ETV Bharat / state

আরজি করের ঘটনায় অভিযুক্ত 'সঞ্জয় রায় বহিরাগত', দাবি তৃণমূল বিধায়কের

রাজ্যে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে ৷ শিশুরাও বাদ যাচ্ছে না ৷ এর জন্য বহিরাগতদের দায়ী করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷

TMC MLA Manoranjan Byapari
তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

বলাগড়, 2 নভেম্বর: যত দিন যাচ্ছে, পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে নারী ধর্ষণ ও খুনের ঘটনা ৷ এই ধর্ষক, অপরাধীরা বহিরাগত বলে দাবি করলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ এমনকী আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কেও বহিরাগত বলছেন তৃণমূল নেতা ৷

অন্য রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থার তুলনা টেনে একটি পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, "এই পশ্চিমবঙ্গটাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি ? কিছুই তো বুঝতে পারছি না ! এত সাহস এঁরা পাচ্ছে কি করে ? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে !"

রাজ্যে ধর্ষণের জন্য বহিরাগতদের দায়ী করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (ইটিভি ভারত)

তিনি নারী নির্যাতনের ঘটনায় সরাসরি বহিরাগতদের দোষারোপ করেছেন ৷ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বলেন, "ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী সারা ভারতে প্রতি 16 মিনিটে একজন করে মহিলা, নাবালিকা, শিশু ধর্ষণের শিকার হচ্ছে । বাংলাতে এরকম ছিল না। কিন্তু ইদানীং দেখছি বেশ কয়েকটা পরপর ঘটনা ঘটে গেল ৷ কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷ এগুলো আমাদের বাংলায় ছিল না ৷ কারা করছে ? এদের ধরা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত ৷"

একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে মনোরঞ্জন বলেন, "একটা কোথায় সাতজন মিলে একটি শিশুকে ধর্ষণ করেছে ৷ সাতজনই বহিরাগত ৷ আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় বহিরাগত ৷ বাঙালির মধ্যে এই রোগটা ছিল না ৷ এখন বাঙালি বহিরাগতর দ্বারা সংক্রমিত হয়ে যাচ্ছে ৷ ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে ৷"

তিনি আরও বলেন, "আমরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি করছি ৷ সঞ্জয়ের ফাঁসির দাবি করছি আমরা। তিলোত্তমার বিচার চাইছি ৷ দেশের যে কোনও জায়গায় হোক না কেন, দ্রুত বিচার হোক, কঠোর সাজার দাবি করছি আমরা ৷ এদের ক্ষমা নেই ৷ ফাঁসি ছাড়া আর কিছু সাজা নেই এদের ৷"

এর পাশাপাশি বিচার ব্যবস্থা সংশোধন ও স্পেশাল টিম তৈরি করার কথাও বলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । তিনি বলেন "কয়েক বছর ধরে সারা ভারতে ভয়ংকর ভাবে মহিলাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে ৷ আজ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ব্যাপকভাবে এই অত্যাচার চলছে ৷ ইদানীং আবার বাংলাতেও এই ব্যাপারগুলি শুরু হয়েছে ৷ এই জিনিস চলতে দেওয়া উচিত নয় ৷ আমাদের সরকারকেও বলছি, কঠোর পদক্ষেপ করতে হবে ৷ এই ধরনের ঘটনায় এক মাসের মধ্যে বিচার, কঠোর শাস্তি হওয়া দরকার ৷"

বলাগড়, 2 নভেম্বর: যত দিন যাচ্ছে, পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে নারী ধর্ষণ ও খুনের ঘটনা ৷ এই ধর্ষক, অপরাধীরা বহিরাগত বলে দাবি করলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ এমনকী আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কেও বহিরাগত বলছেন তৃণমূল নেতা ৷

অন্য রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থার তুলনা টেনে একটি পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, "এই পশ্চিমবঙ্গটাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি ? কিছুই তো বুঝতে পারছি না ! এত সাহস এঁরা পাচ্ছে কি করে ? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে !"

রাজ্যে ধর্ষণের জন্য বহিরাগতদের দায়ী করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (ইটিভি ভারত)

তিনি নারী নির্যাতনের ঘটনায় সরাসরি বহিরাগতদের দোষারোপ করেছেন ৷ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বলেন, "ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী সারা ভারতে প্রতি 16 মিনিটে একজন করে মহিলা, নাবালিকা, শিশু ধর্ষণের শিকার হচ্ছে । বাংলাতে এরকম ছিল না। কিন্তু ইদানীং দেখছি বেশ কয়েকটা পরপর ঘটনা ঘটে গেল ৷ কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷ এগুলো আমাদের বাংলায় ছিল না ৷ কারা করছে ? এদের ধরা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত ৷"

একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে মনোরঞ্জন বলেন, "একটা কোথায় সাতজন মিলে একটি শিশুকে ধর্ষণ করেছে ৷ সাতজনই বহিরাগত ৷ আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় বহিরাগত ৷ বাঙালির মধ্যে এই রোগটা ছিল না ৷ এখন বাঙালি বহিরাগতর দ্বারা সংক্রমিত হয়ে যাচ্ছে ৷ ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে ৷"

তিনি আরও বলেন, "আমরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি করছি ৷ সঞ্জয়ের ফাঁসির দাবি করছি আমরা। তিলোত্তমার বিচার চাইছি ৷ দেশের যে কোনও জায়গায় হোক না কেন, দ্রুত বিচার হোক, কঠোর সাজার দাবি করছি আমরা ৷ এদের ক্ষমা নেই ৷ ফাঁসি ছাড়া আর কিছু সাজা নেই এদের ৷"

এর পাশাপাশি বিচার ব্যবস্থা সংশোধন ও স্পেশাল টিম তৈরি করার কথাও বলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । তিনি বলেন "কয়েক বছর ধরে সারা ভারতে ভয়ংকর ভাবে মহিলাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে ৷ আজ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ব্যাপকভাবে এই অত্যাচার চলছে ৷ ইদানীং আবার বাংলাতেও এই ব্যাপারগুলি শুরু হয়েছে ৷ এই জিনিস চলতে দেওয়া উচিত নয় ৷ আমাদের সরকারকেও বলছি, কঠোর পদক্ষেপ করতে হবে ৷ এই ধরনের ঘটনায় এক মাসের মধ্যে বিচার, কঠোর শাস্তি হওয়া দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.