ETV Bharat / sports

ফাঁকা মাঠে মেসি-ফাতির গোল, জয় বার্সেলোনার - লেগানেস

প্রথমার্ধে পেনাল্টি থেকে আনসু ফাতি ও দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির গোলে লেগানেসকে 2-0 গোলে হারাল বার্সেলোনা ৷

Lionel Messi
Lionel Messi
author img

By

Published : Jun 18, 2020, 3:35 AM IST

বার্সেলোনা, 17 জুন: ম্যাচ শুরুর দিকটা বাদ দিলে ন্যু ক্যাম্পে তেমন সুবিধা করে উঠতে পারল না লেগানেস৷ ফলস্বরূপ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে 2-0 গোলে হারতে হল তাদের ৷ পেনাল্টি থেকে গোল করে রেকর্ড গড়লেন আনসু ফাতি ৷ পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসিও ৷ মঙ্গলবার রাতের এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে আরও একটু পিছনে ফেলে এগিয়ে গেল মেসিরা ৷

দর্শক শূন্য ন্যু ক্যাম্পে 38 ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ কিন্তু শুরুর 15 মিনিট বার্সার ডিফেন্স কাঁপিয়ে দিয়েছিল বিপক্ষ লেগানেস ৷ ম্যাচে 11 মিনিটে 10 গজ দূরে বল পেয়েই গেছিলেন স্ট্রাইকার মিগুয়েল লেগানেস ৷ ল্যাংলেট বাধা হয়ে না দাঁড়ালে গোল খেয়েই বসত মেসিরা ৷ মিনিট দুয়েকের মধ্যে আরও একটি গোলের সুযোগ মিস করে লেগানেস ৷ তারপর আর মাথা কুটেও সুযোগ পায়নি দলটি ৷

30 মিনিটে গোলের সুযোগ মিস করেন গ্রিজম্যান ৷ তবে ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগেই গোলের দেখা পায় বার্সেলোনা ৷ বক্সের ভেতর বল পেয়ে সুযোগ মিস করেননি 17 বছরের আনসু ফাতি ৷ এই গোলের সঙ্গেই লা লিগায় সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে পাঁচ গোল করলেন ফাতি ৷ 66 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি ৷ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা ৷ এইমুহূর্তে তাদের পয়েন্ট 29 ম্যাচে 64 ৷

বার্সেলোনা, 17 জুন: ম্যাচ শুরুর দিকটা বাদ দিলে ন্যু ক্যাম্পে তেমন সুবিধা করে উঠতে পারল না লেগানেস৷ ফলস্বরূপ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে 2-0 গোলে হারতে হল তাদের ৷ পেনাল্টি থেকে গোল করে রেকর্ড গড়লেন আনসু ফাতি ৷ পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসিও ৷ মঙ্গলবার রাতের এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে আরও একটু পিছনে ফেলে এগিয়ে গেল মেসিরা ৷

দর্শক শূন্য ন্যু ক্যাম্পে 38 ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ কিন্তু শুরুর 15 মিনিট বার্সার ডিফেন্স কাঁপিয়ে দিয়েছিল বিপক্ষ লেগানেস ৷ ম্যাচে 11 মিনিটে 10 গজ দূরে বল পেয়েই গেছিলেন স্ট্রাইকার মিগুয়েল লেগানেস ৷ ল্যাংলেট বাধা হয়ে না দাঁড়ালে গোল খেয়েই বসত মেসিরা ৷ মিনিট দুয়েকের মধ্যে আরও একটি গোলের সুযোগ মিস করে লেগানেস ৷ তারপর আর মাথা কুটেও সুযোগ পায়নি দলটি ৷

30 মিনিটে গোলের সুযোগ মিস করেন গ্রিজম্যান ৷ তবে ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগেই গোলের দেখা পায় বার্সেলোনা ৷ বক্সের ভেতর বল পেয়ে সুযোগ মিস করেননি 17 বছরের আনসু ফাতি ৷ এই গোলের সঙ্গেই লা লিগায় সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে পাঁচ গোল করলেন ফাতি ৷ 66 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি ৷ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা ৷ এইমুহূর্তে তাদের পয়েন্ট 29 ম্যাচে 64 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.