ETV Bharat / sports

জার্মানির পর স্পেনে ফুটবল ফেরার ইঙ্গিত - বুন্দেশ লিগা

স্পেনে সমস্ত ধরনের ফুটবল খেলা 12 মার্চ থেকে বন্ধ আছে ৷ এর আগেই তাবেস জানিয়েছিলেন যদি মরশুম শেষ করা না য়ায়, তাহলে সমস্ত ক্লাবগুলি এক বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে ৷

la liga
লা লিগা
author img

By

Published : May 18, 2020, 1:07 PM IST

মাদ্রিদ, 18 মে : জার্মানির পর কি এবার ফুটবল ফিরতে চলেছে স্পেনে ৷ আপাতত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ফুটবল ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ আজ থেকে ক্লাবগুলিকে ছোটো ছোটো গ্রুপ বানিয়ে অনুশীলনের অনুমতি দিলেন লা লিগা সভাপতি জেভিয়ার তাবেস ৷

গ্রুপ করে ট্রেনিংয়ের অনুমতি দেওয়া হয়, স্পেন সরকারেরক খেলা সংক্রান্ত নির্দেশিকা দেওয়ার পর ৷ শনিবার স্পেন সরকার জানিয়ে দেয় নিজ নিজ এলাকায় স্পোর্টস দলগুলি ট্রেনিং শুরু করতে পারে ৷

স্পেনে সমস্ত ধরনের ফুটবল খেলা 12 মার্চ থেকে বন্ধ আছে ৷ এর আগেই তাবেস জানিয়েছিলেন, যদি মরশুম শেষ করা না য়ায়, তাহলে সমস্ত ক্লাবগুলির এক বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে ৷

ক্লাবগুলি ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছিল চলতি মাসের প্রথম দিকেই ৷ এর পরের ধাপ গ্রুপ ট্রেনিং ও তারপরই পুরোদমে ট্রেনিং শুরু হলে, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ শুরু করা যাবে ৷ তবে খেলা শুরু করার বিষয়ে অবশ্যই দেশের স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি লাগবে ৷

তবে তাবেস আশাবাদী জুনের 12 তারিখ থেকে ফের খেলা শুরু করা যাবে ৷ এদিন তিনি বলেন, ‘‘ আমি ইতিমধ্যেই বুন্দেশ লিগা কতৃপক্ষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি ৷ তাঁরা দুরন্ত কাজ করেছে ৷ আমরাও কঠিন পরিশ্রম করছি, নিজেদের পরিকল্পনার আদান-প্রদান করছি ৷ আমি বুন্দেশ লিগার জন্য গর্বিত ৷ কারণ এটা সহজ ছিল না, কিন্তু তাঁরা করে দেখিয়েছেন ৷ বুন্দেশ লিগা একটি উদাহরণ তৈরি করেছে ৷ আমাদের তা অনুসূরণ করতে হবে ৷’’

মাদ্রিদ, 18 মে : জার্মানির পর কি এবার ফুটবল ফিরতে চলেছে স্পেনে ৷ আপাতত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ফুটবল ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ আজ থেকে ক্লাবগুলিকে ছোটো ছোটো গ্রুপ বানিয়ে অনুশীলনের অনুমতি দিলেন লা লিগা সভাপতি জেভিয়ার তাবেস ৷

গ্রুপ করে ট্রেনিংয়ের অনুমতি দেওয়া হয়, স্পেন সরকারেরক খেলা সংক্রান্ত নির্দেশিকা দেওয়ার পর ৷ শনিবার স্পেন সরকার জানিয়ে দেয় নিজ নিজ এলাকায় স্পোর্টস দলগুলি ট্রেনিং শুরু করতে পারে ৷

স্পেনে সমস্ত ধরনের ফুটবল খেলা 12 মার্চ থেকে বন্ধ আছে ৷ এর আগেই তাবেস জানিয়েছিলেন, যদি মরশুম শেষ করা না য়ায়, তাহলে সমস্ত ক্লাবগুলির এক বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে ৷

ক্লাবগুলি ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছিল চলতি মাসের প্রথম দিকেই ৷ এর পরের ধাপ গ্রুপ ট্রেনিং ও তারপরই পুরোদমে ট্রেনিং শুরু হলে, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ শুরু করা যাবে ৷ তবে খেলা শুরু করার বিষয়ে অবশ্যই দেশের স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি লাগবে ৷

তবে তাবেস আশাবাদী জুনের 12 তারিখ থেকে ফের খেলা শুরু করা যাবে ৷ এদিন তিনি বলেন, ‘‘ আমি ইতিমধ্যেই বুন্দেশ লিগা কতৃপক্ষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি ৷ তাঁরা দুরন্ত কাজ করেছে ৷ আমরাও কঠিন পরিশ্রম করছি, নিজেদের পরিকল্পনার আদান-প্রদান করছি ৷ আমি বুন্দেশ লিগার জন্য গর্বিত ৷ কারণ এটা সহজ ছিল না, কিন্তু তাঁরা করে দেখিয়েছেন ৷ বুন্দেশ লিগা একটি উদাহরণ তৈরি করেছে ৷ আমাদের তা অনুসূরণ করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.