ETV Bharat / sports

সমর্থকদের ক্ষোভ সামলাতে ইমেল বার্তা টুটু বসুর - mohunbagan

ইমেলের মাধ্যমে সমর্থকদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলেন মোহনবাগান সচিব টুটু বসু। পাশাপাশি, ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে পাশে থাকার আবেদন জানান তিনি।

টুটু বসু
author img

By

Published : Mar 8, 2019, 4:31 AM IST

কলকাতা, ৮ মার্চ : আই লিগে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা। আগামীদিনে দল কোন পথে যাবে তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন অনেকে। বিক্ষোভ দেখিয়েছেন। চলেছে পত্রাঘাতও। গতকাল একটি ইমেলের মাধ্যমে সমর্থকদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলেন মোহনবাগান সচিব টুটু বসু। পাশাপাশি, ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে পাশে থাকার আবেদন জানান তিনি।

সদস্য ও সমর্থকদের আশ্বস্ত করতে ওই ইমেল বার্তায় টুটু বসু বলেন, "আমাকে নির্বাচিত করে ক্লাব প্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ক্লাবের সচিব পদে থাকলেও আমি প্রথমে একজন মোহনবাগান সমর্থক, তারপর সদস্য এবং তারও পরে ক্লাবের কর্মকর্তা। আই লিগে ক্লাবের পারফরম্যান্সে আমি হতাশ ও অসন্তুষ্ট। তবে, আগামী বছর দেশের এক নম্বর লিগে ভালো খেলবে মোহনবাগান। দলের জন্য বিনিয়োগকারী সংস্থার খোঁজও প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি নীতিগত বিষয় নিয়ে জটিলতা থাকায় পুরো বিষয়টি প্রকাশ করতে পারছি না। কিন্তু, দ্রুতই সদস্য-সমর্থকদের আনন্দের খবর দিতে পারব বলে আশা রাখছি।"

ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজও শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কাজটি শুরু করতে সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন। তাড়াতাড়িই সেই অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে।

undefined

কলকাতা, ৮ মার্চ : আই লিগে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা। আগামীদিনে দল কোন পথে যাবে তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন অনেকে। বিক্ষোভ দেখিয়েছেন। চলেছে পত্রাঘাতও। গতকাল একটি ইমেলের মাধ্যমে সমর্থকদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলেন মোহনবাগান সচিব টুটু বসু। পাশাপাশি, ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে পাশে থাকার আবেদন জানান তিনি।

সদস্য ও সমর্থকদের আশ্বস্ত করতে ওই ইমেল বার্তায় টুটু বসু বলেন, "আমাকে নির্বাচিত করে ক্লাব প্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ক্লাবের সচিব পদে থাকলেও আমি প্রথমে একজন মোহনবাগান সমর্থক, তারপর সদস্য এবং তারও পরে ক্লাবের কর্মকর্তা। আই লিগে ক্লাবের পারফরম্যান্সে আমি হতাশ ও অসন্তুষ্ট। তবে, আগামী বছর দেশের এক নম্বর লিগে ভালো খেলবে মোহনবাগান। দলের জন্য বিনিয়োগকারী সংস্থার খোঁজও প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি নীতিগত বিষয় নিয়ে জটিলতা থাকায় পুরো বিষয়টি প্রকাশ করতে পারছি না। কিন্তু, দ্রুতই সদস্য-সমর্থকদের আনন্দের খবর দিতে পারব বলে আশা রাখছি।"

ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজও শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কাজটি শুরু করতে সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন। তাড়াতাড়িই সেই অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে।

undefined
Intro:জয়ের আনন্দ দূরে সরিয়ে চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি তে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালের অনুশীলনে প্রথমে জঙ্গি হানায় শহীদ সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষে প্রকাশ সরকারের জন্মদিন পালন হল। শোক ও আনন্দের সহবস্থানের মাঝে লক্ষ্যে অবিচল লাল হলুদ ব্রিগেড।


Body:পাচ গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই চার্চিল চ্যালেঞ্জ এর সামনে ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী ক্রীড়া ঙ্গনে জোবি জাস্টিন এনরিকেদের প্রতি পক্ষ প্লাজা সিসেরা। ফলে রাশ আলগা করার বিলাসিতা করার সুযোগ নেই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও তার ছেলেদের সামনে। সময় কম কিন্তু চ্যালেঞ্জ সামলানো র ঝুকি রয়েছে। তাই লাজং এফসির বিরুদ্ধে খেলা একাদশে র ফুটবলারদের রিলাক্স সেশন ট্রেনিং করালেও বাকি দের তৈরি রাখার পাঠ সারলেন লাল হলুদ চাণক্য।সকালে অনুশীলন শুরু র আগে নিরবতা পালন। কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ তেই অনুশীলনে র কড়া মেজাজটা বাধা হয়ে গিয়ে ছিল। শেষে প্রকাশ সরকারের জন্মদিনের কেক কাটা ও হাসি ঠাট্ঠায় ফিল গুড পরিবেশে র কোলাজ। যেখানে কোচ থেকে ম্যানেজার,ফুটবলার থেকে গ্রাউন্ড স্টাফ সকলেই আনন্দে মাতলেন। তবে লক্ষ্য থেকে সরার ছবি দেখা গেল না। জন্মদিন পালনের ছোট্ট অনুষ্ঠানে র পরেই মাঠের মাঝখানে জোবি জাস্টিন ও জাইমে স্যান্টোস কোলাডোকে নিয়ে বিশেষ আলোচনা য় আলেয়ান্দ্রো।কারন তিনি জানেন লাজং ম্যাচের ফ্রি ফ্লোয়িং ফুটবল চার্চিলের বিরুদ্ধে খেলা কঠিন হবে। তাই ছক ও প্রস্তুতি নিয়ে বাড়তি সতর্কতা।



Conclusion:গোয়ার মাটিতে 2-1 গোলে চার্চিল কে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে চার নম্বরে দাড়িয়ে থাকা গোয়ার ক্লাব দলটি যে কলকাতায় ছোবল দেওয়ার চেষ্টা করবে আলেয়ান্দ্রো জানেন। তাই ফিলগুড পরিবেশে সুখী সাজঘরে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেতাবের কাছে পৌঁছতে চান তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.