টোকিয়ো, 5 অগস্ট : মনপ্রীতদের পর এবার রানিদের পালা ৷ আজ ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল ৷ ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে দেশের ছেলেরা হারিয়ে দিয়েছে জার্মানিকে ৷ আগামীকাল অগ্নিপরীক্ষা মেয়েদের ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে দেশের মহিলা হকি দলের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন ৷ ব্রিটিশ বাধা পার করতে পারলেই জাপানের মাটিতে ইতিহাস গড়বে রানি রামপাল অ্যান্ড কোং ৷ প্রথমবার অলিম্পিকসে পদক জিতবে দেশের মহিলা হকি টিম ৷
জার্মানির বিরুদ্ধে মনপ্রীতদের হার না মানা মনোভাব রানিদের কাছে এখন অনুপ্রেরণার কারণ ৷ পিছিয়ে পড়েও দুরন্ত জয় পেয়েছে ভারত ৷ ছেলেদের পর মেয়েরাও চাইবে টোকিয়ো থেকে অলিম্পিকস পদক নিয়ে ফিরতে ৷ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে ম্যাচ ৷ হকি ছাড়া শুক্রবার গল্ফ ও অ্যাথলেটিক্সের খেলা রয়েছে ৷
গল্ফ
ভোর 4:00টে : মেয়েদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড 3 (অদিতি অশোক, দীক্ষা ডাগর )
হকি
সকাল 7টা : মেয়েদের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ (ভারত বনাম গ্রেট ব্রিটেন)
অ্যাথলেটিক্স
দুপুর 1টা : মেয়েদের 20 কিমি হাঁটার ফাইনাল (ভাবনা জাঠ, প্রিয়াঙ্কা গোস্বামী)
বিকেল 5:07 : ছেলেদের 4x400 মিটার রিলে রাউন্ড 1 দ্বিতীয় হিট ( এ রাজীব, এম আনাস, এ জ্যকব, এন এন টম, এন পান্ডি )