কলকাতা, 31 অগাস্ট : প্রতিপক্ষ কোচের সামনে দল সম্পর্কিত অস্বস্তিকর প্রশ্নেও খোলস ছাড়লেন না মোহনবাগান কোচ । স্বদেশীয় আলেয়ান্দ্রোর সঙ্গে কুশল বিনিময় ছাড়া সেভাবে কথা হয়নি । সংবাদমাধ্যম তাঁর দলের দুর্বলতা নিয়ে যখন প্রশ্ন করছে, আর তা ডেপুটি কোকোর মাধ্যমে নোটবুকে তুলে নিচ্ছেন, তা দেখেও রণকৌশল নিয়ে মুখ খুললেন না মোহনবাগান কোচ ৷
কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার তা প্রত্যক্ষ করার সুযোগ । যার জন্য তিনি মুখিয়ে রয়েছেন । এই কয়েক দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন, প্রত্যেক ফুটবলার এই ম্যাচটি খেলতে মুখিয়ে থাকেন । কোচেরা এই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চান । তাই আশা করছেন, ভালো একটা ম্যাচ অপেক্ষা করছে ।
আলেয়ান্দ্রো যখন দল নিয়ে ঘেরাটোপে তখন মোহনবাগান কোচ প্র্যাকটিস দেখার উপর নিষেধাজ্ঞা জারি করলেন না । এব্যাপারে তিনি তাঁর আদর্শ বিয়েলসাকেই অনুসরণ করে চলেন ৷ তবে ইস্টবেঙ্গল কোচ যে স্পেনের অন্যান্য ক্লাবের কোচেদের মতো দল নিয়ে ঘেরাটোপে থাকা পছন্দ করেন, তাতে দোষ দেখেন না কিবু ভিকুনা ।
মোহনবাগানের ভালো ফুটবলের নেপথ্যে দলের চার ফুটবলারের ভালো পারফরমেন্স। অন্যদিকে ইস্টবেঙ্গলের সাফল্য লুকিয়ে কোলাডোর পায়ে। স্প্যানিশ ফুটবলারকে ভালো বলার পাশাপাশি প্রতিপক্ষ দলের অন্য ফুটবলারদের প্রশংসাও করলেন তিনি । সমান গুরুত্ব দিতে চান তাঁদেরও ।
প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের দল যে ব্যাকফুটে নয় তা জানাতে ভোলেননি মোহনবাগান কোচ । তাই রবিবার সুন্দর এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই জানিয়ে রাখলেন ।