কলকাতা, 22 জানুয়ারি : ইস্টবেঙ্গলের নতুন বিদেশি খেলোয়াড় অনসুমানা ক্রোমা । চলতি মরসুমের 31মে অবধি তাঁকে নিয়োগের কথা জানানো হয় কোয়েস ইস্টবেঙ্গলের তরফে । লাইবেরিয়ান স্ট্রাইকার ক্রোমা দুই বছর আগে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলে গিয়েছেন । সেদিক থেকে তিনি লাল হলুদ জার্সিতে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ৷
চলতি মরসুমে কলকাতা লিগ জিতে ইতিহাস গড়েছে পিয়ারলেস । সেই জয়ের মূল কারিগর ছিলেন আনসুমানা ক্রোমা । স্প্যানিশ ব্রিগেডে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা । এই অবস্থায় সিরিয়ান মিডফিল্ডার আল আমনার প্রত্যাবর্তন ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না ।
আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে ইস্টবেঙ্গল কর্তারা ক্রোমাকে ক্লাব তাবুতে ডেকে পাঠান । তখনই লাইবেরিয়ান স্ট্রাইকারকে দলে নেওয়ার সম্ভাবনা দেখা দেয় । কোয়েস CEO সুব্রত নাগ মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে দল গঠন নিয়ে আলোচনায় বসেছিলেন । সেখানেই খেলার মধ্যে থাকা ক্রোমাকে আই লিগের বাকি ম্যাচগুলোতে দলে নেওয়া প্রায় ঠিক হয়ে যায় । ফলে স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস এসপাদার বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল ।
বুধবার চেন্নাই FC ম্যাচের জন্যে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল । 25 জানুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ । আলেয়ান্দ্রোর সহকারি কোকোর পরিবর্ত হিসেবে দায়িত্ব নেওয়া মার্কোল ট্রুল দলকে অনুশীলন করান । বাস্তব রায়ও ছিলেন । ফিজিও কার্লোস নোদার অনুশীলনের পরে জানিয়েছেন তিনিও আলেয়ান্দ্রোর সরে দাড়ানোর সঙ্গে সঙ্গেই পদত্যাগ করতে চেয়েছিলেন । কারণ আলেয়ান্দ্রোর হাত ধরেই তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন । কিন্তু বিদায়ী কোচ তাঁকে দায়িত্ব ছাড়তে নিষেধ করেন । তাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
মার্কোল ট্রুল জানান, আলেয়ান্দ্রোর সঙ্গে কাজ করতে এসেছিলেন । কিন্তু পরিবর্ত পরিস্থিতিতে তাঁকে দায়িত্ব সামলাতে হচ্ছে । তবে এত দ্রুত বিদায়ী কোচের খেলার ধরনে পরিবর্তন করা সম্ভব নয় । তাই তিনি ভুল ত্রুটি শুধরে দলকে পয়েন্ট পাওয়ার রাস্তায় নিয়ে আসতে চান । প্রতিপক্ষ হিসেবে চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল । ম্যাচটা কঠিন হলেও তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । প্রত্যাঘাত ছাড়া অন্যপথ খোলা নেই লাল-হলুদের সামনে ।