নয়াদিল্লি, 8 মে : অলিম্পিকসের মঞ্চে সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন ৷ তাঁদের মিলিত প্রচেষ্টাতে ভারতের ঘরে এসেছিল সোনা ৷ রবীন্দর পাল সিং এবং এমকে কৌশিক ৷ কয়েক ঘণ্টার ব্যবধানে 1980 মস্কো অলিম্পিক্সে সোনা জয়ী হকি দলের এই দুই সদস্যের প্রাণ কাড়ল করোনা ৷
করোনায় আক্রান্ত হয়ে আজই লখনৌয়ে প্রয়াত হন মস্কো অলিম্পিকসে সোনাজয়ী হকি দলের সদস্য রবীন্দর পাল সিং ৷ শোকে ছায়া নামে ভারতীয় হকি জগতে ৷ শোকপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ হকি ইন্ডিয়ার তরফে শোকজ্ঞাপন করা হয় ৷ রবীন্দর পাল সিং যখন করোনা যুদ্ধে পরাজিত তখন রাজধানী দিল্লিক কোনও এক হাসপাতালের ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তাঁরই প্রাক্তন সতীর্থ এমকে কৌশিক ৷ পরিস্থিতির অবনতি হওয়ায় আজ সকালেই ভেন্টিলেটরে দেওয়া হয় এমকে কৌশিককে ৷ কিন্তু একসময়ের সতীর্থ ও বন্ধু রবীন্দরের মতো তিনিও এই যুদ্ধে জয়ী হতে পারলেন না ৷ 66 বছরের হকি জগতের এই ব্যক্তিত্ব দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
-
Again a sad day for Indian Hockey. We lost MK Kaushik ji, member of the Indian Hockey Team that won gold at 1980 Moscow Olympic. He also coached the 1998 Asian Games men's team & 2002 Commonwealth Games Women's team. Both teams won Gold. Salute to Kaushik Ji. Rest in peace 🙏 pic.twitter.com/Edp2vXOklK
— Kiren Rijiju (@KirenRijiju) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Again a sad day for Indian Hockey. We lost MK Kaushik ji, member of the Indian Hockey Team that won gold at 1980 Moscow Olympic. He also coached the 1998 Asian Games men's team & 2002 Commonwealth Games Women's team. Both teams won Gold. Salute to Kaushik Ji. Rest in peace 🙏 pic.twitter.com/Edp2vXOklK
— Kiren Rijiju (@KirenRijiju) May 8, 2021Again a sad day for Indian Hockey. We lost MK Kaushik ji, member of the Indian Hockey Team that won gold at 1980 Moscow Olympic. He also coached the 1998 Asian Games men's team & 2002 Commonwealth Games Women's team. Both teams won Gold. Salute to Kaushik Ji. Rest in peace 🙏 pic.twitter.com/Edp2vXOklK
— Kiren Rijiju (@KirenRijiju) May 8, 2021
আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সোনা জয়ী হকি দলের প্রাক্তন খেলোয়াড়
একদিনে দুুই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে দিশেহারা ভারতীয় হকি মহল ৷ ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লিখেছেন, "ভারতীয় হকির একটি দুঃখময় দিন ৷ 1980 মস্কো অলিম্পিকসের সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য এমকে কৌশিক আমরা হারালাম ৷ 1998 এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দলের কোচ ছিলেন তিনি ৷ এরপর 2002 সালে কমনওয়েলথ গেমসের সময়ে মেয়েদের হকি দলের কোচ ছিলেন ৷ দুটো দলই সোনা জিতে ফিরেছিল ৷ এমকে কৌশিককে কুর্নিশ জানাই ৷" টুইটারে শোকপ্রকাশ করেছে হকি ইন্ডিয়া ৷ 2002 সালে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হন এমকে কৌশিক ৷