অশোকনগর, 15 নভেম্বর: মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট ৷ তারই প্রতিবাদে শুক্রবার সকালে নিত্যযাত্রীরা অশোকনগর স্টেশনে রেল অবরোধ করেন। সেই অবরোধ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন। আহত হয়েছেন আরপিএফের এক কর্মীও।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে 07.30 বনগাঁ থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল করে। কিন্তু রেলপথের সংস্কার এবং দীপাবলি উৎসবের কারণে, দুর্গাপুজোর আগে থেকে মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করা হয়। ওই ট্রেনটি টালা স্টেশন পর্যন্ত চলাচল করছিল। পূর্ব রেলের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল, সকালের মাঝেরহাট লোকাল বারাসত স্টেশন পর্যন্ত যাবে। শুক্রবার সকালে, অশোকনগরে নিত্যযাত্রীদের একটি দল স্টেশনের মাইকে সেই ঘোষণা শুনে বিক্ষোভ শুরু করেন।
ওই যাত্রীরা রেল অবরোধে সামিল হন। ট্রেনটি অশোকনগর রোড স্টেশনে ঢোকার পর রেল লাইনের ওপর বসে পড়েন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জিআরপি এবং রেল পুলিশের আধিকারিকরা। আসে আরপিএফও। রেল পুলিশের আধিকারিকরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা তাঁদের সিদ্ধান্তে অটল থাকেন। অন্যান্য স্টেশন থেকে আসা ওই ট্রেনের অন্য যাত্রীরাও অবরোধে সামিল হন।
এনিয়ে প্রথমে রেল পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। তারপর অবরোধ তুলতে রেল পুলিশ লাঠি চালানো শুরু করে। নিত্যযাত্রীরাও পাল্টা পুলিশের দিকে পাথর ছুটতে থাকেন। স্টেশন চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। নিত্যযাত্রীদের অবরোধের জেরে বন্ধ হয়ে যায় রেললাইনের উপর দিয়ে যাওয়া 35 নম্বর জাতীয় সড়কও (যশোর রোড)।
বর্তমানে রেল পুলিশ অবশেষে অবরোধ সরিয়ে দিয়েছে। যশোর রোডে যান চলাচল শুরু হয়েছে ৷ রেল কর্তৃপক্ষ শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় গড়িয়ে যেতে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।