বলাগড়, 2 নভেম্বর: যত দিন যাচ্ছে, পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে নারী ধর্ষণ ও খুনের ঘটনা ৷ এই ধর্ষক, অপরাধীরা বহিরাগত বলে দাবি করলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ এমনকী আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কেও বহিরাগত বলছেন তৃণমূল নেতা ৷
অন্য রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থার তুলনা টেনে একটি পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, "এই পশ্চিমবঙ্গটাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি ? কিছুই তো বুঝতে পারছি না ! এত সাহস এঁরা পাচ্ছে কি করে ? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে !"
তিনি নারী নির্যাতনের ঘটনায় সরাসরি বহিরাগতদের দোষারোপ করেছেন ৷ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বলেন, "ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী সারা ভারতে প্রতি 16 মিনিটে একজন করে মহিলা, নাবালিকা, শিশু ধর্ষণের শিকার হচ্ছে । বাংলাতে এরকম ছিল না। কিন্তু ইদানীং দেখছি বেশ কয়েকটা পরপর ঘটনা ঘটে গেল ৷ কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷ এগুলো আমাদের বাংলায় ছিল না ৷ কারা করছে ? এদের ধরা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত ৷"
একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে মনোরঞ্জন বলেন, "একটা কোথায় সাতজন মিলে একটি শিশুকে ধর্ষণ করেছে ৷ সাতজনই বহিরাগত ৷ আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় বহিরাগত ৷ বাঙালির মধ্যে এই রোগটা ছিল না ৷ এখন বাঙালি বহিরাগতর দ্বারা সংক্রমিত হয়ে যাচ্ছে ৷ ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে ৷"
তিনি আরও বলেন, "আমরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি করছি ৷ সঞ্জয়ের ফাঁসির দাবি করছি আমরা। তিলোত্তমার বিচার চাইছি ৷ দেশের যে কোনও জায়গায় হোক না কেন, দ্রুত বিচার হোক, কঠোর সাজার দাবি করছি আমরা ৷ এদের ক্ষমা নেই ৷ ফাঁসি ছাড়া আর কিছু সাজা নেই এদের ৷"
এর পাশাপাশি বিচার ব্যবস্থা সংশোধন ও স্পেশাল টিম তৈরি করার কথাও বলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । তিনি বলেন "কয়েক বছর ধরে সারা ভারতে ভয়ংকর ভাবে মহিলাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে ৷ আজ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ব্যাপকভাবে এই অত্যাচার চলছে ৷ ইদানীং আবার বাংলাতেও এই ব্যাপারগুলি শুরু হয়েছে ৷ এই জিনিস চলতে দেওয়া উচিত নয় ৷ আমাদের সরকারকেও বলছি, কঠোর পদক্ষেপ করতে হবে ৷ এই ধরনের ঘটনায় এক মাসের মধ্যে বিচার, কঠোর শাস্তি হওয়া দরকার ৷"