ETV Bharat / sports

অনুশীলনে গলায় বিঁধল তির, গুরুতর জখম ''খেল ইন্ডিয়া'' তিরন্দাজ - অনুশীলনের সময় তীরবিদ্ধ তিরন্দাজ

অনুশীলনের সময় তিরবিদ্ধ তিরন্দাজ ৷ খেল ইন্ডিয়ার খেলার অনুশীলনের সময় হঠাৎই তির বিদ্ধ হয় 12 বছরের শিবাঙ্গিনী গোহাই ৷ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে ৷

image
তীরবিদ্ধ তিরন্দাজ
author img

By

Published : Jan 10, 2020, 2:25 PM IST

ডিব্রুগড়, 10 জানুয়ারি : অনুশীলনের সময় তিরবিদ্ধ তিরন্দাজ ৷ অসমের ডিব্রুগড়ে বসেছে ‘‘খেল ইন্ডিয়ার’’ আসর ৷ সেখানেই অনুশীলনের সময় তির বিদ্ধ হন 12 বছরের তিরন্দাজ শিবাঙ্গিনী গোহাই ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এয়ার লিফ্টিং করে দিল্লির AIIMS ট্রমা সেন্টারে ভরতি করা হয় ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

প্রাত্যহিক অনুশীলনের সময়ই এই ঘটনাটি ঘটে ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতেলে ভরতি করা হয় ৷ পরে তাঁকে এয়ার লিফ্ট করে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷

তীরবিদ্ধ তিরন্দাজ

দিল্লির ট্রমা সেন্টারের এক সিনিয়র ডাক্তার বলেন,‘‘12 বছরের এক জনকে এখানে নিয়ে আসা হয় ৷ তিরটি ক্রীড়াবিদের কলার বোন ভেদ করে ঢুকে যায় ৷ তিরটি এখনও তাঁর শরীরের ভিতর রয়েছে ৷ চিকিৎসকরা পরীক্ষা করছেন ৷ খুব শীঘ্রই তাঁর অস্ত্রোপ্রচার করা হবে ৷ এখানে নিয়ে আসার আগে গুয়াহাটিতে তাঁর অস্ত্রোপ্রচার করা হয় ৷ তাই আমাদের এখন দেখতে হবে কীভাবে এগোনো যায় ৷’’

আগেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) -র স্পোর্ট সম্পাদক আর এস জুলানিয়া জানান, SAI তাঁর সমস্ত চিকিৎসার দায়ভার নেবে ৷ গুয়াহাটিতে ‘‘খেল ইন্ডিয়া’’-র খেলা শুরু হল 10 জানুয়ারি ও শেষ হবে 22 জানুয়ারিতে ৷

ডিব্রুগড়, 10 জানুয়ারি : অনুশীলনের সময় তিরবিদ্ধ তিরন্দাজ ৷ অসমের ডিব্রুগড়ে বসেছে ‘‘খেল ইন্ডিয়ার’’ আসর ৷ সেখানেই অনুশীলনের সময় তির বিদ্ধ হন 12 বছরের তিরন্দাজ শিবাঙ্গিনী গোহাই ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এয়ার লিফ্টিং করে দিল্লির AIIMS ট্রমা সেন্টারে ভরতি করা হয় ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

প্রাত্যহিক অনুশীলনের সময়ই এই ঘটনাটি ঘটে ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতেলে ভরতি করা হয় ৷ পরে তাঁকে এয়ার লিফ্ট করে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷

তীরবিদ্ধ তিরন্দাজ

দিল্লির ট্রমা সেন্টারের এক সিনিয়র ডাক্তার বলেন,‘‘12 বছরের এক জনকে এখানে নিয়ে আসা হয় ৷ তিরটি ক্রীড়াবিদের কলার বোন ভেদ করে ঢুকে যায় ৷ তিরটি এখনও তাঁর শরীরের ভিতর রয়েছে ৷ চিকিৎসকরা পরীক্ষা করছেন ৷ খুব শীঘ্রই তাঁর অস্ত্রোপ্রচার করা হবে ৷ এখানে নিয়ে আসার আগে গুয়াহাটিতে তাঁর অস্ত্রোপ্রচার করা হয় ৷ তাই আমাদের এখন দেখতে হবে কীভাবে এগোনো যায় ৷’’

আগেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) -র স্পোর্ট সম্পাদক আর এস জুলানিয়া জানান, SAI তাঁর সমস্ত চিকিৎসার দায়ভার নেবে ৷ গুয়াহাটিতে ‘‘খেল ইন্ডিয়া’’-র খেলা শুরু হল 10 জানুয়ারি ও শেষ হবে 22 জানুয়ারিতে ৷

Intro:Body:

ASSAM ARCHERY VISUAL


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.