ETV Bharat / sports

মোহনবাগান মাঠ থেকে সরতে পারে প্রথম ম্যাচ

অনিশ্চিত কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ । মোহনবাগান মাঠে মোহনবাগান বনাম পিয়ালেস ম্যাচ আয়োজনের সবুজ সঙ্কেত দেয়নি পূর্ত দপ্তর ও পুলিশ । বিকল্প ব্যবস্থা তৈরি বলে জানিয়েছে IFA ।

কলকাতা লিগ 2019
author img

By

Published : Jul 25, 2019, 3:47 AM IST

কলকতা , 25 জুলাই : কিবু ভিকুনার সবুজ-মেরুন শিবির কি মরসুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারবে? বাগান সমর্থকদের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন । কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মোহনবাগান মাঠ থেকে সরে যেতে পারে । IFA সচিব জয়দীপ মুখার্জির কথায় সেরকমই ইঙ্গিত পাওয়া গেল । 26 জুলাই মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে 2019-20 মরসুমের কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে । বিকেল তিনটের সময় ম্যাচটি মোহনবাগান মাঠে হওয়ার কথা । কিন্তু PWD ও পুলিশের সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি ।

IFA সচিব বলছেন, "পূর্ত দপ্তর ও পুলিশের সবুজ সংকেত পাওয়ার জন্যে আমরা যাবতীয় চেষ্টা চালাচ্ছি । একান্তই যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখা আছে ।" গতকাল সরকারি ভাবে প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল । ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিগ চ্যাম্পিয়নের ট্রফি সামনে রেখে জয়দীপ মুখার্জি জানিয়েছেন লিগ চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলকে মাঠে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের । 14 অগাস্ট পর্যন্ত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে ম্যাচগুলো দুপুর তিনটের সময় হবে । মহমেডান 29 জুলাই ও ইস্টবেঙ্গল 31 জুলাই লিগ অভিযান শুরু করবে ।

প্রথম পর্বের সূচি ঘোষণা হলেও ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি । এবছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । অগস্ট মাসের দুই তারিখ থেকে শুরু হওয়া ডুরান্ড শেষ হবে 24অগস্ট । IFA সচিব বলেছেন, " কলকাতা লিগের ইস্ট-মোহন ডার্বি অগাষ্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে ।" প্রিমিয়ার লিগকে আকর্ষণীয় করতে ব্যবস্থাপনায় চমক রাখতে চাইছে IFA । গোল বিতর্ক এড়াতে হয়ত VAR সিস্টেম দেখা যেতে পারে কলকাতা প্রিমিয়ার লিগে ।

কলকতা , 25 জুলাই : কিবু ভিকুনার সবুজ-মেরুন শিবির কি মরসুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারবে? বাগান সমর্থকদের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন । কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মোহনবাগান মাঠ থেকে সরে যেতে পারে । IFA সচিব জয়দীপ মুখার্জির কথায় সেরকমই ইঙ্গিত পাওয়া গেল । 26 জুলাই মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে 2019-20 মরসুমের কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে । বিকেল তিনটের সময় ম্যাচটি মোহনবাগান মাঠে হওয়ার কথা । কিন্তু PWD ও পুলিশের সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি ।

IFA সচিব বলছেন, "পূর্ত দপ্তর ও পুলিশের সবুজ সংকেত পাওয়ার জন্যে আমরা যাবতীয় চেষ্টা চালাচ্ছি । একান্তই যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখা আছে ।" গতকাল সরকারি ভাবে প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল । ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিগ চ্যাম্পিয়নের ট্রফি সামনে রেখে জয়দীপ মুখার্জি জানিয়েছেন লিগ চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলকে মাঠে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের । 14 অগাস্ট পর্যন্ত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে ম্যাচগুলো দুপুর তিনটের সময় হবে । মহমেডান 29 জুলাই ও ইস্টবেঙ্গল 31 জুলাই লিগ অভিযান শুরু করবে ।

প্রথম পর্বের সূচি ঘোষণা হলেও ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি । এবছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । অগস্ট মাসের দুই তারিখ থেকে শুরু হওয়া ডুরান্ড শেষ হবে 24অগস্ট । IFA সচিব বলেছেন, " কলকাতা লিগের ইস্ট-মোহন ডার্বি অগাষ্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে ।" প্রিমিয়ার লিগকে আকর্ষণীয় করতে ব্যবস্থাপনায় চমক রাখতে চাইছে IFA । গোল বিতর্ক এড়াতে হয়ত VAR সিস্টেম দেখা যেতে পারে কলকাতা প্রিমিয়ার লিগে ।

Intro:কিবু ভিকুনার দল কি মরসুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারবেন? সবুজ মেরুন সমর্থকদের কাছে এখন এই কথাটি সবচেয়ে বড় প্রশ্ন।কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মোহনবাগান মাঠ থেকে সরে যেতে পারে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জির কথায় সেরকম ইঙ্গিত। 26 জুলাই মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ এমরসুমের কলকাতা প্রিমিয়ার লিগের বল গড়াবে। বিকেল তিনটের সময় ম্যাচ টি মোহনবাগান মাঠে হওয়ার কথা। কিন্তু পিডাব্লুডি ও পুলিশের সবুজ সংকেত এখনও মেলেনি। আইএফএ সচিব বলছেন মাঝে একটি দিন রয়েছে। সবুজ সংকেত পাওয়ার জন্যে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। একান্ত যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তারা বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখছেন। বুধবার সরকারি ভাবে প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল। ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিগ চ্যাম্পিয়নের ট্রফি সামনে রেখে জয়দীপ মুখার্জি জানিয়েছেন লিগ চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলকে মাঠে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। তবে চোদ্দ অগস্ট অবধি যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে ম্যাচ গুলো নৈশালোকের বদলে দুপুর তিনটার সময় হবে। মহমেডান খেলবে 29জুলাই ও ইস্টবেঙ্গল নামবে 31জুলাই। প্রথম পর্বের সূচি ঘোষণা হলেও ডার্বি কবে তার কথা নেই। এবছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে। অগস্ট মাসের দুই তারিখ থেকে শুরু হওয়া ডুরান্ড শেষ হবে 24অগস্ট। আইএফএ সচিব বলেছেন ডার্বি অগষ্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে। প্রিমিয়ার লীগকে আকর্ষণীয় করতে ব্যবস্থাপনা য় চমক রাখতে চাইছে আইএফএ। গোল বিতর্ক এড়াতে হয়ত ভার সিস্টেম দেখা যেতে পারে কলকাতা প্রিমিয়ার লিগে।


Body:মাঠ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.