ETV Bharat / sports

লকডাউন:মায়ের শেষকৃত্যে যেতে পারছেন না ক্রোমা

মাতৃহারা হলেন আনসুমানা ক্রোমা । দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার লাইবেরিয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রোমার মা ।

লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যে যেতে পারছেন না ক্রোমা
লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যে যেতে পারছেন না ক্রোমা
author img

By

Published : Mar 31, 2020, 10:31 PM IST

কলকাতা, 31 মার্চ: চলার পথে মা-ই ছিলেন একমাত্র অনুপ্রেরণা । অথচ সেই মায়েরই শেষকৃত্যে উপস্থিত থাকতে পারছেন না লাইবেরিয়ান ফুটবলার আনসুমানা ক্রোমা । লকডাউনের জেরে আপাতত কলকাতায় নিজের বাড়িতে বন্দি তিনি । শেষবেলায় মায়ের পাশে না থাকতে পারার অনুতাপ কুরে কুরে খাচ্ছে পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারটিকে ।

মাতৃহারা হলেন আনসুমানা ক্রোমা । দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার লাইবেরিয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রোমার মা । জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ক্রোমার মা । গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হচ্ছিল । মায়ের শারীরিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন ভারতে খেলতে আসা লাইবেরিয়ান ফুটবলারটি । কিন্তু কোরোনা ভীতি আর লকডাউনের জেরে নিজের দেশে যেতে পারেননি ক্রোমা । মায়ের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিক ভাবে ভেঙে পড়েছেন তিনি । তবে মায়ের শেষকৃত্যে পৌঁছাতে পারছেন না ক্রোমা । কারণ লকডাউন । ইতিমধ্যে ভিডিয়ো কলে লাইবেরিয়ায় থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেছেন তিনি ।

ক্রোমার ফুটবলার হয়ে ওঠার পিছনে মায়ের অবদান বিরাট । অনেক কষ্ট করে বড় করেছেন ছেলেকে । কোনওদিনও ফুটবল খেলতে বারণ করেননি । চলতি মরশুমে পিয়ারলেসকে কলকাতা লিগ জেতানোর অন্যতম কান্ডারি ছিলেন ক্রোমা । ছেলের সাফল্যে খুশি হয়েছিলেন ক্রোমার মা । আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলার প্রস্তাবের খবর পেয়ে ছেলেকে ভালো খেলার আশীর্বাদ করেছিলেন বলে জানিয়েছেন দুই প্রধানে খেলা ফুটবলার । মায়ের মৃত্যু ক্রোমার কাছে অনুপ্রেরণা হারিয়ে যাওয়ার মতো ।

কলকাতা, 31 মার্চ: চলার পথে মা-ই ছিলেন একমাত্র অনুপ্রেরণা । অথচ সেই মায়েরই শেষকৃত্যে উপস্থিত থাকতে পারছেন না লাইবেরিয়ান ফুটবলার আনসুমানা ক্রোমা । লকডাউনের জেরে আপাতত কলকাতায় নিজের বাড়িতে বন্দি তিনি । শেষবেলায় মায়ের পাশে না থাকতে পারার অনুতাপ কুরে কুরে খাচ্ছে পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারটিকে ।

মাতৃহারা হলেন আনসুমানা ক্রোমা । দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার লাইবেরিয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রোমার মা । জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ক্রোমার মা । গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হচ্ছিল । মায়ের শারীরিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন ভারতে খেলতে আসা লাইবেরিয়ান ফুটবলারটি । কিন্তু কোরোনা ভীতি আর লকডাউনের জেরে নিজের দেশে যেতে পারেননি ক্রোমা । মায়ের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিক ভাবে ভেঙে পড়েছেন তিনি । তবে মায়ের শেষকৃত্যে পৌঁছাতে পারছেন না ক্রোমা । কারণ লকডাউন । ইতিমধ্যে ভিডিয়ো কলে লাইবেরিয়ায় থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেছেন তিনি ।

ক্রোমার ফুটবলার হয়ে ওঠার পিছনে মায়ের অবদান বিরাট । অনেক কষ্ট করে বড় করেছেন ছেলেকে । কোনওদিনও ফুটবল খেলতে বারণ করেননি । চলতি মরশুমে পিয়ারলেসকে কলকাতা লিগ জেতানোর অন্যতম কান্ডারি ছিলেন ক্রোমা । ছেলের সাফল্যে খুশি হয়েছিলেন ক্রোমার মা । আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলার প্রস্তাবের খবর পেয়ে ছেলেকে ভালো খেলার আশীর্বাদ করেছিলেন বলে জানিয়েছেন দুই প্রধানে খেলা ফুটবলার । মায়ের মৃত্যু ক্রোমার কাছে অনুপ্রেরণা হারিয়ে যাওয়ার মতো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.