হায়দরাবাদ, 16 ডিসেম্বর: ক্ল্যাসিক্যাল মিউজিকের দুনিয়ায় ছন্দপতন ৷ প্রয়াত বিশিষ্ট তবলা বাদক উস্তাদ জাকির হুসেন ৷ শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রিকি কেজ, এআর রহমান থেকে শুরু করে সোনু নিগম, সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য-সহ আরও অনেকে ৷
তিনবার গ্র্যামিজয়ী মিউজিশিয়ান রিকি কেজ শিল্পী জাকির হুসনের মৃত্যুতে চমকে গিয়েছেন ৷ তিনি জানিয়েছেন জাকিরের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে ৷ তিনি ভারতের এক মহান শিল্পী বলে জানান রিকি ৷ তিনি ইন্সটাগ্রামে লেখেন, "লেজেন্ড উস্তাদ জাকির হুসেনের মৃত্যুক খবরে আমি শোকাহত ৷ তিনি একজন মহান শিল্পী পাশাপাশি খুব ভালো মানুষ ছিলেন ৷ তিনি সঙ্গীত জগতে অমূল্য রতন ছড়িয়ে দিয়ে গিয়েছেন ৷ তাঁকে আজীবন মনে রাখবে সঙ্গীতপ্রেমী মানুষেরা ৷ তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷"
গায়ক সোনু নিগম সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ৷ পোস্ট করে লেখেন, "জাকির ভাই এটা কি হল?"
এআর রহমান শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "জাকির ভাই এক অনুপ্রেরণা ছিলেন ৷ তিনি তবলা বাাজনো শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন ৷ তাঁর মৃত্যুতে আমাদের বিশাল ক্ষতি হল ৷ আমার আফসোস হচ্ছে আরও একবার ওঁনার সঙ্গে কাজ করা হল না ৷ আমরা একসঙ্গে একটা অ্যালবাম করার পরিকল্পনা করেছিলাম ৷ তোমাকে সত্যিই ভীষণ মিস করব ৷"
Inna lillahi wa inna ilayhi raji'un.
— A.R.Rahman (@arrahman) December 16, 2024
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim 🌟🌍. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…
গায়ক অনুপ জলোটা জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "এই খবরে আমি গভীর যন্ত্রণার মধ্যে রয়েছি ৷ কঠিন সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল ৷"
Can’t wrap my head around the news. I’m in pain. Sending love and strength to all his admirers during this difficult time. May we find comfort in his legacy and the joy he brought to our lives. 🙏💔#zakirhussain #RIP pic.twitter.com/eF79mMDw0a
— Anup Jalota (@anupjalota) December 15, 2024
মিউজিক কম্পোজার থমন এস এক্সহ্যান্ডেলে লেখেন, "চিরঘুমের দেশে মাস্টার ৷ আমরা আজ এক লেজেন্ডকে হারালাম ৷"
REST IN PEACE MAESTRO
— thaman S (@MusicThaman) December 15, 2024
We lost the Legend Today #UstadZakirHussain Saab 🥹 pic.twitter.com/y8YenLBEP1
অন্যদিকে, তবলা মায়েস্ত্রোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সঙ্গীত দুনিয়ায় জাকির হুসেন একজনই ছিলেন ৷ তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের শেষ মোহিকান বা শেষ মোহিকানদের একজন ৷" তিনি জানান, হুসেন তবলার বোলের মধ্য দিয়ে ভিন্নধারার রাগ যোগ করেছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনও মিউজিকের কোনও অনুষ্ঠান শুরু করার আগে তিনি জাকির হুসেনের পা ছুঁয়ে প্রণাম করতেন ৷
গিমা পুরস্কারপ্রাপ্ত শিল্পী তথা গ্র্যামির জুরি সদস্য তবলা বাদক প্রদ্যুত মুখোপাধ্যায় প্রয়াত শিল্পী জাকির হুসেনকে ভার্সেটাইল তবলা বাদক বলে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "জাকির হুসেন আমার অফিসিয়াল গুরু না হলেও তাঁকে মেন্টর বলে মনে করি ৷ আমি তাঁর কাছ থেকে রিদম ও বিট শিখেছি ৷ তিনি সবসময় ভীষণ বিনম্র শিল্পী ছিলেন ৷ তিনি নতুনদের কাছে টেনে নিতেন ৷"
প্রদ্যুত মুখোপাধ্যায় জানান, তিনি উদীয়মান প্রতিভাদের সাহায্য করতে সর্বদা আগ্রহী ছিলেন। তিনি বলেন, "জাকির জি দক্ষিণ কলকাতায় এক তবলা কারিগরীর কাছে প্রায় সময় আসতেন ৷ তিনি সেই দোকান থেকে তবলা নিয়ে যেতেন ৷"
সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার প্রয়াত জাকির হুসেনের সঙ্গে স্বর সম্রাট ফেস্টিভ্যালে পারর্ফম করেছেন বলে জানান ৷ তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলেন, "আমরা সকলেই জানতাম তাঁর শরীর ভালো ছিল না ৷ কিন্তু তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷ এই শূন্যতা কখনও পূর্ণ হবে না ৷"