কলকাতা, 16 ডিসেম্বর: শুরু থেকেই চালিয়ে খেলছে শীত। অগ্রহায়ণের শেষভাগ থেকে পৌষের শুরু, বঙ্গে শীত টি-20 মেজাজে। পারদ পতন লক্ষণীয়ভাবে হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পারদ পতনে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের সঙ্গে পাল্লা দিয়েছে। এই পরিস্থিতি কার্যত সপ্তাহজুড়ে চলবে। 21 ডিসেম্বরের পর থেকে শীতের দাপট আপাতত কমবে ৷ কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ তবে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব বঙ্গে পড়বে না।
সোমবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় রৌদ্রজ্বল ৷ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে ফের বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আগামী 6 দিন রাজ্যের কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ তবে 21 তারিখ কেবলমাত্র দার্জিলিং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় অতিহালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা দুই বঙ্গেই 17 থেক 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷ বড় পরিবর্তন নেই। 21 তারিখ থেকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে ৷”
শৈতপ্রবাহের পরিস্থিতি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে রবিবার হলেও চলতি সপ্তাহে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে কনকনে শীত উপভোগ করছে বাংলা। গতবছর ডিসেম্বর এতটা শীত জড়ানো ছিল না। সেদিক থেকে ডিসেম্বরে এই ঠান্ডার কামড় বেশ কিছু বছর পরে দেখা যাচ্ছে ৷ প্রসঙ্গত, ডিসেম্বরে কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নামারও নজির রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও এর প্রভাব বঙ্গে পড়বে না ৷ কারণ নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকুলের দিকে ৷ তবে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করবে। যার জেরে পারদ পতনে রাশ টানতে পারে। যা পরিস্থিতি তাতে হয়তো আসন্ন ক্রিসমাস উষ্ণ আবহাওয়ায় হতে পারে ৷ যদিও বড়দিনে রাজ্যে আবহ কতটা শীত জড়ানো হবে, সে ব্যাপারে এখনই কোনও ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতর দেয়নি।
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি নীচে ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ।