ETV Bharat / sports

ISL -এ প্রথম ক্লিন শিট রেখে ওড়িশা FC-কে হারাল হায়দরাবাদ FC

author img

By

Published : Nov 24, 2020, 8:10 AM IST

অভিষেককারী আরিদানে সান্টানা 35 মিনিটে হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ৷ আর এই গোলটাই দুটি দলের পার্থক্য গড়ে দেয় ৷ একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ক্লিন শিট রাখতে সক্ষম হয় হায়দরাবাদ ৷

ওড়িশা FC-কে হারাল হায়দরাবাদ FC
ওড়িশা FC-কে হারাল হায়দরাবাদ FC

পানাজি(গোয়া), 24 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে জয় দিয়ে অভিযান শুরু করল হায়দরাবাদ FC ৷ একইসঙ্গে টুর্নামেন্টে প্রথমবার ক্লিন শিট রাখল তারা ৷ গোয়ার GMC স্টেডিয়ামে ওড়িশা FC-কে 1-0 গোলে হারাল হায়দরাবাদ FC ৷

অভিষেককারী আরিদানে সান্টানা 35 মিনিটে হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ৷ আর এই গোলটাই দুটি দলের পার্থক্য গড়ে দেয় ৷ একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ক্লিন শিট রাখতে সক্ষম হয় হায়দরাবাদ ৷ তবে ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশা ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকে হায়দরাবাদ ৷ প্রথম 10 মিনিটের মধ্যেই একাধিক কর্নার আদায় করে নেয় তারা ৷ তবে সেখান থেকে গোল করতে পারছিল না হায়দরাবাদ ৷

নিজ়ামের শহরের দলের কাছে প্রথম সুযোগ আসে ম্যাচের 6 মিনিটে ৷ লুইস সাস্ত্রের ক্রস আসে সান্টানার মাথায় ৷ কিন্তু তাঁর হেডার লক্ষ্যভ্রষ্ট হয় ৷ তবে তাদের সেটপিসে দক্ষতা বাড়ানোর অনুশীলনটা যে ভালোই করেছে হায়দরাবাদ তা বোঝা যায় ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দেখেই ৷ একটি ছোট্টো কর্নার থেকে আকাশ মিশ্রার জোরালো শট দারুণভাবে বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক আর্শদীপ সিং ৷ অন্যদিকে নিজেদের সাধারণ খেলা খেলতে দেখা যায় ওড়িশা FC-কে ৷ আক্রমণ, প্রতিআক্রমণে খেলা চলতে থাকে ৷ তবে ওড়িশার স্ট্রাইকারদের সামালতে বেশি বেগ পেতে হয়নি হায়দরাবাদ ডিফেন্ডারদের ৷

ওড়িশার ডিফেন্সে ক্রমাগত আক্রমণের ফসল তোলে হায়দরাবাদ FC ৷ বক্সের মধ্যে হলিচরণ নার্জ়ারিরকে সান্টানার পাশে হ্যান্ডবল করেন ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলর ৷ ম্যাচের 35 মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সান্টানার ৷ হায়দরাবাদ অধিনায়ক সুব্রত পাল তাঁর প্রথম সেভ করেন ম্যাচের 40 মিনিটে ৷ ওড়িশা স্ট্রাইকার ম্যানুয়েল ওনাউয়ের জোরালো শট বাঁচান সুব্রত ৷ 67 মিনিটে দলের লিড প্রায় বাড়িয়ে দিয়েছিলেন জোয়া ভেক্টর ৷ তবে তাঁর গোল অফসাইডের কবলে পড়ে বাতিল হয়ে যায় ৷

ম্য়াচের পর হায়দরাবাদ FC কোচকে স্বভাবতই খুশি দেখায় ৷ কোচ মানোলো মার্কোয়েজ় দল ক্লিন শিট রাখায় খুশি ৷ তিনি বলেন, ‘‘ প্র-সিজ়ন ম্যাচেও আমরা এক ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচে গোল খেয়েছিলাম ৷ কিন্তু আজ আমরা আমাদের প্রথম ক্লিন শিট পেলাম ৷ যা সত্যিই খুশির বিষয় ৷ আমাদের যেমন ফুটবলার আছে আমাদের সেইভাবে খেলতে হবে ৷ আমরা যদি লং বল খেলি তাহলে আমাদের জেতা কঠিন হয়ে পড়বে ৷ আমার কাছে সুসংগঠিত ফুটবলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব ৷ আমরা শারীরিকভাবে শক্তিশালী নই ৷ তাই আমাদের পজিশন ধরে খেলতে হবে ৷’’

পানাজি(গোয়া), 24 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে জয় দিয়ে অভিযান শুরু করল হায়দরাবাদ FC ৷ একইসঙ্গে টুর্নামেন্টে প্রথমবার ক্লিন শিট রাখল তারা ৷ গোয়ার GMC স্টেডিয়ামে ওড়িশা FC-কে 1-0 গোলে হারাল হায়দরাবাদ FC ৷

অভিষেককারী আরিদানে সান্টানা 35 মিনিটে হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ৷ আর এই গোলটাই দুটি দলের পার্থক্য গড়ে দেয় ৷ একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ক্লিন শিট রাখতে সক্ষম হয় হায়দরাবাদ ৷ তবে ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশা ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকে হায়দরাবাদ ৷ প্রথম 10 মিনিটের মধ্যেই একাধিক কর্নার আদায় করে নেয় তারা ৷ তবে সেখান থেকে গোল করতে পারছিল না হায়দরাবাদ ৷

নিজ়ামের শহরের দলের কাছে প্রথম সুযোগ আসে ম্যাচের 6 মিনিটে ৷ লুইস সাস্ত্রের ক্রস আসে সান্টানার মাথায় ৷ কিন্তু তাঁর হেডার লক্ষ্যভ্রষ্ট হয় ৷ তবে তাদের সেটপিসে দক্ষতা বাড়ানোর অনুশীলনটা যে ভালোই করেছে হায়দরাবাদ তা বোঝা যায় ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দেখেই ৷ একটি ছোট্টো কর্নার থেকে আকাশ মিশ্রার জোরালো শট দারুণভাবে বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক আর্শদীপ সিং ৷ অন্যদিকে নিজেদের সাধারণ খেলা খেলতে দেখা যায় ওড়িশা FC-কে ৷ আক্রমণ, প্রতিআক্রমণে খেলা চলতে থাকে ৷ তবে ওড়িশার স্ট্রাইকারদের সামালতে বেশি বেগ পেতে হয়নি হায়দরাবাদ ডিফেন্ডারদের ৷

ওড়িশার ডিফেন্সে ক্রমাগত আক্রমণের ফসল তোলে হায়দরাবাদ FC ৷ বক্সের মধ্যে হলিচরণ নার্জ়ারিরকে সান্টানার পাশে হ্যান্ডবল করেন ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলর ৷ ম্যাচের 35 মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সান্টানার ৷ হায়দরাবাদ অধিনায়ক সুব্রত পাল তাঁর প্রথম সেভ করেন ম্যাচের 40 মিনিটে ৷ ওড়িশা স্ট্রাইকার ম্যানুয়েল ওনাউয়ের জোরালো শট বাঁচান সুব্রত ৷ 67 মিনিটে দলের লিড প্রায় বাড়িয়ে দিয়েছিলেন জোয়া ভেক্টর ৷ তবে তাঁর গোল অফসাইডের কবলে পড়ে বাতিল হয়ে যায় ৷

ম্য়াচের পর হায়দরাবাদ FC কোচকে স্বভাবতই খুশি দেখায় ৷ কোচ মানোলো মার্কোয়েজ় দল ক্লিন শিট রাখায় খুশি ৷ তিনি বলেন, ‘‘ প্র-সিজ়ন ম্যাচেও আমরা এক ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচে গোল খেয়েছিলাম ৷ কিন্তু আজ আমরা আমাদের প্রথম ক্লিন শিট পেলাম ৷ যা সত্যিই খুশির বিষয় ৷ আমাদের যেমন ফুটবলার আছে আমাদের সেইভাবে খেলতে হবে ৷ আমরা যদি লং বল খেলি তাহলে আমাদের জেতা কঠিন হয়ে পড়বে ৷ আমার কাছে সুসংগঠিত ফুটবলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব ৷ আমরা শারীরিকভাবে শক্তিশালী নই ৷ তাই আমাদের পজিশন ধরে খেলতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.