কলকাতা, 3 জুলাই : আর কোনও রাখঢাক নয় । এবার ইস্টবেঙ্গল এবং তার বিদায়ী বিনিয়োগ সংস্থা কোয়েসের কাছে স্পোর্টিং রাইটসের প্রকৃত অবস্থান জানতে চাইল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF । 30 মে ইস্টবেঙ্গল এবং তার বিনিয়োগ সংস্থার মধ্যে সম্পর্ক শেষ হলেও স্পোর্টিং রাইটস হস্তান্তর নিয়ে দু’পক্ষের মধ্যে সমস্যা চলছেই ।
দু'পক্ষই বলছে, বিষয়টি নিয়ে আইনজীবীরা কাজ করছেন । দ্রুত তার নিষ্পত্তি হবে । যদিও এই নিয়ে কোনও দিনক্ষণ কেউ নির্দিষ্ট করে বলেননি । 2018 সালে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার সময় 70 শতাংশ অংশীদারিত্ব বিনিয়োগ সংস্থার হাতে চলে যায় । বিচ্ছেদ হলেও কেন তা নিয়ে সবকিছু সামনে আসছে না, তা নিয়ে অনেক শব্দ খরচ হয়েছে । বলা হচ্ছে ইস্টবেঙ্গলের আর্থিক দাবি মানতে রাজি নয় বিদায়ী সংস্থা । আবার এটাও বলা হচ্ছে আর্থিক দাবি করছে বিনিয়োগ সংস্থা, যা ক্লাব দিয়ে দিলে স্পোর্টিং রাইটস ফেরত দেওয়া হবে ।
এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের পক্ষে দেশের কোনও ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে । দোদুল্যমান অবস্থা থেকে ইস্টবেঙ্গলের স্পোর্টস রাইটস সংক্রান্ত ছবিটি বুঝতে এবার উদ্যোগী হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । নতুন মরশুমে বল গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে । তার আগে ইস্টবেঙ্গল এবং তার বিদায়ী বিনিয়োগ সংস্থার কাছে এই মর্মে জানতে চাইল তারা । এর আগে ইস্টবেঙ্গল যখন স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সেই সময় বিচ্ছেদের কাগজ জমা দিয়ছিল । এবার সেই রকম স্বচ্ছতার আশায় এই উদ্যোগ নিল ফেডারেশন ।