ETV Bharat / sports

ATK MB vs NEUFC: শুভাশিসের শেষ মুহূর্তের গোলে আইল্যান্ডারদের বিরুদ্ধে পুরো পয়েন্ট বাগানে - ATK Mohun Bagan beat NEUFC

বিপদ সামলে শেষ মুহূর্তের গোলে আইএসএলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat NEUFC) । মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে লড়াকু ড্র'য়ের পর বৃহস্পতিবার ঘরের মাঠে সবুজ-মেরুন হারাল নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৷

Etv Bharat
শুভাশিসের শেষ মিনিটের গোলে আইল্যান্ডারদের বিরুদ্ধে পুরো পয়েন্ট বাগানে
author img

By

Published : Nov 10, 2022, 11:05 PM IST

কলকাতা, 10 নভেম্বর: পচা শামুকে পা-কাটার মতো লিগের লাস্ট বয়দের বিরুদ্ধে যুবভারতীতে পয়েন্ট হারানোর ভ্রুকুটি ৷ তবু বিপদ সামলে শেষ মুহূর্তের গোলে আইএসএলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat NEUFC) । মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে লড়াকু ড্র'য়ের পর বৃহস্পতিবার ঘরের মাঠে সবুজ-মেরুন হারাল নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৷ ম্যাচের ফল 2-1 ৷ লিস্টন কোলাসোর গোলে ম্যাচের 35 মিনিটে এগিয়ে গিয়েও বাগানকে ম্যাচ জয়ের জন্য অপেক্ষা করতে হল 89 মিনিট পর্যন্ত ৷ ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে জুয়ান ফেরান্দোর দলকে জয় এনে দিলেন শুভাশিস বসু (Subhasish Basu scored the winning goal for) ৷ এর ফলে 10 পয়েন্ট ঝুলিতে নিয়ে চলতি আইএসএলে প্রথমবার দু'য়ে সবুজ-মেরুন ৷

লাস্ট বয় হলেও আইল্যান্ডারদের পুঁজি ছিল লড়াই। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এদিন তারা প্রথম দশ মিনিট খেলার রাশ নিজেদের পায়ে রাখলেও তা ধরে রাখতে পারে নি। বরং এটিকে মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণের সামনে নর্থ-ইস্ট লড়াই চালাল গোলরক্ষক মিরশাদের সৌজন্যে। যদিও 34 মিনিটে হুগো বুমোসের পাস থেকে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ফেরান্দোর দল (ATK Mohun Bagan took lead on 34th minute)।

আরও পড়ুন: গত আইএসএলে ক'টা ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল ? তথৈবচ পারফর্ম্যান্সে সাফাই কনস্ট্যান্টাইনের

মিরশাদের বিশ্বস্ত দস্তানার জেরে বিরতির পর চাপ বজায় রাখলেও গোলের দরজা খুলতে পারেনি এটিকে মোহনবাগান। পালটা আক্রমণে 81 মিনিটে অ্যারন ইভানসের গোল নর্থ ইস্ট ইউনাইটেডকে লিগে প্রথম পয়েন্ট পাওয়ার সামনে পৌছে দিয়েছিল। কিন্তু 89 মিনিটে বাগানের চাপে দ্বিতীয়বার শেষ ব্যর্থ হয় পাহাড়ি দলটির রক্ষণ। দিমিত্রি পেত্রোতোসের কর্নার থেকে জয়সূচক গোল শুভাশিসের। যা পাঁচ ম্যাচ পর ফেরান্দোর দলকে পৌঁছে দিল 10 পয়েন্টে ৷

কলকাতা, 10 নভেম্বর: পচা শামুকে পা-কাটার মতো লিগের লাস্ট বয়দের বিরুদ্ধে যুবভারতীতে পয়েন্ট হারানোর ভ্রুকুটি ৷ তবু বিপদ সামলে শেষ মুহূর্তের গোলে আইএসএলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat NEUFC) । মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে লড়াকু ড্র'য়ের পর বৃহস্পতিবার ঘরের মাঠে সবুজ-মেরুন হারাল নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৷ ম্যাচের ফল 2-1 ৷ লিস্টন কোলাসোর গোলে ম্যাচের 35 মিনিটে এগিয়ে গিয়েও বাগানকে ম্যাচ জয়ের জন্য অপেক্ষা করতে হল 89 মিনিট পর্যন্ত ৷ ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে জুয়ান ফেরান্দোর দলকে জয় এনে দিলেন শুভাশিস বসু (Subhasish Basu scored the winning goal for) ৷ এর ফলে 10 পয়েন্ট ঝুলিতে নিয়ে চলতি আইএসএলে প্রথমবার দু'য়ে সবুজ-মেরুন ৷

লাস্ট বয় হলেও আইল্যান্ডারদের পুঁজি ছিল লড়াই। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এদিন তারা প্রথম দশ মিনিট খেলার রাশ নিজেদের পায়ে রাখলেও তা ধরে রাখতে পারে নি। বরং এটিকে মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণের সামনে নর্থ-ইস্ট লড়াই চালাল গোলরক্ষক মিরশাদের সৌজন্যে। যদিও 34 মিনিটে হুগো বুমোসের পাস থেকে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ফেরান্দোর দল (ATK Mohun Bagan took lead on 34th minute)।

আরও পড়ুন: গত আইএসএলে ক'টা ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল ? তথৈবচ পারফর্ম্যান্সে সাফাই কনস্ট্যান্টাইনের

মিরশাদের বিশ্বস্ত দস্তানার জেরে বিরতির পর চাপ বজায় রাখলেও গোলের দরজা খুলতে পারেনি এটিকে মোহনবাগান। পালটা আক্রমণে 81 মিনিটে অ্যারন ইভানসের গোল নর্থ ইস্ট ইউনাইটেডকে লিগে প্রথম পয়েন্ট পাওয়ার সামনে পৌছে দিয়েছিল। কিন্তু 89 মিনিটে বাগানের চাপে দ্বিতীয়বার শেষ ব্যর্থ হয় পাহাড়ি দলটির রক্ষণ। দিমিত্রি পেত্রোতোসের কর্নার থেকে জয়সূচক গোল শুভাশিসের। যা পাঁচ ম্যাচ পর ফেরান্দোর দলকে পৌঁছে দিল 10 পয়েন্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.