ETV Bharat / sports

মোহনবাগানে সই করলেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা

চ্যালেঞ্জ নিতেই মোহনবাগানে সই । জানালেন সালভার ।

mb
author img

By

Published : Jun 19, 2019, 9:14 PM IST

Updated : Jun 19, 2019, 9:54 PM IST

কলকাতা, 19 জুন : দ্বিতীয় বিদেশি হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করাল মোহনবাগান । সালভাদোর পেরেজ মার্টিনেজ নামের এই স্ট্রাইকার গ্রিসের ডোক্সা ড্রামা FC থেকে কলকাতায় খেলতে আসছেন ।

29 বছর বয়সি ফরোয়ার্ড স্পেনের ওরিহুয়েলায় সালভা চামোরো নামে জনপ্রিয় । তবে নিজের ফুটবল কেরিয়ার স্পেনের ভিলারিয়াল ক্লাবে প্রথম খেলা শুরু করেছিলেন । 2008 থেকে 2012 সাল পর্যন্ত ভিলারিয়ালের বি ও সি দলে খেলেছেন । 2016 সালে বার্সেলোনা বি দলে খেলেছেন । 2013-14 মরসুমে ইউলাগোতেরাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন । 11টি গোল করেছিলেন সালভাদোর পেরেজ মার্টিনেজ । শুধু স্পেন নয় পর্তুগাল, গ্রিস, হংকংয়েও খেলেছেন । মোহনবাগান কোচ কিবু ভিকুনা স্পেনের এই স্ট্রাইকারকে পছন্দ করেছেন ।

মোহনবাগানে সই করার পরে স্পেনের এই নয়া স্ট্রাইকার বলেছেন, "চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি । কিবুর সঙ্গে কথা বলার পরে ও মোহনবাগান সম্পর্কে খবর নেওয়ার পরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি । কোচ কিবু ভিকুনার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি ।" নয়া স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের পর মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, "নতুন স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের খবরে আমরা খুশি । তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী ।"

কলকাতা, 19 জুন : দ্বিতীয় বিদেশি হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করাল মোহনবাগান । সালভাদোর পেরেজ মার্টিনেজ নামের এই স্ট্রাইকার গ্রিসের ডোক্সা ড্রামা FC থেকে কলকাতায় খেলতে আসছেন ।

29 বছর বয়সি ফরোয়ার্ড স্পেনের ওরিহুয়েলায় সালভা চামোরো নামে জনপ্রিয় । তবে নিজের ফুটবল কেরিয়ার স্পেনের ভিলারিয়াল ক্লাবে প্রথম খেলা শুরু করেছিলেন । 2008 থেকে 2012 সাল পর্যন্ত ভিলারিয়ালের বি ও সি দলে খেলেছেন । 2016 সালে বার্সেলোনা বি দলে খেলেছেন । 2013-14 মরসুমে ইউলাগোতেরাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন । 11টি গোল করেছিলেন সালভাদোর পেরেজ মার্টিনেজ । শুধু স্পেন নয় পর্তুগাল, গ্রিস, হংকংয়েও খেলেছেন । মোহনবাগান কোচ কিবু ভিকুনা স্পেনের এই স্ট্রাইকারকে পছন্দ করেছেন ।

মোহনবাগানে সই করার পরে স্পেনের এই নয়া স্ট্রাইকার বলেছেন, "চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি । কিবুর সঙ্গে কথা বলার পরে ও মোহনবাগান সম্পর্কে খবর নেওয়ার পরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি । কোচ কিবু ভিকুনার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি ।" নয়া স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের পর মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, "নতুন স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের খবরে আমরা খুশি । তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী ।"

Intro:মোহনবাগানের নতুন স্ট্রাইকার স্পেনের সালভা

কলকাতা,১৯ জুনঃ দ্বিতীয় বিদেশি হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করালো মোহনবাগান। সালভাদোর পেরেজ মার্টিনেজ নামের এই স্ট্রাইকার গ্রীসের ডোক্সা ড্রামা এফসি থেকে কলকাতায় খেলতে আসছেন। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড স্পেনের ওরিহুয়েলায় সালভা চামোরো নামে জনপ্রিয়। তবে নিজের ফুটবল কেরিয়ার স্পেনের ভিলারিয়াল ক্লাবে প্রথম খেলা শুরু করেছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল অবধি ভিলারিয়ালের বি ও সি দলে খেলেছেন। ২০১৬ সালে বার্সেলোনা বি দল মূলত স্পেনের দ্বিতীয় ডিভিশনর ক্লাব। ২০১৩—১৪ মরসুমে ইউলাগোতেরাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। এগারোটি গোল করেছিলেন সালভাদোর পেরেজ মার্টিনেজ। শুধু স্পেন নয় পর্তুগাল, গ্রীস, হংকংয়েও খেলেছেন। মোহনবাগান কোচ কিবু ভিকুনা স্পেনের এই স্ট্রাইকারকে পছন্দ করেছেন। মোহনবাগানে সই করার পরে স্পেনের এই নয়া স্ট্রাইকার বলেছেন “চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। কিবুর সঙ্গে কথা বলার পরে ও মোহনবাগান সম্পর্কে খবর নেওয়ার পরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কোচ কিবু ভিকুনার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি। ” নয়া স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের পর মোহনবাগানের অর্থসচিব বলেছেন নতুন স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের খবরে আমরা খুশি। তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী।Body:MbConclusion:
Last Updated : Jun 19, 2019, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.