ETV Bharat / sports

শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

নির্দিষ্ট কোনও খেলোয়াড় নন, বরং পুরো ইস্টবেঙ্গলকেই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷

কিবু ভিকুনা
author img

By

Published : Aug 31, 2019, 4:04 AM IST

কলকাতা, 31 অগাস্ট : প্রতিপক্ষ কোচের সামনে দল সম্পর্কিত অস্বস্তিকর প্রশ্নেও খোলস ছাড়লেন না মোহনবাগান কোচ । স্বদেশীয় আলেয়ান্দ্রোর সঙ্গে কুশল বিনিময় ছাড়া সেভাবে কথা হয়নি । সংবাদমাধ্যম তাঁর দলের দুর্বলতা নিয়ে যখন প্রশ্ন করছে, আর তা ডেপুটি কোকোর মাধ্যমে নোটবুকে তুলে নিচ্ছেন, তা দেখেও রণকৌশল নিয়ে মুখ খুললেন না মোহনবাগান কোচ ৷

কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার তা প্রত্যক্ষ করার সুযোগ । যার জন্য তিনি মুখিয়ে রয়েছেন । এই কয়েক দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন, প্রত্যেক ফুটবলার এই ম্যাচটি খেলতে মুখিয়ে থাকেন । কোচেরা এই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চান । তাই আশা করছেন, ভালো একটা ম্যাচ অপেক্ষা করছে ।

আলেয়ান্দ্রো যখন দল নিয়ে ঘেরাটোপে তখন মোহনবাগান কোচ প্র্যাকটিস দেখার উপর নিষেধাজ্ঞা জারি করলেন না । এব্যাপারে তিনি তাঁর আদর্শ বিয়েলসাকেই অনুসরণ করে চলেন ৷ তবে ইস্টবেঙ্গল কোচ যে স্পেনের অন্যান্য ক্লাবের কোচেদের মতো দল নিয়ে ঘেরাটোপে থাকা পছন্দ করেন, তাতে দোষ দেখেন না কিবু ভিকুনা ।

মোহনবাগানের ভালো ফুটবলের নেপথ্যে দলের চার ফুটবলারের ভালো পারফরমেন্স। অন্যদিকে ইস্টবেঙ্গলের সাফল্য লুকিয়ে কোলাডোর পায়ে। স্প্যানিশ ফুটবলারকে ভালো বলার পাশাপাশি প্রতিপক্ষ দলের অন্য ফুটবলারদের প্রশংসাও করলেন তিনি । সমান গুরুত্ব দিতে চান তাঁদেরও ।

প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের দল যে ব্যাকফুটে নয় তা জানাতে ভোলেননি মোহনবাগান কোচ । তাই রবিবার সুন্দর এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই জানিয়ে রাখলেন ।

কলকাতা, 31 অগাস্ট : প্রতিপক্ষ কোচের সামনে দল সম্পর্কিত অস্বস্তিকর প্রশ্নেও খোলস ছাড়লেন না মোহনবাগান কোচ । স্বদেশীয় আলেয়ান্দ্রোর সঙ্গে কুশল বিনিময় ছাড়া সেভাবে কথা হয়নি । সংবাদমাধ্যম তাঁর দলের দুর্বলতা নিয়ে যখন প্রশ্ন করছে, আর তা ডেপুটি কোকোর মাধ্যমে নোটবুকে তুলে নিচ্ছেন, তা দেখেও রণকৌশল নিয়ে মুখ খুললেন না মোহনবাগান কোচ ৷

কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার তা প্রত্যক্ষ করার সুযোগ । যার জন্য তিনি মুখিয়ে রয়েছেন । এই কয়েক দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন, প্রত্যেক ফুটবলার এই ম্যাচটি খেলতে মুখিয়ে থাকেন । কোচেরা এই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চান । তাই আশা করছেন, ভালো একটা ম্যাচ অপেক্ষা করছে ।

আলেয়ান্দ্রো যখন দল নিয়ে ঘেরাটোপে তখন মোহনবাগান কোচ প্র্যাকটিস দেখার উপর নিষেধাজ্ঞা জারি করলেন না । এব্যাপারে তিনি তাঁর আদর্শ বিয়েলসাকেই অনুসরণ করে চলেন ৷ তবে ইস্টবেঙ্গল কোচ যে স্পেনের অন্যান্য ক্লাবের কোচেদের মতো দল নিয়ে ঘেরাটোপে থাকা পছন্দ করেন, তাতে দোষ দেখেন না কিবু ভিকুনা ।

মোহনবাগানের ভালো ফুটবলের নেপথ্যে দলের চার ফুটবলারের ভালো পারফরমেন্স। অন্যদিকে ইস্টবেঙ্গলের সাফল্য লুকিয়ে কোলাডোর পায়ে। স্প্যানিশ ফুটবলারকে ভালো বলার পাশাপাশি প্রতিপক্ষ দলের অন্য ফুটবলারদের প্রশংসাও করলেন তিনি । সমান গুরুত্ব দিতে চান তাঁদেরও ।

প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের দল যে ব্যাকফুটে নয় তা জানাতে ভোলেননি মোহনবাগান কোচ । তাই রবিবার সুন্দর এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই জানিয়ে রাখলেন ।

Intro:প্রতিপক্ষ কোচের সামনে দল সম্পর্কিত অস্বস্তিকর প্রশ্নবান শুনেও মোহনবাগান কোচ খোলস ছাড়লেন না। স্বদেশীয় আলেয়ান্দ্রোর সঙ্গে কুশল বিনিময় ছাড়া সেভাবে বাক্য বিনিময় হয়নি। সংবাদ মাধ্যম তার দলের দূর্বলতা নিয়ে প্রশ্ন করছে, আর তা ডেপুটি কোকোর মাধ্যমে নোটবুকে তুলে নিচ্ছেন দেখেও মোহনবাগান কোচ কৌশল দাতের ফাক করলেন না।
আলেয়ান্দ্রোর মত তিনিও স্প্যানিশ তারকা এনরিকের সন্তান বিয়োগে বিষন্ন।
কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন। এবার তা প্রত্যক্ষ করার সুযোগ। যার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এই কয়েক দিনের অভিঞ্জতায় বুঝতে পেরেছেন প্রতিটি ফুটবলার এই ম্যাচটি খেলতে মুখিয়ে থাকেন।কোচেরা এই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে চান।তাই আশা করছেন ভালো একটা ম্যাচ অপেক্ষা করছে।
আলেয়ান্দ্রো যখন দল নিয়ে ঘেরাটোপে। তখন মোহনবাগান কোচ প্র্যাকটিস দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেন না। এব্যাপারে তিনি তার আদর্শ কোচ বিয়েলসা পন্থী।তবে ইস্টবেঙ্গল কোচ যে স্পেনের অন্যান্য ক্লাব কোচেদের মত দল নিয়ে ঘেরাটোপে থাকা পছন্দ করেন, তাতে দোষ দেখেন না কিবু ভিকুনা।
মোহনবাগানের ভালো ফুটবলের নেপথ্যে দলের চার ফুটবলারের ভালো পারফরম্যান্স। অন্য দিকে ইস্টবেঙ্গলের সাফল্য লুকিয়ে কোলাডো র পায়ে। স্প্যানিশ ফুটবলার কে ভালো বলার সঙ্গে প্রতিপক্ষ দলের অন্যান্য ভালো ফুটবলারদের প্রসংশা করলেন।তাই তাদেরও সমান গুরুত্ব দিতে চান।
প্রতিপক্ষ কে এগিয়ে রাখলেও নিজের দল যে ব্যাকফুটে নয় তা জানাতে ভোলেননি মোহনবাগান কোচ। তাই রবিবার সুন্দর এবং হাড্ডাহাড্ডি ম্যাচের কথা শুনিয়ে রাখলেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে ডার্বি টসের কয়েন উদ্বোধন হল। সোনার কয়েনটি ম্যাচের সেরার হাতে পুরস্কার সরূপ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত চিত্রতারকা দেব ভালো উপভোগ্য ফুটবলের পক্ষে অনুরোধ করলেন।



Body:কিবু


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.