কলকাতা 13 ডিসেম্বর : পাশার দান উল্টে দিয়ে কলকাতা রেফারি সংস্থার সচিব পদে বসলেন উদয়ন হালদার (Udayan Halder becomes the secretary of CRA)। প্রায় সাড়ে ছয় বছর পর সচিব পদে ফিরে এলেন প্রাক্তন ফিফা রেফারি । কলকাতা রেফারিজ সংস্থার (সিআরএ) নির্বাচনে শাসকগোষ্ঠীকে কার্যত উড়িয়ে দিল উদয়ন হালদার গোষ্ঠী। গোষ্ঠীর 15 জন প্যানেলের মধ্যে 10 জনই জিতলেন অনায়াসে । সচিব পদে গোপীনাথ পাইনকে হারিয়ে জয়ী হলেন উদয়ন হালদার । তিনি ভোট পেয়েছেন 172টি । গোপীনাথ পাইন পেয়েছেন 95টি ভোট ৷ সহ-সচিব পদে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন হরিসাধন ঘোষ ।
অন্যদিকে সভাপতি পদের লড়াইয়ে ভোলানাথ দত্তকে হারিয়ে জয়ী হয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য । সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন অভিজিৎ কুণ্ডু ও অরিন্দম ভট্টাচার্য । শাসকগোষ্ঠীর পক্ষ থেকে এই সহ সভাপতির পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গতবারের সচিব সুকৃতি দত্ত ও চিত্তদাস মজুমদার । হেরে গিয়েছেন দু‘জনেই । চিত্তদাস মজুমদার 126টি ও সুকৃতি দত্ত 85টি ভোট পেয়েছেন । কোষাধ্যক্ষ পদে কাশীনাথ সেনকে হারিয়ে জয়ী হয়েছেন অজিত দত্ত । কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন অরবিন্দ বেরা। নির্বাচনে কাউন্সিল মেম্বার হিসেবে জয়ী হয়েছেন তুষারকান্তি গুহ, প্রবীর ধর , দেবাশিস মিশ্র, অনামিকা সেন , সুব্রত দাস, সুব্রত সরকার, সুনন্দ বসু ও বরুণ সাহা ।
সিআরএ-এর মোট সদস্য সংখ্যা 312 । ভোট পড়েছে 269টি । প্রায় সাড়ে ছ'বছর পর ফের সিআরএ সচিব পদে এলেন নতুন সচিব উদয়ন হালদার । তিনি বলেন, "শেষবার ভোটে একটুর জন্য হেরেছিলাম । এবার জেতার আশা নিয়েই লড়াইয়ে নেমেছিলাম । সদস্যরা ভাল কিছুর আশা নিয়েই আমাদের ভোট দিয়েছেন । এবার আমাদের কাজ করার পালা । আমার প্রথম লক্ষ্য হল রেফারিদের সার্বিক উন্নয়ন । আরও নতুন করে রেফারি তৈরি করতে হবে । সবাইকে নিয়েই চলতে হবে ।"
আরও পড়ুন : জয় অধরাই, পয়েন্ট এল লাল-হলুদে
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় রেফারিদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন । উদয়ন বলেন, "আমি যখন সিআরএ সচিব ছিলাম তখন জয়দীপদা সিআরএকে স্পনসর নিয়ে এসে দিয়েছিলেন । উনিও চান বাংলার রেফারির উন্নয়ন । বাংলার রেফারির প্রসার, প্রচারের জন্য আমাদের সবাইকে এক হতে হবে । আমার মনে হয় না কাজ করতে কোনও সমস্যা হবে ।"