ETV Bharat / sports

বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি ভারত - বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়ক ম্যাচ

2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে তাজ়িকিস্তানে আফগানিস্তানের সঙ্গে আগামীকাল খেলবে ভারত ।

ভারতীয় দল
author img

By

Published : Nov 13, 2019, 9:53 PM IST

দিল্লি, 13 নভেম্বর : আগামীকাল ফুটবল মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে তাজ়িকিস্তানে আয়োজিত ওই ম্যাচে আফগানিস্তানের চ্যালেঞ্জ নিতে তৈরি সুনীলরা ৷

দ্বিতীয় রাউন্ডে ওমানের কাছে 1-2 ব্যবধানে হেরে গিয়েছে ভারত ৷ যদিও তার আগেই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে দোহায় গোল শূন্য ড্র করে ভারত ৷ কিন্তু তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে কানায় কানায় পূর্ণ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সঙ্গে 1-1 ড্র করে সুনীলরা ৷ বর্তমানে গ্রুপ E-তে তিন ম্যাচের শেষে 2 পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে ইগর স্টিম্যাচের দল ৷

যেহেতু পাঁচ দলের গ্রুপে রানার্স আপ দল তৃতীয় রাউন্ডে জায়গা পাবে কি না তা নিশ্চিত নয়, তাই তৃতীয় রাউন্ডে যেতে হলে প্রতিটা ম্যাচ জিততেই হবে ভারতকে ৷ বর্তমানে FIFA র্যাঙ্কিংয়ে 149 নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ অন্যদিকে ভারত রয়েছে 106 নম্বর স্থানে ৷ যদিও গ্রুপে এক ম্যাচ জিতে ও দুই ম্যাচ হেরেও তিন নম্বর স্থানে আছে আফগানিস্তান ৷

দিল্লি, 13 নভেম্বর : আগামীকাল ফুটবল মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে তাজ়িকিস্তানে আয়োজিত ওই ম্যাচে আফগানিস্তানের চ্যালেঞ্জ নিতে তৈরি সুনীলরা ৷

দ্বিতীয় রাউন্ডে ওমানের কাছে 1-2 ব্যবধানে হেরে গিয়েছে ভারত ৷ যদিও তার আগেই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে দোহায় গোল শূন্য ড্র করে ভারত ৷ কিন্তু তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে কানায় কানায় পূর্ণ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সঙ্গে 1-1 ড্র করে সুনীলরা ৷ বর্তমানে গ্রুপ E-তে তিন ম্যাচের শেষে 2 পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে ইগর স্টিম্যাচের দল ৷

যেহেতু পাঁচ দলের গ্রুপে রানার্স আপ দল তৃতীয় রাউন্ডে জায়গা পাবে কি না তা নিশ্চিত নয়, তাই তৃতীয় রাউন্ডে যেতে হলে প্রতিটা ম্যাচ জিততেই হবে ভারতকে ৷ বর্তমানে FIFA র্যাঙ্কিংয়ে 149 নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ অন্যদিকে ভারত রয়েছে 106 নম্বর স্থানে ৷ যদিও গ্রুপে এক ম্যাচ জিতে ও দুই ম্যাচ হেরেও তিন নম্বর স্থানে আছে আফগানিস্তান ৷

New Delhi, Nov 13 (ANI): The CRPF reviewed the security arrangement at Congress interim president Sonia Gandhi's house on November 13 in Delhi. Special Protection Group (SPG) cover was removed from the Gandhi family and they were accorded Z Plus security of CRPF. The Gandhis are now without SPG protection after 28 years. The decision to withdraw the SPG cover given to the family of former prime minister Rajiv Gandhi, who was assassinated by LTTE terrorists on May 21, 1991.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.