কলকতা , 25 জুলাই : কিবু ভিকুনার সবুজ-মেরুন শিবির কি মরসুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারবে? বাগান সমর্থকদের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন । কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ মোহনবাগান মাঠ থেকে সরে যেতে পারে । IFA সচিব জয়দীপ মুখার্জির কথায় সেরকমই ইঙ্গিত পাওয়া গেল । 26 জুলাই মোহনবাগান বনাম পিয়ারলেস ম্যাচ দিয়ে 2019-20 মরসুমের কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে । বিকেল তিনটের সময় ম্যাচটি মোহনবাগান মাঠে হওয়ার কথা । কিন্তু PWD ও পুলিশের সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি ।
IFA সচিব বলছেন, "পূর্ত দপ্তর ও পুলিশের সবুজ সংকেত পাওয়ার জন্যে আমরা যাবতীয় চেষ্টা চালাচ্ছি । একান্তই যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখা আছে ।" গতকাল সরকারি ভাবে প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল । ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিগ চ্যাম্পিয়নের ট্রফি সামনে রেখে জয়দীপ মুখার্জি জানিয়েছেন লিগ চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলকে মাঠে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের । 14 অগাস্ট পর্যন্ত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে ম্যাচগুলো দুপুর তিনটের সময় হবে । মহমেডান 29 জুলাই ও ইস্টবেঙ্গল 31 জুলাই লিগ অভিযান শুরু করবে ।
প্রথম পর্বের সূচি ঘোষণা হলেও ডার্বির তারিখ এখনও ঠিক হয়নি । এবছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ সমান্তরাল ভাবে চলবে । অগস্ট মাসের দুই তারিখ থেকে শুরু হওয়া ডুরান্ড শেষ হবে 24অগস্ট । IFA সচিব বলেছেন, " কলকাতা লিগের ইস্ট-মোহন ডার্বি অগাষ্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে ।" প্রিমিয়ার লিগকে আকর্ষণীয় করতে ব্যবস্থাপনায় চমক রাখতে চাইছে IFA । গোল বিতর্ক এড়াতে হয়ত VAR সিস্টেম দেখা যেতে পারে কলকাতা প্রিমিয়ার লিগে ।