ETV Bharat / sports

সপরিবারে ভোট দিলেন সচিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা মাস্টার ব্লাস্টারের - SACHIN TENDULKAR VOTES

পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন সচিন তেন্ডুলকর ৷ লিট্যল মাস্টারের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলী তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকর ৷

Maharashtra Election 2024 Sachin Tendulkar Casts His Vote
সপরিবারে ভোট দিলেন সচিন তেন্ডুলকর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 20, 2024, 10:42 AM IST

Updated : Nov 20, 2024, 10:51 AM IST

মুম্বই, 20 নভেম্বর: ভোট দিলেন সচিন তেন্ডুলকর ৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিন সকালে সপরিবারে দেখা মিলল মাস্টার ব্লাস্টারের ৷ মুম্বইয়ের আন্ধ্রে পশ্চিমের সেন্ট জোসেফ রোড পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন বিশ্বজয়ী ক্রিকেটার ৷ নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এদিন প্রত্যেককে নিজেদের দায়িত্ব ও অধিকার পালনের বার্তাও দেন ৷

দেশ গঠনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছেন তিনি ৷ প্রায়ই নাগরিকদের তাঁদের গণতান্ত্রিক অধিকারের কথা মনে করিয়ে দেন ৷ এদিন ভোটদান শেষে সচিন বলেন, “আমি জাতীয় নির্বাচন কমিশনের আইকন । আমি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ৷” ভোটকেন্দ্রের ব্যবস্থারও এদিন প্রশংসা করেন লিট্যল মাস্টার ৷

পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন সচিন তেন্ডুলকর (ANI)

এদিন সকালে কড়া নিড়াপত্তায় শুরু হয়েছে মহারাষ্ট্রের 288টি আসনে বিধানসভা নির্বাচন ৷ ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার ৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট ৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ শুধু হেভিওয়েট প্রার্থীই নয়, নজরে হেভিওয়েট ভোটাররাও ৷

2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ৷ কিন্তু নির্বাচনের পর মুখ্য়মন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া ৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্য়মন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপ-মুখ্যমন্ত্রী হন পাওয়ার ৷ পরে অবশ্য রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু'জনকেই ৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী ৷

Maharashtra Election 2024 Sachin Tendulkar Casts His Vote
পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন সচিন তেন্ডুলকর (ইটিভি ভারত)

2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয় ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে ৷

আরও পড়ুন

মুম্বই, 20 নভেম্বর: ভোট দিলেন সচিন তেন্ডুলকর ৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিন সকালে সপরিবারে দেখা মিলল মাস্টার ব্লাস্টারের ৷ মুম্বইয়ের আন্ধ্রে পশ্চিমের সেন্ট জোসেফ রোড পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন বিশ্বজয়ী ক্রিকেটার ৷ নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এদিন প্রত্যেককে নিজেদের দায়িত্ব ও অধিকার পালনের বার্তাও দেন ৷

দেশ গঠনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছেন তিনি ৷ প্রায়ই নাগরিকদের তাঁদের গণতান্ত্রিক অধিকারের কথা মনে করিয়ে দেন ৷ এদিন ভোটদান শেষে সচিন বলেন, “আমি জাতীয় নির্বাচন কমিশনের আইকন । আমি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ৷” ভোটকেন্দ্রের ব্যবস্থারও এদিন প্রশংসা করেন লিট্যল মাস্টার ৷

পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন সচিন তেন্ডুলকর (ANI)

এদিন সকালে কড়া নিড়াপত্তায় শুরু হয়েছে মহারাষ্ট্রের 288টি আসনে বিধানসভা নির্বাচন ৷ ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার ৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট ৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ শুধু হেভিওয়েট প্রার্থীই নয়, নজরে হেভিওয়েট ভোটাররাও ৷

2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ৷ কিন্তু নির্বাচনের পর মুখ্য়মন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া ৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্য়মন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপ-মুখ্যমন্ত্রী হন পাওয়ার ৷ পরে অবশ্য রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু'জনকেই ৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী ৷

Maharashtra Election 2024 Sachin Tendulkar Casts His Vote
পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন সচিন তেন্ডুলকর (ইটিভি ভারত)

2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয় ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে ৷

আরও পড়ুন

Last Updated : Nov 20, 2024, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.