ETV Bharat / sports

হারলেও হতাশ নন, শেষ চারের আশায় জয়ের খোঁজে ফাওলার

author img

By

Published : Jan 23, 2021, 8:10 PM IST

ইস্টবেঙ্গলের প্রত্যেক ফুটবলারকে অনেক বেশি ফিট এবং শক্তিশালী দেখিয়েছে বলে জানিয়েছেন রবি ফাওলার। তাই হারের ধাক্কায় হতাশ হলেও, দলের সামগ্রিক লড়াকু মানসিকতায় আশার আলো দেখছেন তিনি। প্রতিবার মাঠে নেমে তাঁরা জেতার চেষ্টা করেছেন। মুখ থুবড়ে পড়লে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। গত আট ম্যাচে প্রথমবার হেরেছে তাঁর দল। খুব শীঘ্রই জয়ের রাস্তায় তাঁর দল ফিরবে বলে জানিয়েছেন ফাওলার।

no-disapointment for coach ravi fowler on loss in mumbai match
হারলেও হতাশ নন, শেষচারের আশায় জয়ের খোঁজে ফাওলার

কলকাতা, 23 জানুয়ারি : হারের হতাশা রয়েছে, একই সঙ্গে দলের চোয়াল চাপা লড়াই নিয়ে গর্ব রয়েছে রবি ফাওলারের। সাত ম্যাচ পর পরাজয়ের ধাক্কা। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির কাছে পরাজিত হলেও বিরতির পরে দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গলের একপেশে লড়াই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে । লাল হলুদ হেডস্যার বলছেন, "ম্যাচ জিততে না পারলেও পারফরম্যান্সে আমি গর্বিত। এককথায় অলরাউন্ড পারফরম্যান্স করে দেখিয়েছে ফুটবলাররা। বল পজ়িশন কতটা রাখতে পারি তা দেখিয়েছে দল।"

ইস্টবেঙ্গলের প্রত্যেক ফুটবলারকে অনেক বেশি ফিট এবং শক্তিশালী দেখিয়েছে বলে জানিয়েছেন রবি ফাওলার। তাই হারের ধাক্কায় হতাশ হলেও দলের সামগ্রিক লড়াকু মানসিকতায় আশার আলো দেখছেন তিনি। প্রতিবার মাঠে নেমে তাঁরা জেতার চেষ্টা করেছেন। মুখ থুবড়ে পড়লে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। গত আট ম্যাচে প্রথমবার হেরেছে তাঁর দল। খুব শীঘ্রই জয়ের রাস্তায় তাঁর দল ফিরবে বলে জানিয়েছেন ফাওলার। টুর্নামেন্ট যত এগোবে ততই লড়াই কঠিন হবে। তাই হাল না ছেড়ে, নতুনভাবে স্ট্যান্স নেওয়ার কথা বলছেন ব্রিটিশ কোচ।

আরও পড়ুন : সাত ম্যাচ পর হার ইস্টবেঙ্গলের, শীর্ষে মুম্বই

তিনি বলেন, "পয়েন্ট টেবিলের মাঝামাঝি এবং নিচের দিকের দলগুলোর মধ্যে ব্যবধান কম। দু-একটা ভালো পারফরম্যান্সে ছবিটা বদলে যাবে। আমরা প্লে’অফের লড়াইয়ে চলে আসব। তাই টুর্নামেন্টে আশা শেষ হয়ে যায়নি। বরং সামনে চ্যালেঞ্জ রয়েছে, তা সামলাতে আমরা তৈরি ," ঘোষণা রবি ফাওলারের। 29 জানুয়ারি শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। তার আগে ত্রুটি সারিয়ে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল কোচ।

কলকাতা, 23 জানুয়ারি : হারের হতাশা রয়েছে, একই সঙ্গে দলের চোয়াল চাপা লড়াই নিয়ে গর্ব রয়েছে রবি ফাওলারের। সাত ম্যাচ পর পরাজয়ের ধাক্কা। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির কাছে পরাজিত হলেও বিরতির পরে দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গলের একপেশে লড়াই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে । লাল হলুদ হেডস্যার বলছেন, "ম্যাচ জিততে না পারলেও পারফরম্যান্সে আমি গর্বিত। এককথায় অলরাউন্ড পারফরম্যান্স করে দেখিয়েছে ফুটবলাররা। বল পজ়িশন কতটা রাখতে পারি তা দেখিয়েছে দল।"

ইস্টবেঙ্গলের প্রত্যেক ফুটবলারকে অনেক বেশি ফিট এবং শক্তিশালী দেখিয়েছে বলে জানিয়েছেন রবি ফাওলার। তাই হারের ধাক্কায় হতাশ হলেও দলের সামগ্রিক লড়াকু মানসিকতায় আশার আলো দেখছেন তিনি। প্রতিবার মাঠে নেমে তাঁরা জেতার চেষ্টা করেছেন। মুখ থুবড়ে পড়লে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। গত আট ম্যাচে প্রথমবার হেরেছে তাঁর দল। খুব শীঘ্রই জয়ের রাস্তায় তাঁর দল ফিরবে বলে জানিয়েছেন ফাওলার। টুর্নামেন্ট যত এগোবে ততই লড়াই কঠিন হবে। তাই হাল না ছেড়ে, নতুনভাবে স্ট্যান্স নেওয়ার কথা বলছেন ব্রিটিশ কোচ।

আরও পড়ুন : সাত ম্যাচ পর হার ইস্টবেঙ্গলের, শীর্ষে মুম্বই

তিনি বলেন, "পয়েন্ট টেবিলের মাঝামাঝি এবং নিচের দিকের দলগুলোর মধ্যে ব্যবধান কম। দু-একটা ভালো পারফরম্যান্সে ছবিটা বদলে যাবে। আমরা প্লে’অফের লড়াইয়ে চলে আসব। তাই টুর্নামেন্টে আশা শেষ হয়ে যায়নি। বরং সামনে চ্যালেঞ্জ রয়েছে, তা সামলাতে আমরা তৈরি ," ঘোষণা রবি ফাওলারের। 29 জানুয়ারি শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। তার আগে ত্রুটি সারিয়ে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল কোচ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.