ETV Bharat / sports

পেনাল্টি পেতে ধর্ষণ করতে হবে, কুরুচিকর মন্তব্য করে বরখাস্ত ওড়িশার কোচ - Odisha FC sack coach for rape remark

67 বছরের কোচের এমন কুরুচিকর মন্তব্যে হইচই পড়ে যায় ৷

stuart baxter
stuart baxter
author img

By

Published : Feb 3, 2021, 9:17 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোচ নিয়ে আইএসএলের মঞ্চে বিতর্কের ঝড় ৷ ম্যাচের পর কুরুচিকর মন্তব্য করে বরখাস্ত হলেন ওড়িশা এফসির কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার ৷ রেফারির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে 'ধর্ষণ'-এর প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি ৷ নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেও বরখাস্ত হওয়ার পর ভারতীয় ফুটবল সম্পর্কে ক্ষোভপ্রকাশ করে গেছেন ব্যাক্সটার ৷

ঘটনার সূত্রপাত সোমবারের ম্যাচে ৷ সেদিন জামসেদপুর এফসির বিরুদ্ধে 0-1 ব্যবধানে হারে ওড়িশা ৷ ম্যাচে টিপি রেহনেশ ফাউল করেছিলেন ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিওকে ৷ যদিও রেফারি পেনাল্টির আবেদন খারিজ করে দেন ৷ পেনাল্টি না দেওয়ায় ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোচ স্টায়ার্ট ব্যাক্সটার ৷ বলেন, "জানি না কীভাবে আমরা পেনাল্টি পাব ৷ পেনাল্টি আদায় করতে হলে হয়ত দলের কাউকে ধর্ষিত হতে হবে কিংবা কারও ধর্ষণ করতে হবে ৷"

  • Odisha FC has decided to terminate Head Coach, Stuart Baxter's contract with immediate effect.

    The interim coach for the remainder of the season will be announced soon.#OdishaFC pic.twitter.com/FcrMPCDn5h

    — Odisha FC (@OdishaFC) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কাজ কঠিন হয়ে গেল, মানছেন রবি ফাওলার

67 বছরের কোচের এমন কুরুচিকর মন্তব্যে হইচই পড়ে যায় ৷ বেগতিক দেখে ক্লাবের তরফে ক্ষমা চাওয়া হয় ৷ তার একদিন পরই ব্যক্সটারকে বরখাস্ত করল ওড়িশা এফসি ৷ এমনিতেও লিগে ওড়িশার পারফরম্যান্স বলার মতো নয় ৷ 14টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে তারা ৷ পয়েন্ট তালিকার 11তম স্থানে রয়েছে তারা ৷

এদিকে বরখাস্ত হওয়ার পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ব্যক্সটার ৷ কিন্তু ভারতীয় ফুটবল সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন ৷ বলেছেন, ফুটবল বিশ্বকাপ খেলতে আরও কুড়ি বছর লাগবে ভারতের ৷

দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোচ নিয়ে আইএসএলের মঞ্চে বিতর্কের ঝড় ৷ ম্যাচের পর কুরুচিকর মন্তব্য করে বরখাস্ত হলেন ওড়িশা এফসির কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার ৷ রেফারির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে 'ধর্ষণ'-এর প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি ৷ নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেও বরখাস্ত হওয়ার পর ভারতীয় ফুটবল সম্পর্কে ক্ষোভপ্রকাশ করে গেছেন ব্যাক্সটার ৷

ঘটনার সূত্রপাত সোমবারের ম্যাচে ৷ সেদিন জামসেদপুর এফসির বিরুদ্ধে 0-1 ব্যবধানে হারে ওড়িশা ৷ ম্যাচে টিপি রেহনেশ ফাউল করেছিলেন ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিওকে ৷ যদিও রেফারি পেনাল্টির আবেদন খারিজ করে দেন ৷ পেনাল্টি না দেওয়ায় ম্যাচের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোচ স্টায়ার্ট ব্যাক্সটার ৷ বলেন, "জানি না কীভাবে আমরা পেনাল্টি পাব ৷ পেনাল্টি আদায় করতে হলে হয়ত দলের কাউকে ধর্ষিত হতে হবে কিংবা কারও ধর্ষণ করতে হবে ৷"

  • Odisha FC has decided to terminate Head Coach, Stuart Baxter's contract with immediate effect.

    The interim coach for the remainder of the season will be announced soon.#OdishaFC pic.twitter.com/FcrMPCDn5h

    — Odisha FC (@OdishaFC) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কাজ কঠিন হয়ে গেল, মানছেন রবি ফাওলার

67 বছরের কোচের এমন কুরুচিকর মন্তব্যে হইচই পড়ে যায় ৷ বেগতিক দেখে ক্লাবের তরফে ক্ষমা চাওয়া হয় ৷ তার একদিন পরই ব্যক্সটারকে বরখাস্ত করল ওড়িশা এফসি ৷ এমনিতেও লিগে ওড়িশার পারফরম্যান্স বলার মতো নয় ৷ 14টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে তারা ৷ পয়েন্ট তালিকার 11তম স্থানে রয়েছে তারা ৷

এদিকে বরখাস্ত হওয়ার পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ব্যক্সটার ৷ কিন্তু ভারতীয় ফুটবল সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন ৷ বলেছেন, ফুটবল বিশ্বকাপ খেলতে আরও কুড়ি বছর লাগবে ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.