কলকাতা, 20 নভেম্বর: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত থাকার অভিযোগ ৷ শান্তনু সেনকে সরানোর সুপারিশ করলেন স্বয়ং মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ৷ অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে অপসারণের সুপারিশ করেছে স্বাস্থ্য ভবন ৷ এই মর্মে কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি দেওয়া হয়েছে । মানস চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য হিসেবে রয়েছেন চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন । তিনি ছাড়াও কাউন্সিলে সরকার মনোনীত আরও দু'জন প্রতিনিধি রয়েছেন । তাঁরা হলেন চিকিৎসক নির্মল মাজি ও চিকিৎসক সৌরভ পাল । কিন্তু কেবল চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ।
সেই অভিযোগের প্রেক্ষিতেই শান্তনু সেনকে মেডিক্যাল কাউন্সিল থেকে সরানোর প্রস্তাব দিলেন তিনি । সেই মর্মে স্বাস্থ্যসচিবকে একটি চিঠি দিয়েছেন সুদীপ্ত রায় । ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, শান্তনু সেন মেডিক্যাল কাউন্সিলের একাধিক বৈঠকে অনুপস্থিত ছিলেন । তাই তাঁকে কাউন্সিল থেকে সরানো হোক ৷
তবে এই প্রেক্ষিতে দুটি চিঠি প্রকাশ্যে এসেছে । সেই দুটো চিঠিতে আবার শান্তনু সেনের বৈঠকে অনুপস্থিত থাকার দিনগুলির মধ্যে ফারাক রয়েছে ৷ একটি চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সব বৈঠকে তিনি যোগ দেননি ৷ আবার অন্য আরেকটি চিঠিতে লেখা, জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত বৈঠকেগুলিতে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন ৷ দুটো চিঠি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
পাশাপাশি ওই চিঠিগুলিতে শান্তনু সেনের বদলে অন্য কাউকে তাঁর জায়গায় নিয়ে আসার সুপারিশ করেছেন সুদীপ্ত রায় । ওই চিঠিগুলি প্রকাশ্যে আসার পরেই ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে ।
তিনি বলেন, "আমার চিঠি নিয়ে বিস্তর কিছু বলার আছে । তবে এই বিষয়ে আমি প্রকাশ্যে কিছু বলব না । কেন আমি বৈঠকে যাইনি বা আমার বক্তব্য কী, সেটা আমি স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে জানাব । আমার মনে হয়, আমার চিঠিটাও সমান গুরুত্ব দিয়ে উনি দেখবেন ।"
এই চিঠির বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কাছে যে চিঠিটা এসে পৌঁছেছে সেখানে বলা হয়েছে 9 এবং 10 অগস্ট বৈঠক হয়েছে মেডিক্যাল কাউন্সিলে । এমনকি বলা হয়েছে, সেই দু'দিনও শান্তনু সেন বৈঠকে অনুপস্থিত ছিলেন । কিন্তু সরকারের কাছে যে চিঠি যাচ্ছে সেখানে এই দুটো দিনের কথার উল্লেখ নেই । 9 অগস্ট আরজি কর-কাণ্ড হয়েছিল । কেন এই দুটো দিন বাদ দেওয়া হল চিঠিতে ? তবে কি এর সঙ্গে অভয়া হত্যাকাণ্ডের কোনও যোগ আছে ?"
অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর অপসারণের সুপারিশ করে সুদীপ্ত রায়কে চিঠি দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্য ভবনের তরফে বিশেষ স্বাস্থ্যসচিব নতুন রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়ে সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছেন । সেই চিঠিতে বলা হয়েছে, 2019 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মানস চক্রবর্তী । ফলে তাঁকে বদল করে সেই জায়গায় নতুন কাউকে এই দায়িত্বে আনা হোক ।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ফোরাম স্বাস্থ্য ভবনের এই উদ্যোগকে আন্দোলনের জয় হিসেবে দেখছে । কারণ প্রথম থেকেই তারা মানস চক্রবর্তীর অপসারণের দাবি জানিয়ে আসছে । এই বিষয়ে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "মানস চক্রবর্তীকে যখন পুনর্বহাল করা হয়েছিল, তার সরকারি নথি নেই । আমাদের এই অভিযোগেরই সত্যতা এবার স্বীকার করা হয়েছে । আমরা প্রথম থেকেই বলেছি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল দুর্নীতির আখড়া । সেটা আজ প্রমাণিত । এবার জলপাইগুড়িতে যেভাবে অধ্যাপক চিকিৎসককে বদলি করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ বৃহস্পতিবার আমরা স্বাস্থ্য ভবন ও মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত করব ।"