দিল্লি, 12 অগাস্ট : BJP-তে যোগ দিলেন কুস্তিগির ববিতা ফোগাত ৷ আজ সকালে ববিতা ও তাঁর বাবা মহাবীর সিং ফোগাত দিল্লিতে BJP সভাপতি JP নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের উপস্থিতিতে BJP-তে যোগ দেন ৷
ববিতা কমনওয়েলথ গেমসে একাধিক পদক জিতেছিলেন ৷ ববিতার বাবা মহাবীর ফোগাত দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন ৷ ববিতাদের পরিবারের কাহিনিকে নিয়ে তৈরি হয়েছিল হিন্দি ছবি দঙ্গল ৷ ববিতার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ৷ বিশ্বজুড়ে সেই ছবি সুনাম কুড়িয়েছিল ৷
এবছর হরিয়ানায় বিধানসভা নির্বাচন ৷ সূত্রের খবর, সংগঠনকে আরও শক্তিশালী করতে ববিতা ও তাঁর বাবাকে দলে যোগ করাল BJP ৷ কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে থেকে 370 ধারা প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার ৷ তখন কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন ববিতা ৷ তিনি বলেন, "আমি 2014 সাল থেকে নরেন্দ্র মোদির বড় ভক্ত ৷ তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন ৷ আমার মনে হয় সবার BJP-তে যোগ দেওয়া উচিত ৷"
370 ধারা বিলোপ নিয়ে ববিতা বলেন, "370 ধারা নিয়ে বিরোধীরা বিরোধ করবেই ৷ কিন্তু নরেন্দ্র মোদি যা করার করে দিয়েছেন ৷ জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে তার জন্য আমি খুশি ৷"
তিনি এবার হরিয়ানায় বিধানসভা ভোটে দাঁড়াবেন কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, "সরকার আমাকে যে দায়িত্ব দেবে তাই আমি পালন করব ৷"