কলকাতা, 20 জুলাই : ফুটবল জীবনের বেলাশেষে জার্সির রং বদল করতে পারেন শিলটন পাল । নতুন মরশুমে তাঁর নয়া ঠিকানা সম্ভবত গোয়ার চার্চিল ব্রাদার্স । আই লিগে ভালো খেললেও শেষ পর্যন্ত দুর্বল গোলরক্ষার কারণে বাজিমাত করতে পারেনি আলেমাও চার্চিলের দল । নতুন মরশুমে তাই প্রথম থেকেই ভালো এবং অভিজ্ঞ গোলরক্ষকের খোঁজে রেড ব্রিগেড । সেই লক্ষ্যে তাদের প্রথম পছন্দ আই লিগ জয়ী মোহনবাগান দলের গোলরক্ষক শিলটন পাল । বর্ষীয়ান এই বাঙালি গোলরক্ষকের কাছে ইতিমধ্যে লোভনীয় প্রস্তাব এসেছে । তিনি এখনও সম্মতি জানাননি । তবে, গোয়ার পথে পা বাড়ানোর সম্ভাবনা প্রবল ।
আরও পড়ুন : স্থগিত এবারের টি-20 বিশ্বকাপ, পিছোল পরের সূচিও
14 বছর ধরে সবুজ মেরুনের গোলরক্ষা করেছেন । আর একটি বছর খেলতে পারলে সত্যজিৎ চ্যাটার্জির 15 বছর সবুজ মেরুন জার্সি পড়ার রেকর্ড স্পর্শ করতে পারতেন । কিন্তু নতুন মরশুমে এটিকে-মোহনবাগান নামে ISL খেলবে গঙ্গা পাড়ের ক্লাব । কোচ আন্তেনিও লোপেজ হাবাসের তালিকায় শিলটন পালের নাম নেই । তাই বাধ্য হয়ে চার্চিলের পথে তিনি ।
দল আই লিগ চ্যাম্পিয়ন হলেও শিলটন প্রথম একাদশে নিয়মিত ছিলেন না । তা নিয়ে প্রাক্তন মোহনবাগান অধিনায়কের অভিযোগ ছিল না । বরং সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন । সেদিক থেকে দেখতে গেলে শিলটন পাল নিজেও জবাব দেওয়ার একটা মঞ্চ খুঁজছিলেন । যাতে ফুটবল জীবনের শেষ পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পারেন । আমফান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সুন্দরবনে পড়ে থেকেছেন । ফুটবলার শিলটনের মানবিক দিকের প্রকাশ সামনে এসেছে । এবার নিজের হারিয়ে ফেলা সিংহাসন উদ্ধারের চ্যালেঞ্জ ।