কলকাতা, 1 এপ্রিল : বকেয়া টাকা পাওয়ার আশ্বাস পেলেন মোহনবাগানের ফুটবলাররা। নতুন আর্থিক বছরের প্রথম সপ্তাহেই তা মেটানো হবে বলে ক্লাবের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। গত তিনমাস ধরে বেতন পাচ্ছিলেন না সনি নর্ডি, ডিপান্ডা ডিকারা। যা নিয়ে ক্ষোভ থাকলেও ক্লাবের দুই শীর্ষকর্তার আশ্বাসে ফুটবলাররা চুপ করেছিলেন। কিন্তু, আই লিগ শেষ হওয়ার পরও বকেয়া টাকা নিয়ে ক্লাব কোনও আগ্রহ না দেখানোয় ফুটবলাররা সংশয়ে পড়েছিলেন। তবে, এই আশ্বাসের পর সেই সমস্যা কিছুটা মিটল বলেই মনে করা হচ্ছে।
আই লিগ শেষ হওয়ার পর মোহনবাগান সুপার কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আই লিগের দলগুলিকে নিয়ে জোট গঠন করে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে নতুন বছরে দেশের ফুটবলের রোডম্যাপ জানতে চেয়েছে মোহনবাগান। পাশাপাশি তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। কিন্তু, কেন এই প্র্যাকটিস তা কোচ খালিদ জামিল থেকে শুরু করে সনি নর্ডি, শিলটন পাল বা অরিজিৎ বাগুইরা কেউই জানেন না। তবে, প্র্যাকটিস বন্ধ হলে বকেয়া পেতে সমস্যা হবে ধরে নিয়েই তা চলছে বলে মনে করা হচ্ছে।
গত মরশুমে অঞ্জন মিত্র সচিব থাকাকালীন বকেয়া নিয়ে অধিনায়ক শিলটন পাল প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। "হাতে টাকা পায়ে বল" নীতি মেনে বকেয়া না পেলে না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। মোহনবাগানে এখন নতুন প্রশাসক। সেদিনের ক্লাব সভাপতি টুটু বসু এখন ক্লাবের সচিব। কিন্তু, মোহনবাগানে বকেয়া টাকার সমস্যা দূর হচ্ছে না।