ETV Bharat / sports

চলতি সপ্তাহেই বকেয়া মেটানোর আশ্বাস মোহনবাগান ফুটবলারদের - footballers

নতুন আর্থিক বছরের প্রথম সপ্তাহের মিটতে পারে মোহনবাগান ফুটবলারদের বেতন সমস্যা। এমনই আশ্বাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 1, 2019, 4:43 AM IST

কলকাতা, 1 এপ্রিল : বকেয়া টাকা পাওয়ার আশ্বাস পেলেন মোহনবাগানের ফুটবলাররা। নতুন আর্থিক বছরের প্রথম সপ্তাহেই তা মেটানো হবে বলে ক্লাবের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। গত তিনমাস ধরে বেতন পাচ্ছিলেন না সনি নর্ডি, ডিপান্ডা ডিকারা। যা নিয়ে ক্ষোভ থাকলেও ক্লাবের দুই শীর্ষকর্তার আশ্বাসে ফুটবলাররা চুপ করেছিলেন। কিন্তু, আই লিগ শেষ হওয়ার পরও বকেয়া টাকা নিয়ে ক্লাব কোনও আগ্রহ না দেখানোয় ফুটবলাররা সংশয়ে পড়েছিলেন। তবে, এই আশ্বাসের পর সেই সমস্যা কিছুটা মিটল বলেই মনে করা হচ্ছে।

আই লিগ শেষ হওয়ার পর মোহনবাগান সুপার কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আই লিগের দলগুলিকে নিয়ে জোট গঠন করে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে নতুন বছরে দেশের ফুটবলের রোডম্যাপ জানতে চেয়েছে মোহনবাগান। পাশাপাশি তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। কিন্তু, কেন এই প্র্যাকটিস তা কোচ খালিদ জামিল থেকে শুরু করে সনি নর্ডি, শিলটন পাল বা অরিজিৎ বাগুইরা কেউই জানেন না। তবে, প্র্যাকটিস বন্ধ হলে বকেয়া পেতে সমস্যা হবে ধরে নিয়েই তা চলছে বলে মনে করা হচ্ছে।

গত মরশুমে অঞ্জন মিত্র সচিব থাকাকালীন বকেয়া নিয়ে অধিনায়ক শিলটন পাল প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। "হাতে টাকা পায়ে বল" নীতি মেনে বকেয়া না পেলে না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। মোহনবাগানে এখন নতুন প্রশাসক। সেদিনের ক্লাব সভাপতি টুটু বসু এখন ক্লাবের সচিব। কিন্তু, মোহনবাগানে বকেয়া টাকার সমস্যা দূর হচ্ছে না।

কলকাতা, 1 এপ্রিল : বকেয়া টাকা পাওয়ার আশ্বাস পেলেন মোহনবাগানের ফুটবলাররা। নতুন আর্থিক বছরের প্রথম সপ্তাহেই তা মেটানো হবে বলে ক্লাবের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। গত তিনমাস ধরে বেতন পাচ্ছিলেন না সনি নর্ডি, ডিপান্ডা ডিকারা। যা নিয়ে ক্ষোভ থাকলেও ক্লাবের দুই শীর্ষকর্তার আশ্বাসে ফুটবলাররা চুপ করেছিলেন। কিন্তু, আই লিগ শেষ হওয়ার পরও বকেয়া টাকা নিয়ে ক্লাব কোনও আগ্রহ না দেখানোয় ফুটবলাররা সংশয়ে পড়েছিলেন। তবে, এই আশ্বাসের পর সেই সমস্যা কিছুটা মিটল বলেই মনে করা হচ্ছে।

আই লিগ শেষ হওয়ার পর মোহনবাগান সুপার কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আই লিগের দলগুলিকে নিয়ে জোট গঠন করে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে নতুন বছরে দেশের ফুটবলের রোডম্যাপ জানতে চেয়েছে মোহনবাগান। পাশাপাশি তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। কিন্তু, কেন এই প্র্যাকটিস তা কোচ খালিদ জামিল থেকে শুরু করে সনি নর্ডি, শিলটন পাল বা অরিজিৎ বাগুইরা কেউই জানেন না। তবে, প্র্যাকটিস বন্ধ হলে বকেয়া পেতে সমস্যা হবে ধরে নিয়েই তা চলছে বলে মনে করা হচ্ছে।

গত মরশুমে অঞ্জন মিত্র সচিব থাকাকালীন বকেয়া নিয়ে অধিনায়ক শিলটন পাল প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। "হাতে টাকা পায়ে বল" নীতি মেনে বকেয়া না পেলে না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। মোহনবাগানে এখন নতুন প্রশাসক। সেদিনের ক্লাব সভাপতি টুটু বসু এখন ক্লাবের সচিব। কিন্তু, মোহনবাগানে বকেয়া টাকার সমস্যা দূর হচ্ছে না।

Intro:সাংবাদিক সম্মেলনের শুরুতে কেকেআর এর মিডিয়া ম্যানেজার জানিয়েদিলেন অশ্বিন কান্ড নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে গরম ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি মানে নিমন্ত্রন বাড়িতে অভ্যাগতদের খাওয়ারের তালিকায় ডুস এবং ডোন্ট ঝুলিয়ে দেওয়া। ফেয়ার ক্রিকেট খেলার নম্বর দৌড়ে কেকেআর তালিকার ওপরের দিকে থাকতে আগ্রহী। অশ্বিন কান্ডের প্রতিক্রিয়া জানাতে যাতে উটকো ঝামেলা না সৃষ্টি হয় সেজন্য পাঠানো হয়েছিল লোকি ফার্গুসন কে। নিউজিল্যান্ডের ক্রিকেটার রা সাধারণত ভদ্র ভাবে ক্রিকেট খেলে থাকন। দেশীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে আইপিএলে নাইটদের সাজঘরে র আবহাওয়ার ইঙ্গিত দিলেন। সঙ্গে জানালেন ইডেনে কীভাবে তারা বুধসন্ধ্যায় কিংস ইলেভেন পঞ্জাব এর চ্যালেঞ্জ সামলাবেন।


Body:বছর দশেক আগের আইপিএল এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ কে বীরজারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। বর্তমানে বলিউড বাদশা তার গড় রক্ষায় বাড়তি মনোযোগী। তাই ইডেনে ম্যাচ দেখতে এলেও সেই পরিচিত স্বতস্ফূর্ত তা দেখা যায়নি। আর প্রীতি জিন্টা তো দীপিকা ক্যাটরিনা দের দাপটে কবেই অস্তমিত। এককালে র সাবান সুন্দরী শুধুই স্মৃতি। বুধসন্ধ্যায় ইডেন তাই শাহরুখ বীর খান ও প্রীতি জারা জিন্টা র সেলুলয়েডের প্রেম নিয়ে আলোচনার চেয়ে বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী।
সাংবাদিক সম্মেলনে নাইট পেসার লোকি ফার্গুসন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল তান্ডবের প্রশংসায় নতুন বিশেষনের খোঁজ করলেন। এক ই সঙ্গে যোগ করলেন তিনি ভাগ্যবান , কারন আইপিএল বিশ্বে রাসেল তার সঙ্গে সাজঘর ভাগ করে ন।
হায়দরাবাদ কে উড়িয়ে দেওয়ার রাতে জয়োৎসব পালন হলেও কেকেআর পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পঞ্জাব চিরকাল ই বল্লে বল্লে ক্রিকেট খেলতে ভালোবাসে।দলে ক্রিস গেইলের উপস্থিতি সেই ধামাকা ক্রিকেটে বাড়তি মশলা যোগ করবে বলাই বাহুল্য।
ভরা ইডেনে ইউনিভার্স বস তার স্বদেশী য় অলরাউন্ডার কে পালটা বার্তা দিতে চাইবেন ধরে নেওয়া যায়। প্রথম ম্যাচে তার ট্রেলার কিছুটা দেখিয়েছেন। ইডেনে তাই গেইল ঝড় সামলানো নাইট বোলারদের বাড়তি চ্যালেঞ্জ।ফার্গুসন বলছেন গেইলকে নিয়ে আলাদা অঙ্কের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব দলকে নিয়ে ছক কষা আছে।
বদলে যাওয়া ইডেনের বাইশ গজে সবুজের জোরালো আভা। যা নাইট বোলিং ডিপার্টমেন্টে পীযূষ চাওলাকে ডাগ আউটে জায়গা দিতে পারে। প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সুনীল নারাইন মঙ্গলবার ইডেনে চুটিয়ে হাত ঘোরালেন। যা জ্যাক কালিস ও নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে হাসি ফুটিয়েছে।
ক্রিকেটের নিয়মে থেকেও রবিচন্দ্রন অশ্বিন স্পিরিট অব দ্য গেম ভাঙার দায়ে অভিযুক্ত। বিকেলে পঞ্জাব দলটির অপসনাল প্র্যাকটিস থাকায় বেশিরভাই ইডেন মুখো হননি। তাই কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের বক্তব্য ফের জানা যায়নি।
আবহাওয়ার পূর্বাভাসে বুধসন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির আচরন কি হবে তা বলবে সময়। তবে বাইশ গজে ব্যাটে বলের ঝড় উঠবে তা বলা যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.