ETV Bharat / sports

সেমিফাইনালে আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত মোহনবাগান কোচের - শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আজ খেলবে মোহনবাগান ৷ প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু FC । টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক কিবু ভিকুনা ।

অনুশীলনে মোহনবাগান খেলোয়াড়রা
author img

By

Published : Oct 29, 2019, 7:04 AM IST

চট্টগ্রাম, 29 অক্টোবর : নতুন ছকে পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । আজ (মঙ্গলবার) চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান খেলবে । প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু FC । চলতি টুর্নামেন্টে প্রতিপক্ষের উপর মালয়েশিয়ার ক্লাব দলটি কার্যত স্ট্রিম রোলার চালাচ্ছে । এবার তাদের সামনে মোহনবাগান । টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক কিবু ভিকুনা ।

সোমবার বিকেলে হালকা অনুশীলনের আগে ভিডিয়োতে তেরেঙ্গানু FC-র খেলার শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে দেখান মোহনবাগান কোচ । একই সঙ্গে সুযোগ যাতে নষ্ট না হয় তার জন্যে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন ।

Mohun Bagan
খোশমেজাজে মোহনবাগান খেলোয়াড়রা

সাংগঠনিক সমস্যার কারণে সেমিফাইনালের সূচিতে পরিবর্তন হয়েছে । এর জেরে পরিকল্পনায় ধাক্কা লাগবে বলে প্রথমে উষ্মা প্রকাশ করেছিলেন ভিকুনা ৷ পরে বাড়তি একটা দিন দলের কাজে লাগবে বলে মন্তব্য করেন ৷ ভালো ফুটবলের কথা প্রথম দিন থেকে বলে এসেছেন । সেমিফাইনালে আরও ভালো ও আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়ে রাখলেন বাগান কোচ ।

গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলেন, প্রথম ম্যাচে হারের পরে কোচ তাঁদের পরবর্তী দুই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে তাকাতে বলেছিলেন । সেই লক্ষ্য পূরণের পরে এবার গিয়ার বদলের ডাক । দেবজিৎ বলছেন, তাঁরা তৈরি । এখন দেখার কিবু ভিকুনার পেপটক, ফুটবলারদের জ্বলে ওঠার তাগিদ পদ্মাপাড়ে সবুজ মেরুন সূর্যোদয় হয় কি না ।

চট্টগ্রাম, 29 অক্টোবর : নতুন ছকে পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । আজ (মঙ্গলবার) চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান খেলবে । প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু FC । চলতি টুর্নামেন্টে প্রতিপক্ষের উপর মালয়েশিয়ার ক্লাব দলটি কার্যত স্ট্রিম রোলার চালাচ্ছে । এবার তাদের সামনে মোহনবাগান । টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক কিবু ভিকুনা ।

সোমবার বিকেলে হালকা অনুশীলনের আগে ভিডিয়োতে তেরেঙ্গানু FC-র খেলার শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে দেখান মোহনবাগান কোচ । একই সঙ্গে সুযোগ যাতে নষ্ট না হয় তার জন্যে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন ।

Mohun Bagan
খোশমেজাজে মোহনবাগান খেলোয়াড়রা

সাংগঠনিক সমস্যার কারণে সেমিফাইনালের সূচিতে পরিবর্তন হয়েছে । এর জেরে পরিকল্পনায় ধাক্কা লাগবে বলে প্রথমে উষ্মা প্রকাশ করেছিলেন ভিকুনা ৷ পরে বাড়তি একটা দিন দলের কাজে লাগবে বলে মন্তব্য করেন ৷ ভালো ফুটবলের কথা প্রথম দিন থেকে বলে এসেছেন । সেমিফাইনালে আরও ভালো ও আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়ে রাখলেন বাগান কোচ ।

গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলেন, প্রথম ম্যাচে হারের পরে কোচ তাঁদের পরবর্তী দুই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে তাকাতে বলেছিলেন । সেই লক্ষ্য পূরণের পরে এবার গিয়ার বদলের ডাক । দেবজিৎ বলছেন, তাঁরা তৈরি । এখন দেখার কিবু ভিকুনার পেপটক, ফুটবলারদের জ্বলে ওঠার তাগিদ পদ্মাপাড়ে সবুজ মেরুন সূর্যোদয় হয় কি না ।

Intro:MbBody:PreviewConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.