কলকাতা, 4 মে : রঞ্জিতা দেবী, সুমিত্রা মারাণ্ডি । মণিপুর ও ঝাড়খণ্ড থেকে আসা অনেক মেয়েদের মধ্যে এরাও আছেন । কিন্তু এরা সাধারণ মহিলা ফুটবলারদের থেকে একটু আলাদা । রঞ্জিতা, সুমিত্রারা সংগীতাদের নিয়ে গড়ে তোলা SSB ফুটবল টিমের মেরুদণ্ড । তাঁরা যেমন ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করতে পারে তেমনই বন্দুক হাতেও অব্যর্থ ।
আগামীকাল থেকে শুরু হচ্ছে এই বছরের মেয়েদের আই লিগ । অংশ নিচ্ছে 12টি দল । গত তিনবছর ধরেই মেয়েদের ফুটবলে আই লিগ হচ্ছে । তবে এবারই প্রথম বাংলা থেকে কোনও দল অংশ নিচ্ছে আই লিগে । বাংলার প্রথম দল হিসেবে এই বছর আই লিগ খেলবে সীমা সশস্ত্র বল বা SSB । এই দলের ফুটবলাররা ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তে অতন্দ্র পাহারায় থাকেন । এবার বাংলার মহিলা ফুটবলের সম্মান রক্ষার ভার এই সেনানীদের হাতে । কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আই লিগে খেলার ছাড়পত্র পেয়েছে SSB ।
সহকারি কোচ সুজাতা করের প্রশিক্ষণাধীন SSB ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গেছে । প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশার ক্লাব দল রাইজিং স্টুডেন্টের বিরুদ্ধে । কলকাতা ফুটবলে মেয়েদের লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান কম সময়ের জন্য দল গড়েছিল । ইস্টবেঙ্গলের হয়ে লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন সুজাতা । সুজাতা কর মেয়েদের আই লিগ শুরু হওয়াকে সাধুবাদ দিচ্ছেন ।
সুজাতা বলছেন প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাফল্য পেলে দলের আত্মবিশ্বাস বাড়বে। লড়াইটা এবার সেনা ছাউনি থেকে নয়, ফুটবল মাঠে নেমে জয় ছিনিয়ে আনার অন্য লড়াই। সীমান্তের কঠোর চ্যালেঞ্জের প্রতিফলন মাঠে ঘটাতে হবে । কঠোর মানসিকতায় ফুটবল খেলে কলকাতা লিগ জয় সম্ভব হয়েছে। যা আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভারত জয়ের হাতছানি এবার দুলাহারাদের সামনে ।