ETV Bharat / sports

ইয়ং এলিফ্যান্ট এফসির বিরুদ্ধে হেরে গেল মোহনবাগান - মোহনবাগান বনাম ইয়ং এলিফ্যান্ট

শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের প্রথম ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দিল লাওসের ইয়ং এলিফ্যান্ট ৷ এগিয়ে গিয়েও হেরে গেল কিবু ভিকুনার ছেলেরা ।

mb
author img

By

Published : Oct 20, 2019, 11:22 PM IST

Updated : Oct 20, 2019, 11:38 PM IST

চট্টগ্রাম, ২০ অক্টোবর : রোগ সারেনি মোহনবাগানের । এগিয়ে গিয়েও হেরে গেল কিবু ভিকুনার ছেলেরা । শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের প্রথম ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দিল লাওসের ইয়ং এলিফ্যান্ট ৷ ম্যাচের শুরু থেকেই নিয়ে ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড । কিন্তু ম্যাচের শেষ লগ্নে বেইতিয়ার পেনাল্টি মিস ও কাউন্টার অ্যাটাকে গোল হজম করায় সব হিসেব উলটে যায় ।

ম্যাচের প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল মোহনবাগানই । 17 মিনিটে ফ্রান মোরান্তের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন ইয়ং এলিফ্যান্ট গোলরক্ষক জয়সাভাতে । কর্নার নেন জোসেবা বেইতিয়া । কর্নার থেকে গোল করেন আর এক স্পেনীয় জুলেন কলিনাস । গোল হজম করার পর নিজেদের ফরমেশনে পরিবর্তন আনে ইয়ং এলিফ্যান্ট ৷ 4-3-3 ছকে আক্রমণ বাড়াতে থাকে এলিফ্যান্ট শিবির ৷

43 মিনিটে সমতয়ায় পেরে এলিফ্যান্ট শিবির ৷ বাগান গোলরক্ষক দেবজিতকে বোকা বানিয়ে ছান্তাচোনের থ্রু ধরে গোল করেন সোমজাই কিওনাম । ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি পায় মোহনবাগান । জয়সাভাতে আবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন । আটকে দেন বেইতিয়ার শট ৷ এরপর কাউন্টার অ্যাটাকে এলিফ্যান্টের জয়সূচক গোল করেন সোমজাই ।

চট্টগ্রাম, ২০ অক্টোবর : রোগ সারেনি মোহনবাগানের । এগিয়ে গিয়েও হেরে গেল কিবু ভিকুনার ছেলেরা । শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের প্রথম ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দিল লাওসের ইয়ং এলিফ্যান্ট ৷ ম্যাচের শুরু থেকেই নিয়ে ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড । কিন্তু ম্যাচের শেষ লগ্নে বেইতিয়ার পেনাল্টি মিস ও কাউন্টার অ্যাটাকে গোল হজম করায় সব হিসেব উলটে যায় ।

ম্যাচের প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল মোহনবাগানই । 17 মিনিটে ফ্রান মোরান্তের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন ইয়ং এলিফ্যান্ট গোলরক্ষক জয়সাভাতে । কর্নার নেন জোসেবা বেইতিয়া । কর্নার থেকে গোল করেন আর এক স্পেনীয় জুলেন কলিনাস । গোল হজম করার পর নিজেদের ফরমেশনে পরিবর্তন আনে ইয়ং এলিফ্যান্ট ৷ 4-3-3 ছকে আক্রমণ বাড়াতে থাকে এলিফ্যান্ট শিবির ৷

43 মিনিটে সমতয়ায় পেরে এলিফ্যান্ট শিবির ৷ বাগান গোলরক্ষক দেবজিতকে বোকা বানিয়ে ছান্তাচোনের থ্রু ধরে গোল করেন সোমজাই কিওনাম । ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি পায় মোহনবাগান । জয়সাভাতে আবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন । আটকে দেন বেইতিয়ার শট ৷ এরপর কাউন্টার অ্যাটাকে এলিফ্যান্টের জয়সূচক গোল করেন সোমজাই ।

Intro:হার দিয়ে পদ্মাপাড়ে যাত্রা শুরুসবুজ মেরুনের


নিজস্ব প্রতিবেদন,২০অক্টোবরঃ রোগ সারেনি মোহনবাগানের। তাই এগিয়ে গিয়েও হার সঙ্গী কিবু ভিকুনার। শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপের প্রথম ম্যাচে লাওসের ইয়ং এলিফ্যান্টের কাছে ২-১ গোলে হেরে গেল মোহনবাগান। শুরু থেকেই স্বদেশীদের নিয়ে গড়া ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ম্যাচের শেষ লগ্নে বেইতিয়ার পেনাল্টি মিস ও কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ায় সব হিসেব উল্টে যায়।যদিও ম্যাচের প্রথম দিকে এগিয়ে যায় সবুজ মেরুন। ১৭ মিনিটে ফ্রান মোরান্তের শট বাঁচিয়ে দেন গোলরক্ষক জয়সাভাতে।এরফলে কর্নার পায় সবুজ মেরুন। কর্নার নেন জোসেবা বেইতিয়া। দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন আর এক স্প্যানিশ জুলেন কলিনাস।

গোল খাওয়ার পর নিজেদের ফর্মেশনে পরিবর্তন আনেন ইয়ং এলিফ্যান্ট কোচ সেলভরাজ সালাম। ৪-৩-৩ ছকে যেতেই আক্রমনে ফিরতে থাকে লাওসের ক্লাবটি। বেশ কয়েকবার দূর থেকে শট নেন চিৎপাসঙ। যদিও সতর্ক ছিলেন দেবজিত। ফলে বিপদ হয়নি।

৩৭ মিনিটে জয়সাভাতে নিশ্চিত গোল বাঁচান। শেখ সাহিলের লম্বা বাড়ান বল দারুন হেড করেন সালভা চামোরো। কিন্তু তা বাঁচান এলিফ্যান্ট গোলরক্ষক।

এরপর আক্রমন তুলে আনতে থাকে লাওসের ক্লাবটি। ৪৩ মিনিটে সমতা ফেরায় তারা। দেবজিতকে বোকা বানিয়ে ছান্তাচোনের দারুন থ্রু ধরে গোল করে যান সোমজাই কিওনাম।
ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি পায় মোহনবাগান। জয়সাভাতে আবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন।

এরপর কাউন্টার অ্যাটাকে দলের জয়সূচক গোল করেন সোমজাই।Body:MbConclusion:
Last Updated : Oct 20, 2019, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.