ETV Bharat / sports

লিগ কাপে লিয়ঁকে হারিয়ে ফ্রেঞ্চ ট্রেবল পূর্ণ করল প্যারিস সাঁ জাঁ - Paris saint Germain

ফ্রেঞ্চ ট্রেবল জিতল প্যারিস সাঁ জাঁ । গত সপ্তাহে সেন্ট এতিয়েঁকে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জেতার পর , লিয়ঁঁকে হারিয়ে ফ্রেঞ্চ লিগল কাপ জিতল থমাস টুসেলের ছেলেরা ।

psg
psg
author img

By

Published : Aug 1, 2020, 8:59 PM IST

প্যারিস, 1 অগাস্ট : সাডেন ডেথে পাবলো সারবিয়ার স্পট কিকে ফ্রান্সের লিগ কাপের ফাইনালে লিয়ঁ কে হারাল প্যারিস সাঁ জাঁ । ফ্রেঞ্চ লিগ ওয়ান , ফ্রেঞ্চ কাপের পর ফ্রেঞ্চ লিগ কাপ জিতে ঘরোয়া ট্রেবল পূর্ণ করল ফ্রেঞ্চ জায়ান্টরা । সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়িয়ে রাখল থমাস টুসেলের ছেলেরা ।

ফ্রান্সে ফাইনালের নির্ধারিত সময় শেষ হয় গোল শূন্য ফলে । অতিরিক্ত সময়ের শেষেও ফলাফল থাকে 0-0 । ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে । প্যরিস সাঁ জাঁ ও লিয় নিরারিত 5 টি কিক থেকে গোল করে । ফলে ম্যাচ নিস্পত্তির জন্য সাডেন ডেথ ছাড়া উপায় ছিল না ।

সাডেন ডেথে লিয়ঁর হয়ে প্রথম কিকটি নেন বাট্রান্ড টারোরে । তাঁর কিকটি আটকে দেন PSG-র গোলরক্ষক কেইলর নাভাস । এরপর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে PSG কে জয় এনে দেন পাবলো সারবিয়ার । ফ্রেঞ্চ কাপ ফাইনালে সেন্ট এটিয়েঁ ১-০ ব্যবধানে পরাজিত করার এক সপ্তাহের মধ্যে ফ্রেঞ্চ লিগ কাপ জিত PSG ।

লিয়ঁর বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই প্যারিস সাঁ জাঁর খেলায় কিলিয়ান এমবাপ্পে অভাব দেখা যাচ্ছিল । নেইমার একার প্রচেষ্টায় সেই অভাব ঢাকতে পারেননি । ম্যাচের নির্ধারিত সময়ের প্রথমার্ধে একার প্রচেষ্টায় বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার ।

ইউরোপ সেরা হওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে প্য়ারিস সাঁ জাঁ । তনে লিয়ঁ ম্যাচের পারফরমেন্স খুশি করতে পারেনি দর্শকদের । খুশি নন কোচও । এদিকে সেন্ট এতিয়েঁ ম্যাচে চোট পাওয় কিলিয়ান এমবাপ্পে এনেকটাই সুস্থ । তাঁর গোড়ালিতে সামান্য ব্যাথা রয়েছে । 12 অগাস্ট আটলান্টার বিরুদ্ধে তিনি নামতে পারবেন বলে মনে করছে PSG শিবির ।

প্যারিস, 1 অগাস্ট : সাডেন ডেথে পাবলো সারবিয়ার স্পট কিকে ফ্রান্সের লিগ কাপের ফাইনালে লিয়ঁ কে হারাল প্যারিস সাঁ জাঁ । ফ্রেঞ্চ লিগ ওয়ান , ফ্রেঞ্চ কাপের পর ফ্রেঞ্চ লিগ কাপ জিতে ঘরোয়া ট্রেবল পূর্ণ করল ফ্রেঞ্চ জায়ান্টরা । সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়িয়ে রাখল থমাস টুসেলের ছেলেরা ।

ফ্রান্সে ফাইনালের নির্ধারিত সময় শেষ হয় গোল শূন্য ফলে । অতিরিক্ত সময়ের শেষেও ফলাফল থাকে 0-0 । ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে । প্যরিস সাঁ জাঁ ও লিয় নিরারিত 5 টি কিক থেকে গোল করে । ফলে ম্যাচ নিস্পত্তির জন্য সাডেন ডেথ ছাড়া উপায় ছিল না ।

সাডেন ডেথে লিয়ঁর হয়ে প্রথম কিকটি নেন বাট্রান্ড টারোরে । তাঁর কিকটি আটকে দেন PSG-র গোলরক্ষক কেইলর নাভাস । এরপর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে PSG কে জয় এনে দেন পাবলো সারবিয়ার । ফ্রেঞ্চ কাপ ফাইনালে সেন্ট এটিয়েঁ ১-০ ব্যবধানে পরাজিত করার এক সপ্তাহের মধ্যে ফ্রেঞ্চ লিগ কাপ জিত PSG ।

লিয়ঁর বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই প্যারিস সাঁ জাঁর খেলায় কিলিয়ান এমবাপ্পে অভাব দেখা যাচ্ছিল । নেইমার একার প্রচেষ্টায় সেই অভাব ঢাকতে পারেননি । ম্যাচের নির্ধারিত সময়ের প্রথমার্ধে একার প্রচেষ্টায় বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার ।

ইউরোপ সেরা হওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে প্য়ারিস সাঁ জাঁ । তনে লিয়ঁ ম্যাচের পারফরমেন্স খুশি করতে পারেনি দর্শকদের । খুশি নন কোচও । এদিকে সেন্ট এতিয়েঁ ম্যাচে চোট পাওয় কিলিয়ান এমবাপ্পে এনেকটাই সুস্থ । তাঁর গোড়ালিতে সামান্য ব্যাথা রয়েছে । 12 অগাস্ট আটলান্টার বিরুদ্ধে তিনি নামতে পারবেন বলে মনে করছে PSG শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.