ETV Bharat / sports

ফের লাল হলুদ জার্সিতে খেলতে চান জুয়ান মেরা গঞ্জালেস

নতুন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ফের খেলার ইচ্ছে প্রকাশ করা জুয়ান মেরা গঞ্জালেসের স্মৃতিতে সজীব ডার্বি ম্যাচের বিকেল ।

Juan
Juan
author img

By

Published : Sep 15, 2020, 8:01 PM IST

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর : লাল হলুদ জার্সিতে ফের খেলতে চান জুয়ান মেরা গঞ্জালেস । গত মরশুমে প্রথমবার কলকাতায় খেলতে এসে এই বাম পায়ের উইঙ্গার নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছিলেন । 16টি ম্যাচে দুটো গোল করলেও ইস্টবেঙ্গলের অধিকাংশ গোলের কারিগর স্প্যানিশ উইঙ্গার । নতুন মরশুমে ফের লাল হলুদ জার্সিতে ISL- এর মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান বছর ছাব্বিশের ফুটবলারটি ।

গঞ্জালেস বলেছেন, "গতবছর ইস্টবেঙ্গলে খেলার সময়টা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা । ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য কোনও অনুতাপ নেই । বরং আনন্দ রয়েছে । ক্লাব আমার উপর বিশ্বাস আস্থা রেখেছিল । সমর্থকরা পাশে থেকেছে । ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার অভিজ্ঞতা আমার কাছে বিশেষ স্মৃতি ।" স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব স্পোর্টিং জিয়ন বি- এর হয়ে 155টি ম্যাচ খেলেছেন ।

নতুন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ফের খেলার ইচ্ছে প্রকাশ করা জুয়ান মেরা গঞ্জালেসের স্মৃতিতে সজীব ডার্বি ম্যাচের বিকেল । শক্তিশালী দল হয়েও সেদিন প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল । আইলিগ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে । সেই দিনের কথা মনে করে জুয়ান মেরা বলেছেন, "দলের সবাই সেরাটা দিয়েও সেবার চ্যাম্পিয়ন হতে পারিনি । সবকিছু দিয়েও ভাগ্য সঙ্গে ছিল না । তবে সাজঘরে ভালো বন্ধু পেয়েছিলাম । ডার্বিতে ভালো খেলেও হারতে হয়েছিল । সেই ম্যাচে আমরা হেরে যাওয়ার মতো খেলিনি ।"

ইস্টবেঙ্গল ISL - এর মঞ্চে জায়গা করে নেওয়ায় খুশি তিনি । বলেছেন, "ISL - এ খেলার সুযোগ ইস্টবেঙ্গল এবং অন্যান্য ক্লাবের কাছে বড় ঘটনা । দেশের সেরা ক্লাব হওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের মধ্যে রয়েছে ।"

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর : লাল হলুদ জার্সিতে ফের খেলতে চান জুয়ান মেরা গঞ্জালেস । গত মরশুমে প্রথমবার কলকাতায় খেলতে এসে এই বাম পায়ের উইঙ্গার নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছিলেন । 16টি ম্যাচে দুটো গোল করলেও ইস্টবেঙ্গলের অধিকাংশ গোলের কারিগর স্প্যানিশ উইঙ্গার । নতুন মরশুমে ফের লাল হলুদ জার্সিতে ISL- এর মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান বছর ছাব্বিশের ফুটবলারটি ।

গঞ্জালেস বলেছেন, "গতবছর ইস্টবেঙ্গলে খেলার সময়টা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা । ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য কোনও অনুতাপ নেই । বরং আনন্দ রয়েছে । ক্লাব আমার উপর বিশ্বাস আস্থা রেখেছিল । সমর্থকরা পাশে থেকেছে । ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার অভিজ্ঞতা আমার কাছে বিশেষ স্মৃতি ।" স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব স্পোর্টিং জিয়ন বি- এর হয়ে 155টি ম্যাচ খেলেছেন ।

নতুন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ফের খেলার ইচ্ছে প্রকাশ করা জুয়ান মেরা গঞ্জালেসের স্মৃতিতে সজীব ডার্বি ম্যাচের বিকেল । শক্তিশালী দল হয়েও সেদিন প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল । আইলিগ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে । সেই দিনের কথা মনে করে জুয়ান মেরা বলেছেন, "দলের সবাই সেরাটা দিয়েও সেবার চ্যাম্পিয়ন হতে পারিনি । সবকিছু দিয়েও ভাগ্য সঙ্গে ছিল না । তবে সাজঘরে ভালো বন্ধু পেয়েছিলাম । ডার্বিতে ভালো খেলেও হারতে হয়েছিল । সেই ম্যাচে আমরা হেরে যাওয়ার মতো খেলিনি ।"

ইস্টবেঙ্গল ISL - এর মঞ্চে জায়গা করে নেওয়ায় খুশি তিনি । বলেছেন, "ISL - এ খেলার সুযোগ ইস্টবেঙ্গল এবং অন্যান্য ক্লাবের কাছে বড় ঘটনা । দেশের সেরা ক্লাব হওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের মধ্যে রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.