কলকাতা, ৮ মার্চ : আই লিগে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা। আগামীদিনে দল কোন পথে যাবে তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন অনেকে। বিক্ষোভ দেখিয়েছেন। চলেছে পত্রাঘাতও। গতকাল একটি ইমেলের মাধ্যমে সমর্থকদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলেন মোহনবাগান সচিব টুটু বসু। পাশাপাশি, ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে পাশে থাকার আবেদন জানান তিনি।
সদস্য ও সমর্থকদের আশ্বস্ত করতে ওই ইমেল বার্তায় টুটু বসু বলেন, "আমাকে নির্বাচিত করে ক্লাব প্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ক্লাবের সচিব পদে থাকলেও আমি প্রথমে একজন মোহনবাগান সমর্থক, তারপর সদস্য এবং তারও পরে ক্লাবের কর্মকর্তা। আই লিগে ক্লাবের পারফরম্যান্সে আমি হতাশ ও অসন্তুষ্ট। তবে, আগামী বছর দেশের এক নম্বর লিগে ভালো খেলবে মোহনবাগান। দলের জন্য বিনিয়োগকারী সংস্থার খোঁজও প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি নীতিগত বিষয় নিয়ে জটিলতা থাকায় পুরো বিষয়টি প্রকাশ করতে পারছি না। কিন্তু, দ্রুতই সদস্য-সমর্থকদের আনন্দের খবর দিতে পারব বলে আশা রাখছি।"
ক্লাবের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কাজও শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কাজটি শুরু করতে সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন। তাড়াতাড়িই সেই অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে।