চট্টগ্রাম, ২০ অক্টোবর : রোগ সারেনি মোহনবাগানের । এগিয়ে গিয়েও হেরে গেল কিবু ভিকুনার ছেলেরা । শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের প্রথম ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দিল লাওসের ইয়ং এলিফ্যান্ট ৷ ম্যাচের শুরু থেকেই নিয়ে ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড । কিন্তু ম্যাচের শেষ লগ্নে বেইতিয়ার পেনাল্টি মিস ও কাউন্টার অ্যাটাকে গোল হজম করায় সব হিসেব উলটে যায় ।
ম্যাচের প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল মোহনবাগানই । 17 মিনিটে ফ্রান মোরান্তের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন ইয়ং এলিফ্যান্ট গোলরক্ষক জয়সাভাতে । কর্নার নেন জোসেবা বেইতিয়া । কর্নার থেকে গোল করেন আর এক স্পেনীয় জুলেন কলিনাস । গোল হজম করার পর নিজেদের ফরমেশনে পরিবর্তন আনে ইয়ং এলিফ্যান্ট ৷ 4-3-3 ছকে আক্রমণ বাড়াতে থাকে এলিফ্যান্ট শিবির ৷
43 মিনিটে সমতয়ায় পেরে এলিফ্যান্ট শিবির ৷ বাগান গোলরক্ষক দেবজিতকে বোকা বানিয়ে ছান্তাচোনের থ্রু ধরে গোল করেন সোমজাই কিওনাম । ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি পায় মোহনবাগান । জয়সাভাতে আবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন । আটকে দেন বেইতিয়ার শট ৷ এরপর কাউন্টার অ্যাটাকে এলিফ্যান্টের জয়সূচক গোল করেন সোমজাই ।