ETV Bharat / sports

দুরন্ত মেসি, ফাঁকা গ্যালারিতে মায়োরকাকে 4 গোলে হারাল বার্সেলোনা

নিজে গোল করলেন । আবার গোল করালেনও । মাঠে ফিরে দুরন্ত ছন্দে মেসি । আর মায়োরকাকে 4-0 গোলে হারাল বার্সেলোনাও ।

Barcelona thrash Mallorca 4-0
Barcelona thrash Mallorca 4-0
author img

By

Published : Jun 14, 2020, 9:32 AM IST

মায়োরকা, 14 জুন: চলছে লা লিগা ৷ ফুটবলে ফিরেছে বার্সেলোনা ৷ আর টানা 98 দিন পর মাঠে নেমে সমর্থকদের হতাশ করলেন না লিওনেল মেসি ৷ নিজে যেমন গোল করলেন আবার করালেনও । মায়োরকাকে 4-0 গোলে হারিয়ে সহজ জয় পেল বার্সেলোনাও ৷

বিপক্ষের মাঠে দাপিয়ে বেড়ালেন মেসি-ভিদাল-সুয়ারেজরা ৷ মায়োরকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন তাঁরা ৷ কিন্তু, দর্শক আসন থেকে উঠল না রব ৷ কারণ গ্যালারিতে কোনও দর্শকই ছিল না ৷

ম্যাচ শুরুর 65 সেকেন্ডেই আর্তুরো ভিদালের গোলই যেন ম্যাচের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল ৷ প্রথমার্ধে মেসির বাড়ানো বল থেকে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করে সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দেন মার্টিন ব্রাথওয়েট ৷ দ্বিতীয়ার্ধে মায়োরকা চেষ্টা করলেও বার্সার রক্ষণ ভাঙতে পারেনি ৷ 79 মিনিটে গোল করেন জর্ডি আলবা ৷ স্প্যানিশ সেন্টারব্যাকের এই গোলে বড় ভূমিকা ছিল মেসির ৷ তিন তিনটে মাস ফুটবল থেকে দূরে থাকলেও ধার যে কমেনি তা বুঝিয়ে দেন তিনি ৷ অতিরিক্ত সময়ে সুয়ারেজের পাস থেকে গোলও করেন ।

পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে বার্সেলোনা এখন শীর্ষস্থানে ৷ 28 ম্যাচে তাদের পয়েন্ট 61 ৷

মায়োরকা, 14 জুন: চলছে লা লিগা ৷ ফুটবলে ফিরেছে বার্সেলোনা ৷ আর টানা 98 দিন পর মাঠে নেমে সমর্থকদের হতাশ করলেন না লিওনেল মেসি ৷ নিজে যেমন গোল করলেন আবার করালেনও । মায়োরকাকে 4-0 গোলে হারিয়ে সহজ জয় পেল বার্সেলোনাও ৷

বিপক্ষের মাঠে দাপিয়ে বেড়ালেন মেসি-ভিদাল-সুয়ারেজরা ৷ মায়োরকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন তাঁরা ৷ কিন্তু, দর্শক আসন থেকে উঠল না রব ৷ কারণ গ্যালারিতে কোনও দর্শকই ছিল না ৷

ম্যাচ শুরুর 65 সেকেন্ডেই আর্তুরো ভিদালের গোলই যেন ম্যাচের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল ৷ প্রথমার্ধে মেসির বাড়ানো বল থেকে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করে সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দেন মার্টিন ব্রাথওয়েট ৷ দ্বিতীয়ার্ধে মায়োরকা চেষ্টা করলেও বার্সার রক্ষণ ভাঙতে পারেনি ৷ 79 মিনিটে গোল করেন জর্ডি আলবা ৷ স্প্যানিশ সেন্টারব্যাকের এই গোলে বড় ভূমিকা ছিল মেসির ৷ তিন তিনটে মাস ফুটবল থেকে দূরে থাকলেও ধার যে কমেনি তা বুঝিয়ে দেন তিনি ৷ অতিরিক্ত সময়ে সুয়ারেজের পাস থেকে গোলও করেন ।

পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে বার্সেলোনা এখন শীর্ষস্থানে ৷ 28 ম্যাচে তাদের পয়েন্ট 61 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.