মুম্বই, 20 নভেম্বর: ভোট দিলেন সচিন তেন্ডুলকর ৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিন সকালে সপরিবারে দেখা মিলল মাস্টার ব্লাস্টারের ৷ মুম্বইয়ের আন্ধ্রে পশ্চিমের সেন্ট জোসেফ রোড পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে ভোট দিলেন বিশ্বজয়ী ক্রিকেটার ৷ নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এদিন প্রত্যেককে নিজেদের দায়িত্ব ও অধিকার পালনের বার্তাও দেন ৷
দেশ গঠনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছেন তিনি ৷ প্রায়ই নাগরিকদের তাঁদের গণতান্ত্রিক অধিকারের কথা মনে করিয়ে দেন ৷ এদিন ভোটদান শেষে সচিন বলেন, “আমি জাতীয় নির্বাচন কমিশনের আইকন । আমি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ৷” ভোটকেন্দ্রের ব্যবস্থারও এদিন প্রশংসা করেন লিট্যল মাস্টার ৷
এদিন সকালে কড়া নিড়াপত্তায় শুরু হয়েছে মহারাষ্ট্রের 288টি আসনে বিধানসভা নির্বাচন ৷ ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার ৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট ৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ শুধু হেভিওয়েট প্রার্থীই নয়, নজরে হেভিওয়েট ভোটাররাও ৷
2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ৷ কিন্তু নির্বাচনের পর মুখ্য়মন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া ৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্য়মন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপ-মুখ্যমন্ত্রী হন পাওয়ার ৷ পরে অবশ্য রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু'জনকেই ৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী ৷
2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয় ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট ৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে ৷