ETV Bharat / sports

বুন্দেশলিগার পর ফিরতে চলেছে লা লিগা - Football is going to be resumed

কোরোনা ভাইরাসকে হারিয়ে জার্মানিতে ফিরেছে ফুটবল ৷ এবার ইউরোপের দ্বিতীয় লিগ হিসেবে ফিরতে চলেছে লা-লিগা ৷

image
লা-লিগা
author img

By

Published : May 23, 2020, 8:37 PM IST

মাদ্রিদ, 23 মে : বুন্দেশলিগার পর এবার ইউরোপের দ্বিতীয় মেজর লিগ হিসেবে মাঠে ফিরছে স্পেনের নম্বর ওয়ান ফুটবল লিগ লা-লিগা ৷ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ় এদিন জানিয়ে দেন 8 জুনের পর থেকেই শুরু হতে পারে লা-লিগা ৷

কোরোনা ভাইরাস মহামারি জেরে মার্চের 12 তারিখ থেকে স্পেনের সমস্ত ফুটবল খেলা বন্ধ করা হয় ৷ কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকাউনের ঘোষণা করা হয় ৷ এর পর সোমবার ছোটো ছোটো গ্রুপে ট্রেনিং শুরু হয় স্পেনের প্রথম সারির ক্লাবগুলিতে ৷ আজ প্রধানমন্ত্রী জানিয়ে দেন ম্যাচ শুরু করা যেতে পারে 8 জুনের পর থেকে ৷

বুন্দেশলিগা ফেরার সময় বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ খেলা শুরু হয় রুদ্ধদ্বারে ৷ ম্যাচ শুরুর আগে কোনও করমর্দন করার অনুমতি দেওয়া হয়নি ৷ গ্রাউন্ডের দুটি প্রান্ত থেকে দুই দল মাঠে নামবে ৷ সামাজিক দূরত্ব বজার রাখার জন্য অতিরিক্ত ফুটবলাররা নিজেদের মধ্যে কমপক্ষে 1.5 মিটারের দূরত্বে বসবে ৷ এবং একই সঙ্গে মাস্কও ব্যবহার করতে হবে ৷

তবে স্পেনে ফুটবল ফেরা নিয়ে কী কী নতুন নিয়ম চালু হতে চলেছে তা এখনও লা-লিগা কর্তৃপক্ষ জানায়নি ৷

মাদ্রিদ, 23 মে : বুন্দেশলিগার পর এবার ইউরোপের দ্বিতীয় মেজর লিগ হিসেবে মাঠে ফিরছে স্পেনের নম্বর ওয়ান ফুটবল লিগ লা-লিগা ৷ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ় এদিন জানিয়ে দেন 8 জুনের পর থেকেই শুরু হতে পারে লা-লিগা ৷

কোরোনা ভাইরাস মহামারি জেরে মার্চের 12 তারিখ থেকে স্পেনের সমস্ত ফুটবল খেলা বন্ধ করা হয় ৷ কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকাউনের ঘোষণা করা হয় ৷ এর পর সোমবার ছোটো ছোটো গ্রুপে ট্রেনিং শুরু হয় স্পেনের প্রথম সারির ক্লাবগুলিতে ৷ আজ প্রধানমন্ত্রী জানিয়ে দেন ম্যাচ শুরু করা যেতে পারে 8 জুনের পর থেকে ৷

বুন্দেশলিগা ফেরার সময় বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ খেলা শুরু হয় রুদ্ধদ্বারে ৷ ম্যাচ শুরুর আগে কোনও করমর্দন করার অনুমতি দেওয়া হয়নি ৷ গ্রাউন্ডের দুটি প্রান্ত থেকে দুই দল মাঠে নামবে ৷ সামাজিক দূরত্ব বজার রাখার জন্য অতিরিক্ত ফুটবলাররা নিজেদের মধ্যে কমপক্ষে 1.5 মিটারের দূরত্বে বসবে ৷ এবং একই সঙ্গে মাস্কও ব্যবহার করতে হবে ৷

তবে স্পেনে ফুটবল ফেরা নিয়ে কী কী নতুন নিয়ম চালু হতে চলেছে তা এখনও লা-লিগা কর্তৃপক্ষ জানায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.