গ্লাসগো, 30 জুন: রূপকথা তৈরি করল ইউক্রেন ৷ প্রথমবার ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তাঁরা ৷ শেষ ষোলোর ম্যাচে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে কাগজে-কলমে অপেক্ষাকৃত শক্তিশালী সুইডেনকে 2-1 গোল হারাল তাঁরা ৷
কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে অসাধারণ লড়াই করল অ্যান্ড্রি শেভচ্যাঙ্কোর ছেলেরা ৷ যদিও তাঁরা শেষ ষোলোয় এসেছিল গ্রুপ সির তৃতীয় স্থানে শেষ করে ৷ এমনকি গোল পার্থক্যও তাঁদের নেগেটিভ ছিল ৷ গ্রুপ ই-তে পোল্যান্ডকে সুইডেন হারাতেই সুযোগ আসে ইউক্রেনের কাছে ৷ অর্থাৎ শেষ ষোলোতে যাঁদের জন্য পৌঁছাল ইউক্রেন, কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে তাঁদেরই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল তাঁরা ৷
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ইউক্রেনকে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন অর্চম ডব্ভিক ৷ তবে ম্যাচের প্রথম 90 মিনিটে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল দুই দলই ৷ ম্যাচের 27 মিনিটে ওলেকজান্দ্রা জিনচেনকোর বাঁ পায়ের হাফ ভ্যলি সুইডেনের জাল কাঁপিয়ে দেয় ৷ তবে প্রথমার্ধ শেষ হওয়ার 2 মিনিট আগেই ইমিল ফর্সবার্গ সুইডেনকে সমতায় ফেরায় ৷
চলতি ইউরোয় মোট চারটি গোল হয়ে গেল ফর্সবার্গের ৷ তবে তিনি আরও গোল করতে পারতেন, কিন্তু তাঁর দুটি শট এদিন গোলপোস্টে লেগে ফিরে আসে ৷
ম্যাচের 90 মিনিট পর্যন্ত ফলাফল 1-1 থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ৷ অতিরিক্ত সময়ের 9 মিনিটের মাথায় 10 জন হয়ে যায় সুইডেনে ৷ ডিফেন্ডার মারকাস ডেমিলসন লাল কার্ড দেখেন ৷
আরও পড়ুন : Deepika Kumari : বাঁশের তির-ধনুকে শুরু, অলিম্পিকস পদক পাখির চোখ অপ্রতিরোধ্য দীপিকার
তবে যখন সবাই ধরেই নিয়েছিল বিপক্ষে 10 জনে খেলার সুযোগ নষ্ট করতে চলেছে ইউক্রেন, ঠিক তখনই গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুললেন অর্চম ডব্ভিক ৷ শনিবার কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ইউক্রেন ৷