ETV Bharat / sports

সফরের শুরুতেই চোট উদ্বেগ, প্র্যাকটিস ম্যাচে এবার মাঠ ছাড়লেন রাহুল - BORDER GAVASKAR TROPHY

অনুশীলন ম্যাচে চোট পেলেন কেএল রাহুল ৷ পারথে প্রথম টেস্ট শুরুর একসপ্তাহ আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা ৷

KL RAHUL
কেএল রাহুল (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 12:08 PM IST

পারথ, 15 নভেম্বর: অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরুর আগে আবারও চোট উদ্বেগ ভারতীয় দলে ৷ বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান ৷ শুক্রবার ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন কেএল রাহুল ৷ এমনিতেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন দক্ষিণী ব্যাটার ৷ তার মধ্যে এমন চোট উদ্বেগ নিঃসন্দেহে দুশ্চিন্তা ভারতীয় শিবিরের জন্য ৷

শুক্রবার সকালে ওয়াকায় (WACA) ভারতীয় দলের ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় লাফিয়ে ওঠা একটি বল রাহুলের কনুইয়ে এসে লাগে ৷ চোটে কাতরাতে থাকেন ডানহাতি ব্যাটার ৷ মাঠে প্রাথমিক শুশ্রূষার পর পুনরায় ব্যাটিংও শুরু করেন রাহুল ৷ কিন্তু অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয়ে তাঁকে ৷ ভারতীয় ব্যাটারের মাঠ ছাড়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

যদিও চোট পরবর্তী অবস্থা নিয়ে এক সূত্রের দাবি, রাহুলের চোট খুব একটা গুরুতর নয় ৷ তিনি ভালো আছেন ৷ রাহুলকে নিয়ে ভারতীয় শিবিরে কোনও উদ্বেগ নেই বলেও জানানো হয়েছে ৷ সূত্রের খবর সত্যি হলে ভালো, নতুবা প্রথম টেস্ট শুরু সাতদিন আগে নয়া ওপেনিং কম্বিনেশনের কথা ভাবতে হবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে ৷ কারণ, রোহিত শর্মা প্রথমে টেস্টে কার্যত অনিশ্চিত ধরে নিয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে পারথ টেস্টে ওপেন করার কথা ছিল রাহুলেরই ৷ চোটে সেই সম্ভাবনা বাতিল হলে বিকল্প ওপেনার হিসেবে গৌতম গম্ভীরের হাতে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ৷

সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স একেবারে তলানিতে রাহুলের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে 0 ও 12 রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্ট খেলতে ভারতীয়-এ দলে অন্তর্ভুক্ত করা হয় রাহুল ৷ সেখানেও ব্যর্থ হন কর্ণাটকের ব্যাটার ৷ প্রথম টেস্টে অদ্ভুতভাবে বোল্ড হয়ে শিরোনামে এসেছিলেন তিনি ৷

তবে তারপরেও অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে রোহিতের স্টপগ্যাপ ওপেনার হিসেবে রাহুলেই আস্থা রেখেছেন গম্ভীর ৷ প্র্যাকটিস ম্যাচে চোট ভারতীয় কোচের পরিকল্পনায় ধাক্কা দেবে কি? উদ্বিগ্ন অনুরাগীরা ৷ মঙ্গলবার প্র্যাকটিসে সরফরাজের চোটও গুরুতর নয় বলেই জানানো হয়েছে ৷

পারথ, 15 নভেম্বর: অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরুর আগে আবারও চোট উদ্বেগ ভারতীয় দলে ৷ বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান ৷ শুক্রবার ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন কেএল রাহুল ৷ এমনিতেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন দক্ষিণী ব্যাটার ৷ তার মধ্যে এমন চোট উদ্বেগ নিঃসন্দেহে দুশ্চিন্তা ভারতীয় শিবিরের জন্য ৷

শুক্রবার সকালে ওয়াকায় (WACA) ভারতীয় দলের ইন্ট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় লাফিয়ে ওঠা একটি বল রাহুলের কনুইয়ে এসে লাগে ৷ চোটে কাতরাতে থাকেন ডানহাতি ব্যাটার ৷ মাঠে প্রাথমিক শুশ্রূষার পর পুনরায় ব্যাটিংও শুরু করেন রাহুল ৷ কিন্তু অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয়ে তাঁকে ৷ ভারতীয় ব্যাটারের মাঠ ছাড়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

যদিও চোট পরবর্তী অবস্থা নিয়ে এক সূত্রের দাবি, রাহুলের চোট খুব একটা গুরুতর নয় ৷ তিনি ভালো আছেন ৷ রাহুলকে নিয়ে ভারতীয় শিবিরে কোনও উদ্বেগ নেই বলেও জানানো হয়েছে ৷ সূত্রের খবর সত্যি হলে ভালো, নতুবা প্রথম টেস্ট শুরু সাতদিন আগে নয়া ওপেনিং কম্বিনেশনের কথা ভাবতে হবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে ৷ কারণ, রোহিত শর্মা প্রথমে টেস্টে কার্যত অনিশ্চিত ধরে নিয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে পারথ টেস্টে ওপেন করার কথা ছিল রাহুলেরই ৷ চোটে সেই সম্ভাবনা বাতিল হলে বিকল্প ওপেনার হিসেবে গৌতম গম্ভীরের হাতে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ৷

সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স একেবারে তলানিতে রাহুলের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে 0 ও 12 রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্ট খেলতে ভারতীয়-এ দলে অন্তর্ভুক্ত করা হয় রাহুল ৷ সেখানেও ব্যর্থ হন কর্ণাটকের ব্যাটার ৷ প্রথম টেস্টে অদ্ভুতভাবে বোল্ড হয়ে শিরোনামে এসেছিলেন তিনি ৷

তবে তারপরেও অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে রোহিতের স্টপগ্যাপ ওপেনার হিসেবে রাহুলেই আস্থা রেখেছেন গম্ভীর ৷ প্র্যাকটিস ম্যাচে চোট ভারতীয় কোচের পরিকল্পনায় ধাক্কা দেবে কি? উদ্বিগ্ন অনুরাগীরা ৷ মঙ্গলবার প্র্যাকটিসে সরফরাজের চোটও গুরুতর নয় বলেই জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.