ETV Bharat / sports

ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই হাবাসের - habas

ডার্বি নিয়ে চিন্তিত নন এটিকে কোচ আন্তেনিও লোপেজ় হাবাস ৷ দল ধারাবাহিকভাবে ভালো খেলায় অনেক বেশি আত্মবিশ্বাসী বাগান কোচ ৷ তবে, নিশ্চিন্ত থাকতে চান না তিনি ৷ কারণ প্রতিপক্ষে যে কোনও সময় পাল্টা আক্রমণ করতে পারে ৷ আর তাই সম্মানরক্ষার ম্যাচে সতর্ক থেকে মাঠে নামতে চান হাবাস ৷

habas-to-so-worry-about-east-bengal
ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই আন্তেনিও লোপেজ় হাবাসের
author img

By

Published : Feb 15, 2021, 4:39 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : আসন্ন ডার্বি নিয়ে বাড়তি চিন্তায় নেই আন্তেনিও লোপেজ় হাবাস । জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পাওয়ায় এটিকে মোহনবাগান এখন 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে । স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি রয়েছে সবুজ মেরুন শিবিরে । এবার সামনে ইস্টবেঙ্গল।

আইএসএলের সবচেয়ে আলোচিত ম্যাচ পয়েন্ট টেবিলে সেভাবে প্রভাব ফেলবে না । তবে, দুই দলের কাছে ম্যাচটি সম্মান রক্ষার । ইতিমধ্যে আইএসএলের মঞ্চে দুই দলের প্রথম দ্বৈরথ জিতেছে এটিকে মোহনবাগান । এবার তাদের সামনে ডার্বিতে অপরাজিত থাকার তাগিদ । অন্যদিকে রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটি সম্মান পুনরুদ্ধারের । তাই উত্তেজনার একটা চোরা স্রোত বইতে শুরু করেছে ইতিমধ্যেই । যদিও সবুজ মেরুন হেডস্যার বলছেন, ‘‘আর পাঁচটা ম্যাচের মতোই আমার কাছে ইস্টবেঙ্গল ম্যাচ । আমাদের মাথা ঠান্ডা রেখে ডার্বিতে খেলতে হবে । পয়েন্টের দিক থেকে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে । আমরা ভালো খেলছি । তাছাড়া মাঠে দর্শক থাকবে না, তাই চাপ থাকবে না। অন্য ম্যাচগুলির মতো খোলা মনে ছেলেরা খেলতে নামবে । আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।’’

আরও পড়ুন : কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি


85 মিনিটে ফিজিয়ান গোলমেশিন রয় কৃষ্ণের গোলে জয় পেয়েছে এটিকে মোহনবাগান । নিজের দলের পারফরম্যান্সের বিশ্লেষণে হাবাস জানিয়েছেন, ‘‘প্রথম দিকে আমাদের খেলা মোটেই ভালো হয়নি। প্রতিপক্ষের লং বল ফুটবল ভালো খেলার কাজটা কঠিন করে দিয়েছিল । দ্বিতীয়ার্ধে বলের দখল নিজেদের পায়ে রাখাতেই গোল পাওয়া সম্ভব হয়েছে।’’ লিগের দৌড়ে এক নম্বর জায়গা ধরে রাখতে এটিকে মোহনবাগান দৃঢ়প্রতিজ্ঞ । সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ক মনে করছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুম্বই সিটি এফসির থেকে দুই পয়েন্ট এগিয়ে থাকা স্বস্তির। আপাতত লক্ষ্য পরের তিনটে ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় রাখা । দল ছন্দে ফিরেছে । চোট আঘাত সমস্যা ধীরে ধীরে কমছে । এই অবস্থায় ম্যাচ ধরে এগনোর কথা বলছে এটিকে মোহনবাগান।

কলকাতা, 15 ফেব্রুয়ারি : আসন্ন ডার্বি নিয়ে বাড়তি চিন্তায় নেই আন্তেনিও লোপেজ় হাবাস । জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পাওয়ায় এটিকে মোহনবাগান এখন 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে । স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি রয়েছে সবুজ মেরুন শিবিরে । এবার সামনে ইস্টবেঙ্গল।

আইএসএলের সবচেয়ে আলোচিত ম্যাচ পয়েন্ট টেবিলে সেভাবে প্রভাব ফেলবে না । তবে, দুই দলের কাছে ম্যাচটি সম্মান রক্ষার । ইতিমধ্যে আইএসএলের মঞ্চে দুই দলের প্রথম দ্বৈরথ জিতেছে এটিকে মোহনবাগান । এবার তাদের সামনে ডার্বিতে অপরাজিত থাকার তাগিদ । অন্যদিকে রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটি সম্মান পুনরুদ্ধারের । তাই উত্তেজনার একটা চোরা স্রোত বইতে শুরু করেছে ইতিমধ্যেই । যদিও সবুজ মেরুন হেডস্যার বলছেন, ‘‘আর পাঁচটা ম্যাচের মতোই আমার কাছে ইস্টবেঙ্গল ম্যাচ । আমাদের মাথা ঠান্ডা রেখে ডার্বিতে খেলতে হবে । পয়েন্টের দিক থেকে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে । আমরা ভালো খেলছি । তাছাড়া মাঠে দর্শক থাকবে না, তাই চাপ থাকবে না। অন্য ম্যাচগুলির মতো খোলা মনে ছেলেরা খেলতে নামবে । আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।’’

আরও পড়ুন : কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি


85 মিনিটে ফিজিয়ান গোলমেশিন রয় কৃষ্ণের গোলে জয় পেয়েছে এটিকে মোহনবাগান । নিজের দলের পারফরম্যান্সের বিশ্লেষণে হাবাস জানিয়েছেন, ‘‘প্রথম দিকে আমাদের খেলা মোটেই ভালো হয়নি। প্রতিপক্ষের লং বল ফুটবল ভালো খেলার কাজটা কঠিন করে দিয়েছিল । দ্বিতীয়ার্ধে বলের দখল নিজেদের পায়ে রাখাতেই গোল পাওয়া সম্ভব হয়েছে।’’ লিগের দৌড়ে এক নম্বর জায়গা ধরে রাখতে এটিকে মোহনবাগান দৃঢ়প্রতিজ্ঞ । সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ক মনে করছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুম্বই সিটি এফসির থেকে দুই পয়েন্ট এগিয়ে থাকা স্বস্তির। আপাতত লক্ষ্য পরের তিনটে ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় রাখা । দল ছন্দে ফিরেছে । চোট আঘাত সমস্যা ধীরে ধীরে কমছে । এই অবস্থায় ম্যাচ ধরে এগনোর কথা বলছে এটিকে মোহনবাগান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.