ETV Bharat / sports

125 বছরে নতুন চেহারায় বেটন কাপ, বিশ্বের প্রাচীনতম হকি টুর্নামেন্ট এবার অ্যাস্ট্রোটার্ফে - Beighton Cup

125 বছরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বেটন কাপ। 1895 সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের প্রাচীনতম হকি টুর্নামেন্টের ৷ যা আজও বহমান । অতীতের গৌরব হয়তো নেই। তা বলে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে নেই। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে বেটন কাপ আজও সজীব ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 10:52 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: হকি বেঙ্গল এই বছর একটু ভিন্নভাবে, সহজ কথায় বেশ সাজিয়ে-গুছিয়ে ঐতিহ্যবাহী হকি প্রতিযোগিতা বেটন কাপের আয়োজন করতে চলেছে। যা বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতাও বটে ৷ 19জানুয়ারি থেকে সল্টলেকে সাই ক্যাম্পাসের অ্যাস্ট্রোটার্ফে শুরু হতে চলেছে এবারের বেটন কাপ। চলবে 28 জানুয়ারি পর্যন্ত ৷ 20টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ।

এই বছর বেটন কাপে অংশগ্রহণ করছে 14টি রাজ্য। যাদের মধ্যে ইণ্ডিয়ান নেভি, ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি, আর্মি একাদশ(রেড), ইণ্ডিয়ান এয়ারফোর্স, উত্তরপ্রদেশ একাদশ উল্লেখযোগ্য। বুধবার ময়দানে হকি বেঙ্গলের নবগঠিত তাঁবুতে ট্রফি উন্মোচন হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অলিম্পিয়ান ভেস পেজ এবং গুরুবক্স সিং ।

কলকাতা ময়দানে এই অ্যাস্ট্রোটার্ফের হকি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা সহজ ছিল না ৷ প্রথম দফায় মেলেনি সেনাবাহিনীর অনুমতি ৷ তাই উদ্যোগ নিলেও তা বাস্তাবায়িত হয়নি ৷ সমস্যা মেটাতে হকি বেঙ্গল বেছে নিয়েছিল সল্টলেক স্টেডিয়াম চত্বর ৷ সেখানেই অ্যাস্ট্রোটার্ফে তৈরির কাজ শুরু হচ্ছে ৷ পাশাপাশি সাজঘর ও দর্শকদের জন্য গ্যালারির ব্যবস্থাও থাকবে সেখানে ৷

এই বেটন কাপ প্রসঙ্গেই হকি বেঙ্গলের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী মরশুমে বাংলার হকির যাবতীয় ম্যাচ অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হবে । ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়ামে একটি হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে। যার প্রস্তুতি কতদূর সেই প্রসঙ্গেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করবেন । রাজ্য সরকারের সহায়তায় শুধু সল্টলেক স্টেডিয়ামেই নয় হাওড়ার ডুমুরজলাতেও অ্যাস্ট্রোটার্ফ বসছে।"

পাশপাশি নতুনভাবে বেটন কাপকে আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অলিম্পিয়ান গুরুবক্স সিং। এই জন্য নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন । অ্যাস্ট্রোটার্ফে হকির আয়োজন পরিকাঠামোর খামতি মেটাবে বলে জানান তিনি। পাশাপাশি আরও একশো বছর বেটন কাপ চলবে বলে আশা তাঁর। বাংলার প্রতিভা তুলে নিয়ে আসার জন্য খুব শীঘ্রই হকি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন অলিম্পিয়ান।

আরও পড়ুন:

  1. ইউএস ওপেনের রানি এমা, 53 বছর পর ট্রফি ব্রিটেনে
  2. ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো
  3. চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

কলকাতা, 17 জানুয়ারি: হকি বেঙ্গল এই বছর একটু ভিন্নভাবে, সহজ কথায় বেশ সাজিয়ে-গুছিয়ে ঐতিহ্যবাহী হকি প্রতিযোগিতা বেটন কাপের আয়োজন করতে চলেছে। যা বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতাও বটে ৷ 19জানুয়ারি থেকে সল্টলেকে সাই ক্যাম্পাসের অ্যাস্ট্রোটার্ফে শুরু হতে চলেছে এবারের বেটন কাপ। চলবে 28 জানুয়ারি পর্যন্ত ৷ 20টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ।

এই বছর বেটন কাপে অংশগ্রহণ করছে 14টি রাজ্য। যাদের মধ্যে ইণ্ডিয়ান নেভি, ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি, আর্মি একাদশ(রেড), ইণ্ডিয়ান এয়ারফোর্স, উত্তরপ্রদেশ একাদশ উল্লেখযোগ্য। বুধবার ময়দানে হকি বেঙ্গলের নবগঠিত তাঁবুতে ট্রফি উন্মোচন হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অলিম্পিয়ান ভেস পেজ এবং গুরুবক্স সিং ।

কলকাতা ময়দানে এই অ্যাস্ট্রোটার্ফের হকি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা সহজ ছিল না ৷ প্রথম দফায় মেলেনি সেনাবাহিনীর অনুমতি ৷ তাই উদ্যোগ নিলেও তা বাস্তাবায়িত হয়নি ৷ সমস্যা মেটাতে হকি বেঙ্গল বেছে নিয়েছিল সল্টলেক স্টেডিয়াম চত্বর ৷ সেখানেই অ্যাস্ট্রোটার্ফে তৈরির কাজ শুরু হচ্ছে ৷ পাশাপাশি সাজঘর ও দর্শকদের জন্য গ্যালারির ব্যবস্থাও থাকবে সেখানে ৷

এই বেটন কাপ প্রসঙ্গেই হকি বেঙ্গলের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী মরশুমে বাংলার হকির যাবতীয় ম্যাচ অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হবে । ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়ামে একটি হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে। যার প্রস্তুতি কতদূর সেই প্রসঙ্গেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করবেন । রাজ্য সরকারের সহায়তায় শুধু সল্টলেক স্টেডিয়ামেই নয় হাওড়ার ডুমুরজলাতেও অ্যাস্ট্রোটার্ফ বসছে।"

পাশপাশি নতুনভাবে বেটন কাপকে আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অলিম্পিয়ান গুরুবক্স সিং। এই জন্য নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন । অ্যাস্ট্রোটার্ফে হকির আয়োজন পরিকাঠামোর খামতি মেটাবে বলে জানান তিনি। পাশাপাশি আরও একশো বছর বেটন কাপ চলবে বলে আশা তাঁর। বাংলার প্রতিভা তুলে নিয়ে আসার জন্য খুব শীঘ্রই হকি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন অলিম্পিয়ান।

আরও পড়ুন:

  1. ইউএস ওপেনের রানি এমা, 53 বছর পর ট্রফি ব্রিটেনে
  2. ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো
  3. চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.