ETV Bharat / sports

BJP-তে যোগ দিলেন 'দঙ্গল গার্ল' ববিতা ফোগাত

ববিতা কমনওয়েলথ গেমসে তিনবার সোনা ও একবার রুপো জিতেছিলেন ৷ BJP-তে যোগ দিলেন সেই কুস্তিগির ববিতা ফোগাত ও তাঁর বাবা মহাবীর সিং ফোগাত ৷

ববিতা ফোগাত
author img

By

Published : Aug 12, 2019, 4:47 PM IST

Updated : Aug 12, 2019, 7:21 PM IST

দিল্লি, 12 অগাস্ট : BJP-তে যোগ দিলেন কুস্তিগির ববিতা ফোগাত ৷ আজ সকালে ববিতা ও তাঁর বাবা মহাবীর সিং ফোগাত দিল্লিতে BJP সভাপতি JP নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের উপস্থিতিতে BJP-তে যোগ দেন ৷

ববিতা কমনওয়েলথ গেমসে একাধিক পদক জিতেছিলেন ৷ ববিতার বাবা মহাবীর ফোগাত দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন ৷ ববিতাদের পরিবারের কাহিনিকে নিয়ে তৈরি হয়েছিল হিন্দি ছবি দঙ্গল ৷ ববিতার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ৷ বিশ্বজুড়ে সেই ছবি সুনাম কুড়িয়েছিল ৷

এবছর হরিয়ানায় বিধানসভা নির্বাচন ৷ সূত্রের খবর, সংগঠনকে আরও শক্তিশালী করতে ববিতা ও তাঁর বাবাকে দলে যোগ করাল BJP ৷ কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে থেকে 370 ধারা প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার ৷ তখন কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন ববিতা ৷ তিনি বলেন, "আমি 2014 সাল থেকে নরেন্দ্র মোদির বড় ভক্ত ৷ তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন ৷ আমার মনে হয় সবার BJP-তে যোগ দেওয়া উচিত ৷"

ভিডিয়োয় শুনুন ববিতা ফোগাতের বক্তব্য

370 ধারা বিলোপ নিয়ে ববিতা বলেন, "370 ধারা নিয়ে বিরোধীরা বিরোধ করবেই ৷ কিন্তু নরেন্দ্র মোদি যা করার করে দিয়েছেন ৷ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে তার জন্য আমি খুশি ৷"

তিনি এবার হরিয়ানায় বিধানসভা ভোটে দাঁড়াবেন কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, "সরকার আমাকে যে দায়িত্ব দেবে তাই আমি পালন করব ৷"

দিল্লি, 12 অগাস্ট : BJP-তে যোগ দিলেন কুস্তিগির ববিতা ফোগাত ৷ আজ সকালে ববিতা ও তাঁর বাবা মহাবীর সিং ফোগাত দিল্লিতে BJP সভাপতি JP নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের উপস্থিতিতে BJP-তে যোগ দেন ৷

ববিতা কমনওয়েলথ গেমসে একাধিক পদক জিতেছিলেন ৷ ববিতার বাবা মহাবীর ফোগাত দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন ৷ ববিতাদের পরিবারের কাহিনিকে নিয়ে তৈরি হয়েছিল হিন্দি ছবি দঙ্গল ৷ ববিতার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ৷ বিশ্বজুড়ে সেই ছবি সুনাম কুড়িয়েছিল ৷

এবছর হরিয়ানায় বিধানসভা নির্বাচন ৷ সূত্রের খবর, সংগঠনকে আরও শক্তিশালী করতে ববিতা ও তাঁর বাবাকে দলে যোগ করাল BJP ৷ কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে থেকে 370 ধারা প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার ৷ তখন কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন ববিতা ৷ তিনি বলেন, "আমি 2014 সাল থেকে নরেন্দ্র মোদির বড় ভক্ত ৷ তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন ৷ আমার মনে হয় সবার BJP-তে যোগ দেওয়া উচিত ৷"

ভিডিয়োয় শুনুন ববিতা ফোগাতের বক্তব্য

370 ধারা বিলোপ নিয়ে ববিতা বলেন, "370 ধারা নিয়ে বিরোধীরা বিরোধ করবেই ৷ কিন্তু নরেন্দ্র মোদি যা করার করে দিয়েছেন ৷ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে তার জন্য আমি খুশি ৷"

তিনি এবার হরিয়ানায় বিধানসভা ভোটে দাঁড়াবেন কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, "সরকার আমাকে যে দায়িত্ব দেবে তাই আমি পালন করব ৷"

Bhopal (Madhya Pradesh), Aug 11 (ANI): Outsourced employees of Bhopal Electricity Department came out in large numbers to stage protest in the city. They were demonstrating over their demand to get permanent employment in the Department. Police baton charged protestors to control the agitated crowd.
Last Updated : Aug 12, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.