হাওড়া, 16 ডিসেম্বর: আগামী বছর জানুয়ারিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হবে মহাকুম্ভ ৷ প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলা শুরু হবে 13 জানুয়ারি ৷ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ মহাকুম্ভে স্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন ৷
তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই পূর্ব রেল মহাকুম্ভ স্পেশাল 42টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। এই স্পেশাল ট্রেনগুলি হাওড়া-তুনডলা, হাওড়া-ভিন্ড, মালদা টাউন-প্রয়াগরাজ হয়ে চলবে। যার মাধ্যমে 77 হাজার 500টি অতিরিক্ত বার্থ তৈরি করা সম্ভব বলেই পূর্ব রেল জানিয়েছে।
03409 মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল 2 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি প্রতি বৃহস্পতিবার ও শনিবার (11ট্রিপ) মালদা টাউন থেকে রাত্রি 8টা 45 মিনিটে ছাড়বে ৷ ট্রেনটি পরের দিন বিকেল 5টা 15 মিনিটে প্রয়াগরাজ রামবাগ পৌঁছবে।
03419 প্রয়াগরাজ রামবাগ–মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল 2 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি প্রতি শুক্রবার ও শনিবার (11ট্রিপ) প্রয়াগরাজ রামবাগ থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন দুপুর 2টো 30 মিনিটে মালদা টাউন পৌঁছবে। ট্রেনগুলি যাত্রাপথে নিউ ফরাক্কা, বাড়হারোয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁওন, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভায়পুর দাঁড়াবে। এতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03021 হাওড়া–তুন্দলা মহাকুম্ভ স্পেশাল হাওড়া থেকে 1 থেকে 8 এবং 16 ও 24 জানুয়ারি এছাড়া 5, 7, 14, 21 ও 26 ফেব্রুয়ারি (16ট্রিপ) সন্ধ্যা 7টা 35 মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন সন্ধ্যা 7টা 20 মিনিটে তুন্দলা পৌঁছবে।
03022 তুন্দলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল (16 ট্রিপ) 3 থেকে 10 এবং 18, 22, 26 জানুয়ারি এছাড়া 7, 9, 16, 23, 28 ফেব্রুয়ারি তুন্দলা থেকে সকাল 11টা 20 মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন বিকেল 3টা 20 মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনগুলি যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে ৷ এতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03023 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল (7ট্রিপ) হাওড়া থেকে 20, 22, 23 জানুয়ারি এবং 17, 17, 18 ও 27 ফেব্রুয়ারি রাত্রি 12টা 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত্রি 2টো 30 মিনিটে তুন্দলা পৌঁছবে।
03024 তুন্দলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল (7ট্রিপ) তুন্দলা থেকে 21, 23, 24 জানুয়ারি এবং 17, 18, 19 ও 21 ফেব্রুয়ারি বেলা 11টা 20 মিনিটে ছেড়ে পরের দিন বিকেল 3টে 20 মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে। এতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03025 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে 28 ফেব্রুয়ারি ভোর 5টা 45 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 6টা 30 মিনিটে তুন্দলা পৌঁছবে।
03026 তুন্দলা–হাওড়া মহাকুম্ভ স্পেশাল তুন্দলা থেকে 1 মার্চ সকাল 11টা 20 মিনিটে ছেড়ে পরের দিন বিকেল 3টে 20 মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে। এতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03029 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে 23 জানুয়ারি এবং 6 ও 20 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 35 মিনিটে ছেড়ে পরের দিন রাত 8টা 15 মিনিটে তুন্দলা পৌঁছবে।
03030 তুন্দলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল তুন্দলা থেকে 25 জানুয়ারি এবং 8 ও 22 ফেব্রুয়ারি রাত 3টের সময় ছেড়ে পরের দিন রাত 3টে 30 মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে। এতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03031 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে 1, 18, 19 জানুয়ারি রাত 12টা 30 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 1টা 5 মিনিটে ভিন্ড পৌঁছবে।
03032 ভিন্ড–হাওড়া কুম্ভমেলা স্পেশাল ভিন্ড থেকে 2 ও 19 জানুয়ারি এবং 20 ফেব্রুয়ারি দুপুর 3টে 30 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 3টে 30 মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
03033 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে 26 জানুয়ারি রাত 12টা 30 মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন দুপুর 1টা 5 মিনিটে ভিন্ড পৌঁছবে।
03034 ভিন্ড –হাওড়া কুম্ভমেলা স্পেশাল ভিন্ড থেকে 27 জানুয়ারি দুপুর 3টে 30 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 3টে 30 মিনিটে হাওড়া পৌঁছবে।
ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর & আসানসোল স্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা থাকবে।
এছাড়া 03409 মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল, 03021 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল, 03023 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল, 03025 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল,03029 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল, 03031 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল, 03033 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল ট্রেনের টিকিট বুকিং 16 ডিসেম্বর, সোমবার থেকে পাওয়া যাবে।