দিল্লি, 13 নভেম্বর : আগামীকাল ফুটবল মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচে তাজ়িকিস্তানে আয়োজিত ওই ম্যাচে আফগানিস্তানের চ্যালেঞ্জ নিতে তৈরি সুনীলরা ৷
দ্বিতীয় রাউন্ডে ওমানের কাছে 1-2 ব্যবধানে হেরে গিয়েছে ভারত ৷ যদিও তার আগেই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে দোহায় গোল শূন্য ড্র করে ভারত ৷ কিন্তু তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে কানায় কানায় পূর্ণ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সঙ্গে 1-1 ড্র করে সুনীলরা ৷ বর্তমানে গ্রুপ E-তে তিন ম্যাচের শেষে 2 পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে ইগর স্টিম্যাচের দল ৷
যেহেতু পাঁচ দলের গ্রুপে রানার্স আপ দল তৃতীয় রাউন্ডে জায়গা পাবে কি না তা নিশ্চিত নয়, তাই তৃতীয় রাউন্ডে যেতে হলে প্রতিটা ম্যাচ জিততেই হবে ভারতকে ৷ বর্তমানে FIFA র্যাঙ্কিংয়ে 149 নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ অন্যদিকে ভারত রয়েছে 106 নম্বর স্থানে ৷ যদিও গ্রুপে এক ম্যাচ জিতে ও দুই ম্যাচ হেরেও তিন নম্বর স্থানে আছে আফগানিস্তান ৷