ETV Bharat / sports

খেলা বন্ধ, চরম আর্থিক ক্ষতির মুখে ময়দান মার্কেট - ময়দান মার্কেট

কলকাতা ময়দানে যাবতীয় খেলার সরঞ্জামের একটাই ঠিকানা, ময়দান মার্কেট । পোশাকি নাম ডা: বিধানচন্দ্র রায় মার্কেট হলেও সবাই ময়দান মার্কেট নামেই চেনে ।

খেলা বন্ধ, চরম আর্থিক ক্ষতির মুখে ময়দান মার্কেট
খেলা বন্ধ, চরম আর্থিক ক্ষতির মুখে ময়দান মার্কেট
author img

By

Published : Apr 29, 2020, 5:35 PM IST

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা ময়দানের উপর নির্ভর করে এই বাজারের অর্থনীতির পারদ ওঠানামা করে । কিন্তু এখন স্তব্ধ কলকাতা ময়দান । ফলস্বরূপ ধর্মতলার ময়দান মার্কেটও পড়েছে তালা । অথচ সারাবছর ধরে এই বাজারে কোটি টাকারও বেশি অর্থের ব্যবসা হয় । কোরোনা ভীতি সত্ত্বেও যখন সবজি মার্কেটে হামেশাই ভিড় করছে মানুষ, তখন ময়দান মার্কেটে শুধুই শূন্যতা ।

কলকাতা ময়দানে যাবতীয় খেলার সরঞ্জামের একটাই ঠিকানা, ময়দান মার্কেট । পোশাকি নাম ডা: বিধানচন্দ্র রায় মার্কেট হলেও সবাই ময়দান মার্কেট নামেই চেনে । মরশুমের এই সময়টাতে দম ফেলার সময় থাকে না ময়দান মার্কেটের ব্যবসায়ী ও কারিগরদের । IPL-এর ভরা মরশুমে ইডেন এখন জমজমাট থাকে । প্রিয় দলের জার্সি পরে মাঠে ঢোকেন দর্শকরা । তাদের ন্যায্য দামে জার্সি জোগানোর চেষ্টায় রত থাকে এই ময়দান মার্কেট । এছাড়া কলকাতা মাঠে ফুটবলের পাঁচটি ডিভিশনের খেলা ছাড়াও অন্যান্য বহু খেলার সরঞ্জাম জোগানোর চেষ্টায় ব্যস্ত থাকেন ময়দান মার্কেটের ব্যবসায়ীরা । বিভিন্ন ক্লাবের বিভিন্ন ধরনের জার্সি তৈরি হয় এখানে । খেলার বুট বিক্রি থেকে মেরামতি সবই হয় এই বাজারে । পাশাপাশি ট্রফি, মেডেল বিক্রি তো আছেই ।

কিন্তু এবার সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে । ময়দানে বল কবে গড়াবে জানা নেই কারও । এই ক্ষতি কীভাবে মিটবে তা বুঝতে পারছেন না ব্যবসায়ীরা । লকডাউনের ধাক্কা কাটিয়ে ছোটো ক্লাবগুলোর থেকে কতটা অর্ডার পাওয়া যাবে তা নিয়ে সন্দিগ্ধ ব্যবসায়ীরা । দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ক্লাব কর্তাদের সঙ্গে দোকানিরা কথা বলেছেন । কিন্তু তাতেও আশার আলো দেখা যায়নি । বড় ক্লাবগুলোর জার্সি, জুতো-মোজা থেকে সবই বিখ্যাত ক্রীড়া-সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা তৈরি করে । ফলে ময়দান মার্কেট ছোটো ক্লাবগুলির উপর অনেকটাই নির্ভরশীল ।

বিধান মার্কেটের বাইরের দিকেও একাধিক ছোটো দোকান রয়েছে । জার্সি, ট্র্যাকস্যুট বিক্রি করে থাকেন এই দোকানিরা । কয়েকজন চর্মকার বল ও খেলোয়াড়দের বুট মেরামত করেন । লকডাউনে তাদেরও ব্যবসা বন্ধ । মার্কেটের ভিতরের দোকানগুলোয় আগে চুরির ঝামেলা না থাকলেও লকডাউনে পাহারাদাররা দেশে ফেরায় সেই শঙ্কাও বাড়ছে । মার্কেটের বাইরেও চোরের উপদ্রব শুরু রয়েছে । ইতিমধ্যে দুটো দোকান থেকে জিনিসপত্র চুরি হয়েছে । তাই একদিকে লকডাউন এবং অন্যদিকে চুরির ঘটনা ঘটায় দিশেহারা কলকাতার ময়দান মার্কেট ।

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা ময়দানের উপর নির্ভর করে এই বাজারের অর্থনীতির পারদ ওঠানামা করে । কিন্তু এখন স্তব্ধ কলকাতা ময়দান । ফলস্বরূপ ধর্মতলার ময়দান মার্কেটও পড়েছে তালা । অথচ সারাবছর ধরে এই বাজারে কোটি টাকারও বেশি অর্থের ব্যবসা হয় । কোরোনা ভীতি সত্ত্বেও যখন সবজি মার্কেটে হামেশাই ভিড় করছে মানুষ, তখন ময়দান মার্কেটে শুধুই শূন্যতা ।

কলকাতা ময়দানে যাবতীয় খেলার সরঞ্জামের একটাই ঠিকানা, ময়দান মার্কেট । পোশাকি নাম ডা: বিধানচন্দ্র রায় মার্কেট হলেও সবাই ময়দান মার্কেট নামেই চেনে । মরশুমের এই সময়টাতে দম ফেলার সময় থাকে না ময়দান মার্কেটের ব্যবসায়ী ও কারিগরদের । IPL-এর ভরা মরশুমে ইডেন এখন জমজমাট থাকে । প্রিয় দলের জার্সি পরে মাঠে ঢোকেন দর্শকরা । তাদের ন্যায্য দামে জার্সি জোগানোর চেষ্টায় রত থাকে এই ময়দান মার্কেট । এছাড়া কলকাতা মাঠে ফুটবলের পাঁচটি ডিভিশনের খেলা ছাড়াও অন্যান্য বহু খেলার সরঞ্জাম জোগানোর চেষ্টায় ব্যস্ত থাকেন ময়দান মার্কেটের ব্যবসায়ীরা । বিভিন্ন ক্লাবের বিভিন্ন ধরনের জার্সি তৈরি হয় এখানে । খেলার বুট বিক্রি থেকে মেরামতি সবই হয় এই বাজারে । পাশাপাশি ট্রফি, মেডেল বিক্রি তো আছেই ।

কিন্তু এবার সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে । ময়দানে বল কবে গড়াবে জানা নেই কারও । এই ক্ষতি কীভাবে মিটবে তা বুঝতে পারছেন না ব্যবসায়ীরা । লকডাউনের ধাক্কা কাটিয়ে ছোটো ক্লাবগুলোর থেকে কতটা অর্ডার পাওয়া যাবে তা নিয়ে সন্দিগ্ধ ব্যবসায়ীরা । দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ক্লাব কর্তাদের সঙ্গে দোকানিরা কথা বলেছেন । কিন্তু তাতেও আশার আলো দেখা যায়নি । বড় ক্লাবগুলোর জার্সি, জুতো-মোজা থেকে সবই বিখ্যাত ক্রীড়া-সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা তৈরি করে । ফলে ময়দান মার্কেট ছোটো ক্লাবগুলির উপর অনেকটাই নির্ভরশীল ।

বিধান মার্কেটের বাইরের দিকেও একাধিক ছোটো দোকান রয়েছে । জার্সি, ট্র্যাকস্যুট বিক্রি করে থাকেন এই দোকানিরা । কয়েকজন চর্মকার বল ও খেলোয়াড়দের বুট মেরামত করেন । লকডাউনে তাদেরও ব্যবসা বন্ধ । মার্কেটের ভিতরের দোকানগুলোয় আগে চুরির ঝামেলা না থাকলেও লকডাউনে পাহারাদাররা দেশে ফেরায় সেই শঙ্কাও বাড়ছে । মার্কেটের বাইরেও চোরের উপদ্রব শুরু রয়েছে । ইতিমধ্যে দুটো দোকান থেকে জিনিসপত্র চুরি হয়েছে । তাই একদিকে লকডাউন এবং অন্যদিকে চুরির ঘটনা ঘটায় দিশেহারা কলকাতার ময়দান মার্কেট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.