-অফে পৌঁছে যায় বেঙ্গালুরু।
2020-21 মরশুমে টানা তৃতীয়বার প্লে-অফের যোগ্যতা অর্জন করে 'বল্ুজ'। টানা তিন মরশুম কোচ হিসেবে ধারাবাহিকতা দেখিয়েছিলেন কুয়াদ্রাত। 2018-19 সালে কুয়াদ্রাতের অধীনে 11টি ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু এফসি, যা নজির। স্প্যানিয়ার্ডের কোচিংয়ে ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু ।
2019-20 মরশুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিং-এ এএফসি কাপ বাছাইপর্বে পারো এফসিকে 9-1 গোলে পরাজিত করে বেঙ্গালুরু। যা কোনও বিদেশি দলের বিরুদ্ধে কোনও ভারতীয় ক্লাবের রেকর্ড ব্যবধানে জয়। 2021-22 মরশুমে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন। সেখানেও তিনি বেশ সফল। প্রথমবার তাঁর কোচিং-এই উয়েফা ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেয়।
-
#AmagoFans, here’s the announcement you had been waiting for! 📢 ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Join us in welcoming our new Head Coach 𝐂𝐚𝐫𝐥𝐞𝐬 𝐂𝐮𝐚𝐝𝐫𝐚𝐭, who has signed a two-year deal with the Club! ✍️#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/ste1YMPWHK
">#AmagoFans, here’s the announcement you had been waiting for! 📢 ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
Join us in welcoming our new Head Coach 𝐂𝐚𝐫𝐥𝐞𝐬 𝐂𝐮𝐚𝐝𝐫𝐚𝐭, who has signed a two-year deal with the Club! ✍️#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/ste1YMPWHK#AmagoFans, here’s the announcement you had been waiting for! 📢 ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
Join us in welcoming our new Head Coach 𝐂𝐚𝐫𝐥𝐞𝐬 𝐂𝐮𝐚𝐝𝐫𝐚𝐭, who has signed a two-year deal with the Club! ✍️#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/ste1YMPWHK
নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে আসন্ন মরশুমে ৷ সে কথা শুরু থেকেই বলে আসছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ফুটবলারের সঙ্গে রিক্রুটাররা কথাও বলেছেন। কিন্তু কোচের বিষয়টি চুড়ান্ত না-হওয়ার জন্য কোনও কিছুই প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছিল না। কোচ নিয়োগ সম্পূর্ণ হওয়ার পরে নতুন দল গঠনের প্রক্রিয়াও গতি পাবে। শোনা যাচ্ছে কুয়াদ্রাত ইতিমধ্যেই তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যেই সেই ছবিটা হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে শো'য়ের প্রস্তাব, এক মিনিটেই সম্মতি সলমনের