ETV Bharat / sports

আইএফএ-র বার্ষিক সভায় আসতে চলেছে নতুন নিয়ম

চলতি সপ্তাহের শুক্রবার আইএফের বার্ষিক সভা । আর সেই সভায় রদবদল হতে চলেছে কিছু নিয়ম ।

আইএফএর বার্ষিক সভায় আসতে চলেছে নতুন নিয়ম
আইএফএর বার্ষিক সভায় আসতে চলেছে নতুন নিয়ম
author img

By

Published : Mar 4, 2021, 11:02 PM IST

কলকাতা, 4 মার্চ : বড় তিন ক্লাবকে রাজ্য ফুটবল সংস্থার পদাধিকারে আটকাতে নতুন নিয়ম আনতে চলেছে আইএফএ । শুক্রবার সংস্থার স্পেশাল অ্যানুয়াল জেনারেল মিটিং । সেখানেই এই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে । নতুন নিয়মে বলা হচ্ছে কোনও ক্লাবের সদস্য সংখ্যা যদি আড়াই হাজারের বেশি হয় এবং তিনি যদি তার ক্লাবের কার্যকরী কমিটির কোনও পদাধিকারী হন তাহলে তিনি আইএফএর কোনও পদে থাকতে পারবেন না ।

এই নতুন নিয়মে ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের নাম প্রত্যক্ষভাবে নেই । কিন্তু সকলেই জানেন দুই প্রধান ছাড়া কোনও ক্লাবের বিরাট সংখ্যার সদস্য নেই । তাই এই নতুন নিয়মের ভাবনা চিন্তা যে বড় দলকে আটকাতে তা ধরে নেওয়া যায় । আইএফএ-র ঘনিষ্ঠ বৃত্ত বলছে এই পদক্ষেপের পেছনে কারণ আইএফএ সচিব এবং প্রেসিডেন্টের ভিন্ন মেরুতে অবস্থান । প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় কয়েকমাস আগে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন ।

আরও পড়ুন : চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ বাতিল, নতুন লিগ জুন মাসে

অন্যদিকে আইএফএ সচিবের চেয়ারে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায় । আইএফএ প্রেসিডেন্ট হলেও ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির পদ থেকে সরে দাঁড়াননি অজিত বন্দ্যোপাধ্যায় । পরবর্তী সময়ে দিন যত এগিয়েছে ততই ব্যক্তিত্বের সংঘাত এবং স্বার্থের প্রশ্নে আইএফএ সচিব ও প্রেসিডেন্টের অবস্থান এখন দুই মেরুতে । মাসখানেক আগে বর্তমান আইএফএ সচিব বলেছিলেন তিনি আই লিগ শেষ হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ।

তারপর ময়দানের রাজনীতিতে অনেক বল গড়িয়েছে । শুক্রবার আইএফএ র মিটিংয়ে সচিবকে দায়িত্ব না ছাড়ার জন্য দাবি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আইএফএ-র লিগকে আগামী বছর থেকে বয়স ভিত্তিক করার পরিকল্পনা সবুজ সংকেত পেতে পারে । এছাড়াও ক্লাবগুলোর বার্ষিক ফি বাড়ানোর বিষয়টিতে শিলমোহর পড়বে ।

কলকাতা, 4 মার্চ : বড় তিন ক্লাবকে রাজ্য ফুটবল সংস্থার পদাধিকারে আটকাতে নতুন নিয়ম আনতে চলেছে আইএফএ । শুক্রবার সংস্থার স্পেশাল অ্যানুয়াল জেনারেল মিটিং । সেখানেই এই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে । নতুন নিয়মে বলা হচ্ছে কোনও ক্লাবের সদস্য সংখ্যা যদি আড়াই হাজারের বেশি হয় এবং তিনি যদি তার ক্লাবের কার্যকরী কমিটির কোনও পদাধিকারী হন তাহলে তিনি আইএফএর কোনও পদে থাকতে পারবেন না ।

এই নতুন নিয়মে ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের নাম প্রত্যক্ষভাবে নেই । কিন্তু সকলেই জানেন দুই প্রধান ছাড়া কোনও ক্লাবের বিরাট সংখ্যার সদস্য নেই । তাই এই নতুন নিয়মের ভাবনা চিন্তা যে বড় দলকে আটকাতে তা ধরে নেওয়া যায় । আইএফএ-র ঘনিষ্ঠ বৃত্ত বলছে এই পদক্ষেপের পেছনে কারণ আইএফএ সচিব এবং প্রেসিডেন্টের ভিন্ন মেরুতে অবস্থান । প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় কয়েকমাস আগে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন ।

আরও পড়ুন : চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ বাতিল, নতুন লিগ জুন মাসে

অন্যদিকে আইএফএ সচিবের চেয়ারে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায় । আইএফএ প্রেসিডেন্ট হলেও ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির পদ থেকে সরে দাঁড়াননি অজিত বন্দ্যোপাধ্যায় । পরবর্তী সময়ে দিন যত এগিয়েছে ততই ব্যক্তিত্বের সংঘাত এবং স্বার্থের প্রশ্নে আইএফএ সচিব ও প্রেসিডেন্টের অবস্থান এখন দুই মেরুতে । মাসখানেক আগে বর্তমান আইএফএ সচিব বলেছিলেন তিনি আই লিগ শেষ হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ।

তারপর ময়দানের রাজনীতিতে অনেক বল গড়িয়েছে । শুক্রবার আইএফএ র মিটিংয়ে সচিবকে দায়িত্ব না ছাড়ার জন্য দাবি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আইএফএ-র লিগকে আগামী বছর থেকে বয়স ভিত্তিক করার পরিকল্পনা সবুজ সংকেত পেতে পারে । এছাড়াও ক্লাবগুলোর বার্ষিক ফি বাড়ানোর বিষয়টিতে শিলমোহর পড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.