মাদ্রিদ, 1 জুন: হাতে মাত্র দুই সপ্তাহেরও কম সময়। ফের শুরু হচ্ছে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা। তবে স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়ে দিল তাঁরা বাকি ম্যাচগুলো খেলবে ক্লাবের ট্রেনিং সেন্টারে।
জুনের 14 তারিখে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ এইবারের সঙ্গে। এই ম্যাচ টি তারা খেলবে আলফেরদো দি স্টেফানো স্টেডিয়ামে । এই স্টেডিয়ামে 6000 জন দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। শহরের বাইরের এই স্টেডিয়ামটি মূলত ক্লাবের B টিমের খেলার জন্য ব্যবহার করা হতো। তবে, আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরু হচ্ছে লা লিগা । তাই নিজেদের ঘরোয়া স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
লা লিগা কর্তৃপক্ষ রবিবারই বাকি থাকা ম্যাচগুলির দিন ও সময় ঘোষণা করে দেয় । COVID-19 - র প্রভাবে যেখান থেকে লিগের ম্যাচ বন্ধ রাখা হয়েছিল সেখান থেকেই ম্যাচগুলি ফের শুরু হবে । প্রথম ম্যাচটি হবে 11 জুন স্থানীয় সময় রাত দশটায় সেভিল্লা বনাম রিয়াল বেটিসের মধ্যে ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের খেলা শুরু করবে 13 জুন মাল্লোরকাতে। 27 রাউন্ড খেলার পর তাদের রিয়েল মাদ্রিদের থেকে 2 পয়েন্ট বেশি আছে। অন্যদিকে একই দিনে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে খেলা শুরু করবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
লা লিগা কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছে যারা কোরোনার বিরুদ্ধে লড়াই করছে প্রতিটা ম্যাচে তাদের শ্রদ্ধা জানানো হবে ।
স্পেনের গরমের কথা মাথায় রেখে বেশিরভাগ খেলায় হবে দিনের শেষ দিকে। কিন্তু কিছু ম্যাচ আবহাওয়া দেখে এগিয়ে নিয়ে আসা হবে । সোমবার থেকেই প্রথম ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশন এর সমস্ত দলগুলি তাদের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করতে পারবে ।