কলকাতা, 28 এপ্রিল : "এশিয়ার পেলে" পুঙ্গম কান্নান আর নেই । আজ বিকেলে বাঙুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 80 ।
গত বছর থেকেই অসুস্থ ছিলেন তিনপ্রধানে খেলা এই ফুটবলার । পা ফুলে গেছিল । ঠিক করে হাঁটতেও পারতেন না । ছিল হার্টের সমস্যাও । এরপর চলতি বছর 7 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তেঘরিয়ার একটি নার্সিংহোমে ভরতি হন । পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বাঙুর হাসপাতালে ।
কান্নানের আর্থিক অবস্থা ছিল শোচনীয় । তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মোহনবাগান সচিব টুটু বসু । চিকিৎসার জন্য 50 হাজার টাকা দিয়েছিলেন তিনি । মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরাও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন । কিন্তু, অনেকেই কথা দিয়েও রাখেননি । সহ-ফুটবলারদের অনেকেই তাঁকে দেখতে আসেননি । যা নিয়ে মনে মনে কষ্টও পেতেন কান্নান । আর আজ কষ্ট, অভিমান সব মনে নিয়েই চিরঘুমের দেশে পাড়ি দিলেন এশিয়ার পেলে ।